মার্কেট কাঁপাতে আসছে Xiaomi 17 Ultra স্মার্টফোন। ফোনটিতে থাকছে শক্তিশালী 16GB RAM ও 512GB/1TB স্টোরেজের সুবিধা। নিচে Xiaomi ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Xiaomi 17 Ultra স্পেসিফিকেশন:
- RAM: 16GB
- ROM: 512GB/1TB
- Battery: 6800mAh
- Camera: 200MP+50MP
- Display: 6.9″ 1440×3200 pixels
- Price: 1,50,000 Taka (Expected price)
নিউজ ডেস্ক বঙ্গভাষা: মার্কেট কাঁপাতে যাচ্ছে Xiaomi কোম্পানির Xiaomi 17 Ultra স্মার্টফোন। ফোনটি ইতিমধ্যে বাংলাদেশের বাজারে 2025, December 25 তারিখে লঞ্চ হতে চলেছে।
Xiaomi 17 Ultra ফোনটির তৈরিকৃত দেশ চায়না। ফোনটির মডেল 25128PNA1C এবং মার্কেটে ফোনটি Black, White, Starry Green কালারের প্রকাশ পেতে চলেছে।
তথ্য সুত্রে, Xiaomi 17 Ultra ফোনটির প্রাইস 1,50,000 টাকা। ফোনটিতে LTPO AMOLED বিশাল বড 6.9 inches ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লের সাইজ 116.6 সেন্টিমিটার।
এছাড়াও ফোনটিতে রয়েছে 1200×2608 পিক্সেল রেজুলেশন, 68B colors, 2160Hz PWM, 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, HDR10+, HDR Vivid এবং 3500 nits (peak) ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা রয়েছে।
Xiaomi 17 Ultra ফোনটির ওজন 230 গ্ৰাম। ফোনটির দৈর্ঘ্য 162.9 মি.মি, প্রস্থ 77.6 মি.মি এবং বেধ 8.5 মি.মি। ফোনটির সামনের অংশে কাচ, পিছনের অংশ ফাইবার-রিইনফোর্সড প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 16, HyperOS 3 এবং জিপিইউ হিসেবে Adreno 840। Xiaomi 17 Ultra ফোনটিতে Qualcomm SM8850-AC Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। যেটি 3 ন্যানো মিটার।
বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে ফোনটির দুটি Variant রয়েছে। যেমন:
- 16GB+512GB এবং
- 16GB+1TB
ফোনটিতে (50MP+200MP+50MP) Triple Main camera (প্রধান ক্যামেরা), 8K@30fps, 4K@30/60/120fps, _1080p@30/60/120/ 240/480/960/1920fps ভিডিও রেকর্ডিং এবং Laser AF, HDR, panorama, Leica lenses, color spectrum sensor এবং Dual-LED flash ফিচারস রয়েছে।
ফোনটিতে 50MP সেলফি ক্যামেরা, HDR, panorama ফিচারস এবং 4K@30/60fps_ 1080p@30/60fps ভিডিও তৈরির সুবিধা রয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে 6800 mAh ব্যাটারি ও 90W তারযুক্ত ফার্স্ট চার্জিং সিষ্টেম।
Xiaomi 17 Ultra ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে Fingerprint সেন্সর (under display, ultrasonic)।
ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, GSM / HSPA / LTE / 5G টেকনোলজি, HSPA, LTE, 5G স্পীড, Loudspeaker, Wi-Fi 802, Dual SIM Slot, GPS এবং USB Type-C 3.2 Gen 2 ইত্যাদির সুবিধা রয়েছে।
তথ্যসূত্রে: Mobiledokan

