এ সপ্তাহের টিআরপি তালিকা ২০২৪| This week Star Jalsha TRP

এ সপ্তাহের টিআরপি তালিকা ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজ ২১ সেপ্টেম্বর রোজ শুক্রবার ২০২৪। আপনারা যারা এ সপ্তাহের টিআরপি তালিকা ২০২৪ এর জন্য অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হল এ সপ্তাহের টিআরপি তালিকা। 

 

টিআরপি কি?

টিআরপি (TRP) হলো টেলিভিশন বা কোন চ্যানালের রেটিং পয়ন্ট। অর্থাৎ কোন চ্যানাল বা টেলিভিশনের জনপ্রিয়তা নির্দেশ করতে টিআরপি ব্যবহার করা হয়। তবে এ সপ্তাহের টিআরপি বলতে ভারতের সিরিয়াল এর জনপ্রিয় তারকাদের বুঝানো হয়। মূলত তারা প্রত্যেক সপ্তাহে বা মাসে টিআরপি তারকাদের বাছাই করে থাকেন। 

এ সপ্তাহের টিআরপি তালিকা

আবারও পরিবর্তন আসলো টিআরপি তালিকায়। এবার জনপ্রিয় তারকা কথাকে টেক্কা দিয়ে প্রথম স্থান নিজের দখলে করে নিলেন এলএলবি। কিন্তু কথা নিজের স্থান থেকে ছিটকে সরে পড়লেও নিজের স্থান ধরে রাখলেন সেরা ৫ টিআরপির তালিকায়। 

এ সপ্তাহের সেরা ৫ টিআরপি তালিকা

জনপ্রিয় জলসা তারকা কথাকে ৭.৩ পয়ন্টে হারিয়ে প্রথম স্থান দখল করে নিলেন গীতা এলএলবি। তবে এ সপ্তাহের টিআরপি তালিকা ৭.১ পয়ন্টে ২য় নম্বর অবস্থানে রয়েছে জি বাংলার ফুলকি। ৬.৯ পয়ন্টে নিজেকে ৩য় স্থানে রেখেছেন নিম ফুলের মধু। 

তবে প্রথম স্থান থেকে সরিয়ে পড়া কথা দিদি রয়েছেন ৪র্থ স্থানে। তবে তাকে টেক্কা দিয়ে রয়েছে উড়ান। সর্বশেষ এ সপ্তাহের সেরা ৫ টিআরপি তালিকায় ৬.৪ পয়ন্ট নিয়ে নিজেকে ৫ম স্থানে ধরে রেখেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর এই মেগা। 

অপর দিকে এক সময়ের সকলের পছন্দের টপার জগদ্ধাত্রী টিআরপি তালিকায় রয়েছে ৬ষ্ঠ নম্বরে তার সাথে ৬.৩ পয়ন্টে নিজের জায়গা ভাগ করে নিয়েছেন স্টার জলসার রোশনাইয়ের। অন্যদিকে সোনামণি সাহার ধারাবাহিক ও হানি বাফনা ৬.১ নম্বরে আছেন ৭ম স্থানে। 

৫.৯ পয়ন্টে বধূয়া আছে ৮ম স্থানে এবং ৫.৪ নম্বরে ৯ম স্থানে নিজের জায়গা করে নেন মিঠিঝোরা। সর্বশেষ ৫.২ পয়ন্টে এ সপ্তাহের টিআরপি তালিকা ১০ম স্থানে রয়েছেন ডায়মন্ড দিদি জিন্দাবাদ। 

 

এক নজরে এ সপ্তাহের টিআরপি তালিকা

চলুন এবারে এক নজরে দেখে নেওয়া যায় ২০ সেপ্টেম্বর ২০২৪ এর এ সপ্তাহের টিআরপি তালিকা রিপোর্ট। 

  • ১ম: গীতা এলএলবি (পয়েন্ট ৭.৩)
  • ২য়: ফুলকি (পয়েন্ট ৭.১)
  • ৩য়: নিম ফুলের মধু (পয়েন্ট ৬.৯)
  • ৪র্থ: কথা ও উড়ান (পয়েন্ট ৬.৮)
  • ৫ম: কোন গোপনে মন ভেসেছে (পয়েন্ট ৬.৪)
  • ৬ষ্ঠ: জগদ্ধাত্রী ও রোশনাই (পয়েন্ট ৬.৩)
  • ৭ম: শুভ বিবাহ (পয়েন্ট ৬.১)
  • ৮ম: বধূয়া (পয়েন্ট ৫.৯)
  • ৯ম: মিঠিঝোরা (পয়েন্ট ৫.৪)
  • ১০ম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (পয়েন্ট ৫.২)

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি এ সপ্তাহের টিআরপি তালিকা সম্পর্তে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading