২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম 

২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকেই আছি যাদের মোবাইলে সবসময় এমবি থাকে না। আর এমবি না থাকার কারণে আমরা অনেক বেশি বোরিং ফিল করি। এখন আপনি চাইলেই আপনার বোরিং সময়টিকে অফলাইন গেমের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

আজকের পোস্টে আমরা ২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম সম্পর্কের বিস্তারিত আলোচনা করবো। যে গেমগুলো আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে অবসর সময় খেলার মাধ্যমে বিনোদন উপভোগ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম সম্পর্কের। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইল।

২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম

২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম। যে গেম গুলো আপনি আপনার মোবাইল অথবা পিসিতে ডাউনলোড করে খেলতে পারবেন। আজকের পোস্টে টপিক সেরা ৫টি গেম অফলাইন সিমুলেটর গেম। যে গেমগুলো ইতিমধ্যে মার্কেটে লঞ্চ করেছে এবং গেম গুলো 200 MB মধ্যে। সো আপনি যেকোন RAM ডিভাইস ব্যবহার করে এই গেমগুলো খেলতে পারবেন।

আজকের পোস্টের সেরা ৫টি গেমের মধ্যে কিছু গেম রয়েছে Bus Simulator, Track Simulator, Coffee Shop Simulator, Super Market Simulator এবং Police Simulator ইত্যাদি। আজকের পোস্টটি থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী গেম চুজ করে মোবাইল অথবা পিসিতে ডাউনলোড করে খেলতে পারবেন।

তাছাড়াও আপনি এই সব গেম গুলো ‘Google Play store’ পাবেন না।‌ কিছু কিছু গেম আপনাকে ‘Google Chrome browser’ থেকেও ডাউনলোড করতে হবে। আজকের পোস্টে আমরা সেটিও দেখিয়ে দেব কিভাবে আপনি গেম গুলো ডাউনলোড করবেন।

২০২৪ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম

Number: 5

আজকের পোস্টের ২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেমের 5 নম্বরে যে গেমটি রয়েছে। সেই গেমটির নাম হলো: ‘Drive Simulator 2024’। এটি একটি 86Mb গেম। তাছাড়াও গেমটির রেটিং রয়েছে 4.3 স্টার এবং ডাউনলোড 5+ মিলিয়ন। এটি একটি ট্রাক সিমুলেটর গেম এবং‘Drive Simulator 2024’ গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অত্যন্ত চমৎকার।Drive Simulator 2024 গেম খেলার নিয়ম

‘Drive Simulator 2024’একটি ওপেন ওয়ার্ল্ড গেম। গেমটি খেলার সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী ট্রাক নিয়ে ড্রাইভ করতে পারবেন। তাছাড়াও গেমটিতে ডে মোডের পাশাপাশি নাইট মোডও রয়েছে। আর আপনি যখন ড্রাইভ করবেন। তখনই আশেপাশে সবুজ ক্ষেত এবং বন্দর দেখতে পাবেন। এখন বন্দর থেকে আপনাকে ট্রাক কন্টেইনার লোড করে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করতে হবে।

সো আপনি যদি কম এমবির মধ্যে সেরা একটি ট্রাস্ট গেম ডাউনলোড করতে চান। তাহলে আমি শুরুতেই আপনাকে বলবো ‘Drive Simulator 2024’গেমটি ডাউনলোড করতে। এই গেমটি আপনি আপনার ফোনে অফলাইনে মাধ্যমে খেলতে পারবেন।

Number: 4

২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম 4 নম্বর লিস্টে যে গোমটি রয়েছে সেটি হলো: ‘Police Simulator Officer Duty’ গেম। এই গেমটির সাইজ 81 MB এবং 50k+ ডাউনলোড।

সেরা 5টি নতুন অফলাইন গেম

Police Simulator Officer Duty গেম খেলার নিয়ম

Police Simulator Officer Duty গেমটিতে আপনাকে পুলিশ অফিসারের রোল পালন করতে হবে। আর একজন পুলিশ অফিসার যে যে ডিউটি গুলো পালন করে আপনাকে এই গেমের মাধ্যমে সেই ডিউটি গুলো পালন করতে হবে। তাছাড়াও গেমটিতে আরোও অনেক অ্যামেজিং টাস্ক রয়েছে। গেমটির মধ্যে কেউ যদি ব্যাংকে লুট করে। তাহলে আপনাকে পুলিশের দায়িত্বে ডাকাতদের উপর হামলা করতে হবে।

আরোও পড়ুন: ২০২৪ সালের সেরা ৫টি অনলাইন গেম।

তাছাড়াও এই গেমটিতে অনেক সময় অনেকেই চাঁদাবাজি করবে অথবা খারাপ কাজে লিপ্ত হবে। এখন খারাপ লোকদের আটক করার জন্য আপনাকে পুলিশের দায়িত্বে অভিযান করতে হবে এবং তাদেরকে ধরে এনে জেলখানায় আটক করতে হবে। গেমটিতে আপনাকে একটি পুলিশের গাড়ি দেওয়া হবে এবং সেই গাড়ির মাধ্যমে আপনাকে অভিযানে যেতে হবে।

তাছাড়াও বিভিন্ন প্রয়োজন আপনাকে সিম্পল ড্রেস পরতে হবে এবং সিম্পেল ড্রেসে ডিউটি করতে হবে। এখন আপনি যদি ‘Police Simulator Officer Duty’ গেম পছন্দ করেন। তাহলে এই গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন।

Number: 3

আজকের পোস্টের ২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেমের 3 নম্বর লিস্টে যে গেমটি রয়েছে। সেটি হলো: ‘My Supermarket Simulator 3D’ গেম। এই গেমটি 99 MB এবং10M+ ডাউনলোড। তাছাড়াও গেমটিতে 4.5 স্টার রেটিং রয়েছে।

২০২৪ সালের সেরা 5টি নতুন অফলাইন গেম

আপনারা হয়তো জেনে থাকবেন কম্পিউটারের জন্য ‘My Supermarket Simulator 3D’ গেমটি অত্যন্ত ফেমাস। আর এই জনপ্রিয় গেম গুলো উন্নত মানের কম্পিউটার না থাকার কারণে আপনারা খেলতে পারছেন না। এখন থেকেই আপনি চাইলে এই জনপ্রিয় গেমটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে খেলতে পারবেন। তাছাড়াও গেমটিতে হিউজ পরিমাণ অ্যামেজিং অ্যামেজিং ফিচারস রয়েছে। যা আপনাকে পিসি গেমের ভাইপস দিবে।

My Supermarket Simulator 3D গেম খেলার নিয়ম

‘My Supermarket Simulator 3D’ গেম অর্থাৎ আপনার একটি সুপার মার্কেটে শখ থাকবে। এখন আপনাকে আপনার শপ থেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে হবে এবং আপনার শপে সবসময় বিভিন্ন প্রকারের প্রোডাক্ট থাকতে হবে। আর এই প্রোডাক্টগুলো আপনাকে কাস্টমারের কাছে সেল করতে হবে। এই গেমটি পুরোপুরি আপনি অফলাইনে খেলতে পারবেন।

তাছাড়াও আপনি ‘My Supermarket Simulator 3D’ গেমটি যেকোনো ধরনের ডিভাইসে খেলতে পারবেন। সো আপনি যদি এই ধরনের গেম পছন্দ করেন। তাহলে ‘My Supermarket Simulator 3D’ গেমটি আপনার ফোনে ডাউনলোড করে অবসর সময় খেলতে পারবেন।

Number: 2

২০২৫ সালের সেরা 5 টি নতুন অফলাইন গেমের 3 নম্বর লিস্টে যে গেমটি রয়েছে। সেটির নাম হলো: ‘Coffee Shop Simulator 3D’ গেম। এই গেমটি কিছুটা আগের গেমটির মতোই। তবে এই গেমটিতে কিছুটা পার্থক্য রয়েছে। Coffee Shop Simulator 3D গেমটি 88 MB এবং 500k+ ডাউনলোড। তাছাড়াও এই গেমটিতে 4.4 স্টার রেটিং রয়েছে।

সেরা 5টি নতুন অফলাইন গেম

Coffee Shop Simulator 3D গেম খেলার নিয়ম

Coffee Shop Simulator 3D গেমটিতে আপনার একটি কফির শপ থাকবে। আর সেই কফি শপ থেকে আপনিকে কাস্টমারের কাছে কফি সেল করতে হবে। তাছাড়াও কফির পাশাপাশি আপনার দোকানের সেলস বাড়ানোর জন্য আপনার কফি শপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে হবে। যেমন: মিষ্টি, সন্দেশ, পেস্ট্রি ইত্যাদি।

এই গেমটিতে আপনাকে কাস্টমারের কাছে কফি সেল করে কার্ড অথবা ক্যাশের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। এখন আপনি যদি এই ধরনের গেমস পছন্দ করেন। তাহলে আপনি আপনার মোবাইলে এই গেমটি ডাউনলোড করতে খেলতে পারবেন এবং গেমটি আপনি যেকোনো RAM মোবাইলে খেলতে পারবেন। Coffee Shop Simulator 3D গেমটি সম্পূর্ণ অফলাইন গেম। তাই আপনার মোবাইলে এমবি না থাকলেও অফলাইনে গেমটি খেলতে পারবেন।

Number: 1

আজকের পোস্টের ২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেমের 1 নম্বর লিস্টে যে গেমটি রয়েছে। সেটি হলো: Indian Sleeper Bus Simulator গেম। এটি একটি ইউনিক এবং দেশীয় বাস সিমুলেটর। যদিও গেমটি ইন্ডিয়ান। তবে এই গেমটি খেলে আপনি দেশীয় ভাইবস উপভোগ করতে পারেন।

সেরা 5টি নতুন অফলাইন গেম

Indian Sleeper Bus Simulator গেমটি ডাউনলোড কোয়ালিটি 23 MB এবং গেমটি 1M+ডাউনলোড রয়েছে। তাছাড়াও গেমটিতে 4.0 স্টার রেটিং রয়েছে।

ইন্ডিয়ান স্লিপার বাস সিমুলেটর গেম খেলার নিয়ম

Indian Sleeper Bus Simulator গেমটিতে আপনাকে একটি বাস দেওয়া হবে। এখন আপনাকে ড্রাইভ করে বাসে যাত্রী নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে। বর্তমান সময়ে 1 GB RAM মোবাইল থাকে। তাহলে এই গেমটি সেই মোবাইলেও খেলা সম্ভব।

তাছাড়াও আপনি চাইলে গেমটিতে অনেক গুলো ক্যামেরা অ্যাঙ্গেল ভিউ করতে পারবেন। আর আপনি যখন ড্রাইভ ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে ভিউ করবেন। তখন মনে হবে আপনি সত্যি কারের ড্রাইভ করছেন। তাছাড়াও এই গেমটিতে আপনাকে একটি একটি ম্যাপ দেওয়া হবে। যে ম্যাপটি ব্যবহার করে আপনি এক স্থান থেকে অন্য স্থানে ড্রাইভ করতে পারবেন।

সো আপনার মোবাইলে যদি কম RAM থাকে এবং আপনি যদি অফলাইনের সেরা একটি বাস গেম খেলতে চান। তাহলে এই Indian Sleeper Bus Simulator গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন। এটি সম্পূর্ণ একটি অফলাইন গেম।

গেম ডাউনলোড করার নিয়ম

আজকের পোস্টের ২০২৫ সালের সেরা 5টি নতুন অফলাইন গেমে যদি আপনি ডাউনলোড করতে চান। তাহলে আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন। তারপরে মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজারে ওপেন করুন এবং সার্চবারে ‘APK48’ লিখে সার্চ করুন। এখন search রেজাল্টের আসা প্রথম লিংক প্রবেশ করুন।

সেরা 5টি নতুন অফলাইন গেম

তাহলে আপনার সামনে একটি নতুন ইন্টারফেজ ওপেন হবে। এখন আপনি সার্চ বারে ‘G22’ লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে এমন একটি পোষ্ট ওপেন হবে। এখাষ থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের অফলাইন গেম ডাউনলোড করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরোও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading