আপনি কি প্রত্যাশিত বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারি ও পর্যাপ্ত স্টোরেজ খুঁজছেন। তাহলে আপনার জন্য Vivo Y31d হতে পারে একটি আকর্ষণীয় চমক। ফোনটিতে রয়েছে শক্তিশালী 7200mAh ব্যাটারি সহ 128GB স্টোরেজের সুবিধা। যেটি ব্যবহারকারীদের নজর কেড়েছে।
ফোনটিতে শক্তিশালী 7200mAh ব্যাটারি ও 128GB স্টোরেজ থাকার কারণে দৈনন্দিন ব্যবহার, ভিডিও দেখা, অনলাইন ক্লাস কিংবা দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সত্বেও চার্জ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।
এছাড়াও ফোনটির আধুনিক ডিজাইন সহ প্রয়োজনীয় ফিচারের সমন্বয়ে গঠিত Vivo Y31d স্মার্টফোন মূলত বাজেট-সচেতন ব্যবহারকারীদের লক্ষ্য করেই বাজারে আবির্ভাব ঘটাতে চলেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Vivo Y31D ফোনটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y31D স্মার্টফোন স্পেসিফিকেশন:
- RAM: 6/8 GB
- ROM: 128GB
- O’S: Android 16
- Battery: 7200mAh
- Display: Display6.75″ 1080×2400 pixels
- Price: Coming soon
নিউজ ডেস্ক বঙ্গভাষা: অতি দ্রুত বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ভিভো তাদের আরো নতুন একটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে প্রকাশ করতে চলেছে। ফোনটি হচ্ছে: Vivo Y31D স্মার্টফোন। ভিভো তাদের নতুন ফোনের রিলিজ ডেট January 2026 এবং প্রাইস প্রকাশ করেনি।
তবে ধারণা করা যায় অতি দ্রুত ফোনের প্রাইস প্রকাশ করা হবে। ফোনটির প্রাইস এবং গুরুত্বপূর্ণ ফিচারস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড ভিভো তাদের বিভিন্ন ফোন বাংলাদেশের বাজারে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি প্রকাশ করছে। যারা ভিভো কোম্পানির দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং বিশাল ষ্টোরেজের স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য ভিভো নিয়ে আসলো নতুন সিরিজের Vivo Y31D স্মার্টফোন।
ফোনটিতে থাকছে দীর্ঘস্থায়ী 7200 mAh শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি এবং 44W তাঁরযুক্ত ফাস্ট চার্জিং ব্যবস্থা। এছাড়াও ফোনটিতে নিরাপত্তার জন্য রয়েছে Fingerprint (side-mounted) সেন্সর।
ফোনটির নির্মাণকৃত দেশ (China) চায়না। Vivo Y31D স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে White ও Black কালারের প্রকাশ হতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে।
ভিভো ফোনটিতে থাকছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 1080×2400 pixels রেজুলেশন এবং 1250 nits ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা।
এছাড়াও ফোনটির অপারেটিং সিস্টেম Android 16 ও Qualcomm Snapdragon 6s Gen 2 (6ন্যানো মিটার)চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটিতে থাকছে GSM / CDMA / HSPA / CDMA2000 / LTE / 5G টেকনোলজির সিস্টেম।
Vivo Y31D ফোনটিতে HSPA 42.2/5.76 Mbps, LTE-A, 5G স্পীডের সুবিধা রয়েছে। ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাবেন।
ভিভো ফোনটিতে IP69 ধুলো-প্রতিরোধী এবং জল-প্রতিরোধী ক্ষমতা রয়েছে। ফোনটিতে মেমোরি স্লট microSDXC (dedicated) এবং মার্কেট দুটি ভেরিয়েন্টে আসতে চলেছে। যেমন:
- Vivo Y31D 6GB+128GB এবং
- Vivo Y31D 8GB+128GB
ফোনটিতে থাকছে ডুয়েল 50MP+2MP ক্যামেরা সেন্সর, 1080p@30fps ভিডিও রেকর্ডিং এবং LED flash, HDR, panorama ফিচারস। এছাড়াও আরোও থাকছে 8MP সিঙ্গেল সেলফি ক্যামেরা, 1080p@30fps ভিডিও রেকর্ডিং ও HDR ফিচারস।
ফোনটিতে নেটওয়ার্ক সংযোগে থাকছে লাউডস্পিকার, ৩.৫ মিমি জ্যাক, Wi-Fi 802, ব্লুটুথ ৫.২, জিপিএস ইত্যাদির সুবিধা।
তথ্যসূত্রে: Mobiledokan

