অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা যারা অনলাইন থেকে আয় করতে চান তাদের জন্য এই পোস্টে আমরা বিশ্বস্ত ২৫ টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করবো। যেখান থেকে আপনি এক বা একাধিক ওয়েবসাইটে কাজ করে হাজার হাজার ডলার আয় করতে পারবেন।
অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ টি ওয়েবসাইটের তালিকা
- YouTube
- Telegram
- Fiverr
- Upwork
- Freelancer
- AdMob
- Google Opinion Rewards
- Google Play Store
- Google Affiliate Marketing
- Google Trends & SEO
- Google Workspace
- Yo.fan
- Heylink.me
- Adsterra
- Toptal
- PeoplePerHour
- Guru
- Amazon
- Shutterstock Contributor
- Daraz
- Workupjob
- ShareASale
- CJ Affiliate
- ClickBank
- Swagbucks
- InboxDollars
- 99designs
- Ezoic
- Indeed
- Skillshare
- Microworkers
- Cambly
- Amazon KDP
- AdSense
- Teespring
- TaskRabbit
- Clickworker
- Etsy Digital Products
- Spare5
- Foap
- Textbroker
- iWriter
- Voices.com
- TranscribeMe
- Merch by Amazon
- SolidGigs
- Twitch
- Gumroad
- Shopify
Facebook থেকে ইনকাম
অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ টি উপায়ের মধ্যে আমাদের এক নম্বর পজিশনে রয়েছে ফেসবুক। ফেসবুক থেকে আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। তবে সবচেয়ে জনপ্রিয় উপায় গুলোর মধ্যে একটি হচ্ছে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম।
যেখানে facebook আপনার পেইজ এবং প্রোফাইলে মনিটাইজেশন প্রোগ্রাম চালু করার মাধ্যমে অ্যাডস প্রদর্শন করবে। যার বিনিময় তারা আপনাকে একজন পাবলিশার হিসাবে কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার সাইট বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা।
তাই আপনি যদি facebook থেকে ইনকাম করতে চান তাহলে আপনি ফেসবুকের একজন কনটেন্ট ক্রিয়েটরর্স হিসেবে ফেসবুকের সাথে পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করে ইনকাম করতে পারবেন।
সাধারণত, ফেসবুক তার পাবলিশারদের একাউন্টে ১০০ ডলার পরিমাণ অর্থ জমা হলে সেটি সরাসরি পাবলিশারের দেওয়া ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দেয়। আর এভাবে একজন কন্টেন্ট ক্রিকেটারস প্রতি মাসে ফেসবুক থেকে হাজার হাজার ডলার আয় করছেন। কিভাবে ফেসবুক থেকে আয় শুরু করবেন জানতে এই আর্টিকেলটি পড়ুন।
YouTube থেকে ইনকাম
অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ উপায় এর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউটিউব থেকে ইনকাম। ফেসবুকের মতোই আপনি চাইলে ইউটিউব থেকেও বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। তবে youtube একটি ভিডিও প্ল্যাটফর্ম হওয়ায় আপনি এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরস হিসেবে কাজ করে বেশ ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।
এর জন্য আপনাকে একটি ফ্রি ইউটিউব পাবলিশার একাউন্টে তৈরি করতে হবে। তারপর সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার পছন্দ অনুযায়ী। ইউটিউব পলিসি মেনে ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে। যখন আপনার একাউন্ট বা চ্যানেলে youtube মনিটাইজেশন শর্ত পূরণ হবে। তখন আপনি ইউটিউবের সাথে কাজ করে ইনকাম করতে পারবেন।
সাধারণত, ইউটিউব সর্বনিম্ন ১০০ ডলার সমপরিমাণ অর্থ একাউন্টে জমা হলে। প্রত্যেক মাসের ২১ তারিখের আপনার দেওয়া ব্যাংক একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার করে দেবে। যেটি আপনি আপনার দেশিও মুদ্রায় উত্তোলন করতে পারবেন।
Telegram থেকে ইনকাম
অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ টি উপায় এর আজকের আলোচনার তিন নম্বর অবস্থানে রয়েছে টেলিগ্রাম থেকে ইনকাম। টেলিগ্রাম হচ্ছে একটি অনলাইন ভিত্তিক চ্যাটিং অ্যাপ বা বোর্ড। যেটি ব্যবহার করে আপনি অনলাইনে চ্যাট সহ নানা ধরনের কাজ করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে টেলিগ্রাম ব্যবহার করে ফ্রিল্যান্সিং করেও ইনকাম করতে পারবেন।
সাধারণত, একজন ফ্রিল্যান্সার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম বট থেকে ইনকাম করে থাকেন। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ সহ আরোও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টেলিগ্রাম থেকে ইনকাম করা যায়। টেলিগ্রাম থেকে ইনকামের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
Fiverr থেকে ইনকাম
অনলাইন থেকে ইনকামের আরেকটি জনপ্রিয় উপায় হচ্ছে Fiverr। ফাইভার হচ্ছে অনলাইন ভিত্তিক একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। যেখানে একজন ফ্রিল্যান্সার গিগ তৈরি করার মাধ্যমে দেশি-বিদেশি বায়ারদের কাছ থেকে অর্ডার নিয়ে অনলাইন থেকে ইনকাম করে থাকেন।
আপনি যদি কোন বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন। তাহলে ফাইভারে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনার সেবা বা পরিষেবা দিয়ে ইনকাম করতে পারবেন।
Upwork থেকে ইনকাম
ফাইভাআর মার্কেটপ্লেস এর মতোই এটিও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্লাটফর্ম। এখানে আপনি গিগ তৈরি, বায়ার ইনভাইট করে অর্ডার নিয়ে ইনকাম করতে পারবেন।
Freelancer থেকে ইনকাম
এটিও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্লাটফর্ম। যেখানে ফ্রিল্যান্সার বিভিন্ন ধরনের কাজ বা সেবা প্রদান করে থাকে। এখানে প্রতিটি কাজের বিনিময় সর্বনিম্ন ৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার ডলারেরও বেশি অর্ডার পাওয়া যায়। যদিও এই সাইটটি ছোট বা মাইক্রো জবের জন্য পরিচিত।
AdMob থেকে ইনকাম
অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ টি ওয়েবসাইটের তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে গুগল অ্যাডমোব। গুগল থেকে ইনকামের জনপ্রিয় একটি উপায় হলো Admob।
আপনার কাছে যদি একটি ওয়েবসাইটে থাকে তাহলে আপনি সেখানে গুগল AdMob এর মাধ্যমে এডস বসিয়ে ইনকাম করতে পারবেন। সাধারণত, গুগল তাদের যেকোন পেমেন্ট ট্রাঞ্জেকশন সর্বনিম্ন ১০০ ডলার দিয়ে থাকে। তাই আপনার অ্যাডমোভ একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার হলে আপনি সেই টাকা সরাসরি আপনার ব্যাংকে উত্তোলন করতে পারবেন।
Google Opinion Rewards থেকে ইনকাম
অনলাইন থেকে ইনকামের সেরা ৫০ টি উপায় এর মধ্যে এটিও একটি জনপ্রিয় মাধ্যম। Google opinion rewards হলো একটি মোবাইল অ্যাপ্লিকেশন। যেটি ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ের মতামতের ভিত্তিতে পুরস্কার অর্জনের সুযোগ দেয়।
যদিও এটি বাংলাদেশে এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি। কিন্তু আপনি যদি অন্য কোন দেশের হয়ে থাকেন তাহলে Google opinion rewards এ আপনার মতামত দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে Google opinion rewards থেকে Google Play ক্রেডিট পুরস্কার পাবেন। যেগুলো দিয়ে আপনি গেম, অ্যাপ, বই বা সাবস্ক্রিপশন কেনার জন্য ব্যবহার করতে পারবেন।
আর আপনি যদি একজন আইওএস ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে সরাসরি PayPal এর মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এখানে প্রতিটি কাজের বিনিময়ে আপনি ০.১০$ বা টাকা থেকে শুরু করে ১$ বা ১২০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে আপনার দেশ অনুযায়ী এটি ভিন্নও হতে পারে।