অবিশ্বাস্য দামে কিনুন Vivo iQOO Z9 Turbo স্মার্টফোন। বরাবরের মতোই নিয়ে আসলো ভিভো কোম্পানির নতুন একটি স্মার্টফোন। স্মার্টফোনটির নাম হলো: ভিভো আইকিউও Z9 Turbo স্মার্টফোন।
Vivo iQOO Z9 Turbo স্মার্টফোনের সম্পূর্ণ Specifications সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। স্মার্টফোনটি ইতিমধ্যে অর্থাৎ, April মাসের ২৪ তারিখ ২০২৪ সালে মার্কেটে এসেছে।
এই স্মার্টফোনটিতে 6.78 inches AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেটি 111.0 সেন্টিমিটার। এছাড়াও ফোনটিতে আরোও রয়েছে 1260×2800 pixels রেজুলেশন, 4500 nits ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট।
ভিভো আইকিউও Z9 Turbo স্মার্টফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি সুবিধা রয়েছে 2G থেকে 5G নেটওয়ার্কের সুবিধা। এছাড়াও ফোনটিতে আরোও রয়েছে 5G এবং LTE-A নেটওয়ার্ক Speed।
এই ফোনটিতে ওজন মাত্র 194.90 গ্ৰাম এবং ফোনটির মাত্রা: ১৬৩.৭x৭৬x৮ মিলিমিটার। এছাড়াও ফোনটিতে আপনি ডুয়েল সিম স্লট ও অন্যান্য ফিচারস ব্যবহার করতে পারবেন।
ফোনটির Chipset হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম SM8635 Snapdragon 8s জেনারেশন3 চিপসেট, জিপিইউ Adreno 735 এবং Operating System Android 14। বর্তমান সময়ে আপনি যদি 30,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে হয়। তাহলে স্মার্টফোনটি নিতে পারেন।
ভিভো আইকিউও জেড৯ টার্বো 12GB+256GB স্মার্টফোনটির আন-অফিসিয়াল প্রাইস 32,000 টাকা। ফোনটির Main Camera ডুয়েল ক্যামেরা সেটআপ 50 MP+8 MP, 4K@30/60fps ভিডিও রেকর্ডিং এবং panorama ফিচারস।
ফোনটির Selfie Camera হিসেবে রয়েছে 16 MP সেলফি ক্যামেরা এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিং। ফোনটিতে সাউন্ড হিসেবে রয়েছে লাউডস্পিকার সুবিধা। তবে ফোনটিতে 3.5mm jack সুবিধা নেই।
এছাড়াও ফোনটির Connectivity হিসেবে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, USB Type-C 2.0, NFC ও ওটিজি সুব্যবস্থা। এই ফোনটির ফিচারস হিসেবে পাবেন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটি বর্তমান সময়ে অনেক ফোনেই থাকে না।
ভিভো আইকিউও Z9 Turbo স্মার্টফোনটিতে ৬০০০ mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ৮০W wired ফার্স্ট চার্জার সুবিধা। ফোনটির তিনটি কালারের পেয়ে যাবেন। যেমন: Black, White এবং Mint।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। Vivo iQOO Z9 Turbo ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এরকম আরোও নতুন নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!