Vivo X200 Pro 12GB+256GB প্রাইস সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। Vivo কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে চলে এসেছে। ফোনটির নাম হলো: Vivo X200 Pro স্মার্টফোন।
বাংলাদেশের বাজারে অবিশ্বাস্য দামে নিয়ে আসলো ভিভো কোম্পানি নতুন একটি স্মার্টফোন। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ফোনটি বাংলাদেশের বাজারে ১৯ তারিখ অক্টোবর মাসের ২০২৪ সালে লঞ্চ হয়েছে। বর্তমানে আপনি ফোনটি 3টি ভেরিয়েন্ট পাবেন। যেমন:
- Vivo X200 Pro স্মার্টফোন ১২জিবি+২৫৬জিবি আন-অফিসিয়াল প্রাইস ৯০,০০০ টাকা
- Vivo X200 Pro স্মার্টফোন ১৬জিবি+৫১২ জিবি আন-অফিশিয়াল প্রাইস ১,০৪,০০০ টাকা এবং
- Vivo X200 Pro স্মার্টফোন ১৬GB+১TB আন-অফিসিয়াল ১,৩০,০০০ টাকা
Vivo X200 Pro ফোনটি মিডেল China এবং X200 Pro মডেল। এছাড়াও ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এন্ড্রয়েড v15, Mediatek Dimensity 9400 Chipset ও Immortalis-G925 জিপিইউ।
ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। এবং এতে ব্যবহার করা হয়েছে 1260×2800 পিক্সেল রেজুলেশন।
এছাড়াও ফোনটির স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Scratch/drop-resistant শক্তিশালী গ্লাস এবং 120 Hz রিফ্রেশ রেট।
ভিভো এক্স২০০ প্রো ফোনটিতে Triple ক্যামেরা সুবিধা রয়েছে। যেমন: 50 মেগাপিক্সেল ও Wide Angle প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল Periscope টেলি Photo lens camera ও 50 MP Ultra-Wide Angel Camera।
এছাড়া এতে পেয়ে যাবেন Laser autofocus, OIS, LED Flash, 8150 x 6150 ফিকজালে ইমেজ রেজুলেশন, Digital Zoom, 7680×4320 ভিডিও রেকর্ডিং ইত্যাদি সুবিধাসমূহ।
Vivo X200 Pro স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 MP Ultra-Wide Angle সিঙ্গেল সেলফি ক্যামেরা। 6000mAh বিশাল ব্যাটারি নিয়ে স্মার্টফোনটির ওজন 223 গ্রাম।
এছাড়া এতে ব্যবহার করা হয়েছে 162.4 মিলিমিটার দৈর্ঘ্য, 76 মিলিমিটার প্রস্থ, 8.2 মিলিমিটার থিকনেসেস। স্মার্টফোনটিতে রয়েছে 1.5m for 30 min জল প্রতিরোধ ক্ষমতা। 30W wireless চার্জার ও 90W wired সুপারফাস্ট চার্জার এবং USB Type-C 3.2।
Vivo X200 Pro স্মার্টফোনটিতে White, Blue, Black, Titanium এর মত জনপ্রিয় ৪টি কালার রয়েছে। এছাড়াও ফোনটির 12 GB RAM সাথে পেয়ে যাবেন 256GB ইন্টারনাল স্টোরেজ (SD Card)। 2G থেকে 5G শক্তিশালী নেটওয়ার্ক কানেক্টিভিটি।
এছাড়াও এতে EDGE, GPRS, VoLTE, WLAN, Bluetooth, GPS, Infrared, Wi-fi Hotspot, NFC ও USB এর মতো সকল আধুনিক প্রযুক্তি সুবিধা পেয়ে যাবেন।
স্মার্টফোনটিতে সেন্সর ও সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে Light Sensor, On-screen Fingerprint Sensor, Ultrasonic Type Finger Sensor এবং Face Unlock।
ফোনটিতে আরোও রয়েছে Loudspeaker, 8K Video quality এবং অডিও জ্যাক USB টাইপ-সি সুবিধা সমূহ। Vivo X200 Pro মডেলের স্মার্টফোনটির নির্মাতা দেশ হচ্ছে China।
বর্তমানে ৩টি ভ্যারিয়ান্টে ফোনটি মার্কেট পাবেন। যেমন: 12GB+256GB ৯০ হাজার টাকা, 16GB+512GB ১ লক্ষ ৪ হাজার টাকা এবং 16GB+1TB ১ লক্ষ ৩০ হাজার টাকা।
[…] নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য […]