12GB+16GB ও 6300mAh ব্যাটারি সহ লঞ্চ হল Xiaomi 17 pro স্মার্টফোন

বর্তমান সময়ে আপনি যদি একটি সেরা স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনার বেস্ট চয়েস Xiaomi 17 pro স্মার্টফোন। ফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, চার্জার, ডিসপ্লে এবং উন্নত মানের ফিচার সমূহ।

তাই দেরি না করে আজই কিনতে পারেন Xiaomi 17 pro স্মার্টফোনটি। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Xiaomi 17 pro স্পেসিফিকেশন:

  • RAM: 12/16GB
  • ROM: 256/512GB/1TB
  • Camera: 50+50+50MP, 50MP
  • Battery: Li-Ion 6300mAh
  • Display: 6.3”1220x2656p
  • Unofficial Price: 97,000/1,00,500/ 1,22,500 Taka

নিউজ ডেস্ক বঙ্গভাষা: বরাবরের মতোই Xiaomi তাদের আরেকটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি রিলিজ করেছেন। ফোনটি হচ্ছে Xiaomi 17 pro স্মার্টফোন।

Xiaomi 17 pro ফোনটির তৈরিকৃত দেশ চায়না ও ফোনটি বাংলাদেশের বাজারে 25 September 2025 সালে প্রকাশ পেয়েছে। ফোনটির মডেল 17 Pro এবং ডেলিভারি টাইপ স্মার্টফোন।

Xiaomi 17 pro স্মার্টফোনটি মার্কেটে Green, White, Black, Purple কালারের প্রকাশিত হয়েছে এবং ফোনটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:

  1. Xiaomi 17 pro (12GB+256GB) আনঅফিসিয়াল প্রাইস: 97,000 টাকা
  2. Xiaomi 17 pro (12GB+512GB) আনঅফিসিয়াল প্রাইস: 1,00,500 টাকা এবং
  3. Xiaomi 17 pro (16GB+1TB) আনঅফিসিয়াল প্রাইস: 1,22,500 টাকা

ফোনটিতে Qualcomm SM8850-AC Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে GPU Adreno 840, v16 অপারেটিং ভার্সন এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android।

ফোনটিতে 6.3 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ ১৬ সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিন প্রটেকশনে ব্যবহার করা হয়েছে Xiaomi Dragon Crystal Glass।

ফোনটিতে 1220×2656 px (FHD+) রেজুলেশন, 120 Hz রিফ্রেশ রেট এবং 3500 nits ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা রয়েছে। ফোনটির কভার ডিসপ্লেতে রয়েছে LTPO AMOLED, 120Hz, HDR10+, ডলবি ভিশন, HDR Vivid, 596×976 পিক্সেল এবং 3500 nits 2.9 ইঞ্চি।

ফোনটিতে 50 MP Wide Angle, Primary Camera (ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা), 50 MP Periscope Telephoto Camera (পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা) এবং 50 MP, Ultra-Wide Angle Camera (আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) রয়েছে।

ফোনটির প্রধান ক্যামেরা 8150×6150 Pixels রেজুলেশন, 30 fps, 120 fps, 960 fps, 1920 fps_ 7680×4320, 3840×2160, 1920×1080, 1280×720 ভিডিও রেকর্ডিং, অটোফ্ল্যাশ, ফ্ল্যাশ, ডিজিটাল জুম এবং কাস্টম ওয়াটারমার্ক, স্লো মোশন, ভিডিও এইচডি আর, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাসের ফিচারস রয়েছে।

Xiaomi 17 pro ফোনটিতে 50 MP Wide Angle, Primary Camera (ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা) এবং 60 fps, 30 fps_ 3840×2160, 1920×1080, 1280×720 ভিডিও তৈরির সুবিধা রয়েছে।

Xiaomi 17 pro স্মার্টফোনটি ওজন 192 গ্ৰাম হওয়ায় ফোনটি একহাতে স্মুথলী ব্যবহার করতে পারবেন। ফোনটির দৈর্ঘ্য 151.1 মি.মি, প্রস্থ 71.8 মি.মি এবং ফোনটির বেধ 8 মি.মি। ফোনটির সামনের অংশের ব্যবহার করা হয়েছে কাচ (ড্রাগন ক্রিস্টাল গ্লাস) এবং অ্যালুমিনিয়াম ফ্রেম।

ফোনটিতে শক্তিশালী 6300 mAh Li-Ion (Lithium Ion) ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকছে একটি 100W তারযুক্ত ফার্স্ট চার্জিং ব্যবস্থা। এছাড়াও ফোনটির আইপি রেটিং IP68 এবং Type-C 3.2, Display Port ব্যবস্থা।

ফোনটিতে সেন্সর এবং নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রটেকশনে ব্যবহার করা হয়েছে অন স্ক্রিন সেন্সরের সুবিধা। এছাড়াও লাইট সেন্সরে রয়েছে Proximity sensor, Compass, Light sensor, Accelerometer এবং Gyroscope।

ফোনটিতে নেটওয়ার্ক এবং সংযোগে রয়েছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক, ডুয়েল সিম স্লর্ট, RAM Type LPDDR5X, USB OTG, GPRS, Wi-Fi 7, স্টোরেজ টাইপ UFS 4.1, EDGE, ভলিয়ম, HSPA, LTE, 5G স্পীডের সুবিধা, Bluetooth v5.4, জিপিএস, লাউড স্পিকার এবং Dolby Atmos অডিও ফিচারস ইত্যাদি।

তথ্যসূত্র: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading