রাজশাহীতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের দল বেঁধে বি/ষপা/ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর অন্তবর্তী সরকার ডক্টর ইউনুস এর শপথ গ্রহণের পর দেশে একের পর এক চলছে নানা আন্দোলন ও বিদ্রোহ। এবার ভিন্নধর্মী আন্দোলনের নজির গড়েছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। 

বি/ষপা/ন করে একের পর এক রাস্তায় ঢলে পড়ছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একজন দুজন নয় দলবেঁধে এভাবে বি/ষপা/ন করতে দেখা গেছে অসংখ্য শিক্ষার্থীদের।

শুধু রাজশাহী নার্সিং কলেজ নয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ ও বগুড়া সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

তবে স্বস্তির বিষয় এটি আসল বি/ষ নয়। পরীক্ষার দাবিতে ভিন্নধর্মী এই বি/ষপা/ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তবে শুধু প্রতীকী বি/ষপা/ন নয় রাজশাহীতে আজ সড়কের উপরে বসেই প্রতীকী পরীক্ষা কর্মসূচিও পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি পালনকালে অতিরিক্ত গরমে তাদের মধ্যে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৪ জন সুস্থ হয়ে ফিরলেও এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১ জন। নার্সিং কলেজে শিক্ষার্থীরা জানান আজ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের নার্সিং কোর্সের চূড়ান্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ষড়যন্ত্র করায় সেই পরীক্ষা পিছিয়ে আছে। পরীক্ষার কোন নিশ্চয়তা পাচ্ছে না তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম গাফলিতির কারণে পরীক্ষার অনিশ্চয়তায় ২৩টি কলেজের প্রায় তিন হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ। 

কোন উপায় না দেখে হতাশ হয়ে প্রতীকী বি/ষপা/ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। প্রতীকী পরীক্ষা দেওয়ার শিক্ষার্থীদের অভিযোগ এভাবে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ফেল করানো হয়। এই আন্দোলনে দাবি আদায় হলেও ফলাফলে এর প্রভাব বিস্তারের আশঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরো জানায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

তথ্য সূত্রে: মাহফুজুল হাসান। মাছরাঙ্গা নিউজ ডেক্স

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading