Facebook থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে যাদের facebook অ্যাড অন রিলস এর পাশে সেটআপ এসেছে। তারা অনেকেই সঠিকভাবে জানেন না কিভাবে Facebook অ্যাড অন রিলস সেট করে Facebook থেকে ইনকাম করতে হয়।
আজকের পোস্টে আমরা আলোচনা করব। কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুক অ্যাড অন রিলস সেট করে Facebook থেকে ইনকাম করবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
Ads on reels চালু করে Facebook থেকে ইনকাম করুন
Ads on reels চালু করে Facebook থেকে ইনকাম করার জন্য প্রথমে ফেসবুক Monetization ট্যাব থেকে professional dashboard এ চলে আসুন। তাহলে Ads on reels এর পাশে Setup বাটন দেখতে পাবেন। এখন Set Up বাটনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচে থেকে ‘Get started’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে পে আউট একাউন্ট এড করার অপশন চলে আসবে। এখন আপনি নিচে থেকে ‘add new business info’ অপশনে ক্লিক করে আপনার পে আউট একাউন্টটি এড করুন।
আরোও পড়ুন ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
এখন অপশন গুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
ফেসবুক অ্যাড অন রিলস সেট করে Facebook থেকে ইনকাম করার জন্য আপনাকে business type সিলেক্ট করতে হবে। তাহলে business type অপশনে ক্লিক করে Individual/sole proprietor সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে।
এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে Primary Address অপশন দেখতে পাবেন। এখানে আপনার Primary Address দিতে হবে। তাহলে আপনি আপনার প্রাইমারি এড্রেসটি সঠিকভাবে লিখুন। এখন প্রথমেই আপনি আপনার ভিলেজ, পোস্ট অফিস এবং থানা লিখুন।
তারপর সিটি অপশনে ক্লিক করে আপনাদের জেলা সিলেক্ট করুন, স্টেট প্রভিস্ন অপশনে ক্লিক করে আপনার বিভাগ সিলেক্ট করুন এবং জিপ কোড অপশনে ক্লিক করে আপনার পোস্টাল কোডটি লিখুন। তারপর স্ক্রোল করে নিচে থেকে আপনার মোবাইল নম্বর, ইমেইল এড্রেস এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন (TIN) নম্বরটি লিখুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট ২০২৫
এখন সকল অপশন সঠিকভাবে পূরণ হলে নিচে গিয়ে তাদের টার্মস এন্ড কন্ডিশন বক্সে টিক মার্ক দিয়ে Next বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ব্যাংক একাউন্ট সেটআপ করতে হবে Facebook থেকে ইনকাম নেওয়ার জন্য।
Facebook থেকে ইনকাম নেওয়ার জন্য Payment getaway সেটআপ
Facebook থেকে ইনকাম পেমেন্ট নেওয়ার জন্য আপনি সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Manually link bank account and
- Link your PayPal account
Facebook থেকে ইনকাম পেমেন্ট নেওয়ার জন্য আপনি Manually link bank account সিলেক্ট করুন। তাহলে নিচে আপনার নাম এবং জন্ম তারিখ চলে আসবে। এখন আপনি স্কোল করে নিচে নামুন। তাহলে সেখানে আপনার ব্যাংকের সুইফট কোড দিতে বলবে। এখন আপনি আপনার ব্যাংকের নাম লিখে সার্চ করে আপনার ব্যাংকের সুইফট কোডটি অটোমেটিক বসে যাবে।
তারপর নিচে Facebook থেকে ইনকাম পেমেন্ট নেওয়ার জন্য আপনার ব্যাংক একাউন্ট নম্বরটি বসাতে হবে। তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Link pay out method অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি সেখানে ‘success! You car start ….. on your reals’ লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ, Facebook অ্যাড অন রিলস সেটআপ করা সম্পন্ন হয়েছে। এখন আপনি Facebook থেকে ইনকাম করতে পারবেন। তাহলে আপনি নিচে থেকে Done অপশনে ক্লিক করুন। এখন আপনার একাউন্টে নোটিফিকেশন অপশনে আপনার পেইজের নাম এবং ‘has been approve to use add on reels’ লেখা চলে আসবে।
এখন আপনি নোটিফিকেশন অপশনে ক্লিক করলে দেখতে পাবেন। সেখানে আর্নিং অপশনের আর্নিং শো করবে এবং আপনার একাউন্টে যখন 100 ডলার পূর্ন হবে। তখন আপনার ব্যাংক একাউন্ট অটোমেটিক টাকা চলে যাবে। এভাবে আপনি Facebook অ্যাড অন রিলস সেট করে Facebook থেকে ইনকাম করতে পারবেন।
https://bongovasha.com/why-you-fail-to-earn-money-online/
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে Facebook অ্যাড অন রিলস সেট করে Facebook থেকে ইনকাম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!