মাত্র 29,999 টাকায় কিনুন 8GB+256GB স্টোরেজ, 5160 mAh ব্যাটারি যুক্ত Tecno স্মার্টফোন

বর্তমান সময়ে কম বাজেটে বেশি ফিচারস চাওয়া এখন সবারই প্রথম পছন্দ। সেই চাহিদা পূরণ করতেই মাত্র 29,999 টাকায় Tecno নিয়ে এসেছে শক্তিশালী একটি স্মার্টফোন। এতে রয়েছে 8GB RAM+256GB স্টোরেজ এবং দীর্ঘ সময় ব্যবহারের জন্য 5160 mAh ব্যাটারি।

যা দৈনন্দিন ব্যবহার ও মাল্টিটাস্কিংয়ে দেবে স্মুথ পারফরম্যান্স। এখন আপনি যদি কম বাজেটে একটি ভারসাম্যপূর্ণ স্মার্টফোন খুঁজে থাকেন। তাহলে আপনার প্রথম চয়েজ হতে পারে Tecno Pova Slim স্মার্টফোনটি। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

Tecno Pova Slim স্পেসিফিকেশন:

  • RAM: 8GB
  • ROM: 256GB
  • Camera: 50MP 1440p
  • Battery: 5160mAh
  • Display: 6.78″ 1224×2720 pixels
  • Official Price: 29,999 ৳ টাকা

নিউজ ডেস্ক বঙ্গভাষা: বরাবরের মতোই Tecno সিরিজের আরেকটি স্মার্টফোন অবিশ্বাস্য দামে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি October 08 2025 সালে প্রকাশ পেয়েছে। ফোনটির তৈরিকৃত দেশ চায়না।

স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে Tecno Pova Slim ফোনটি দুটি ভেরিয়েন্টে প্রকাশ পেয়েছে। Tecno Pova Slim (8GB+256GB) নিয়ে ফোনটির অফিশিয়াল প্রাইস 29,999 টাকা।

Tecno Pova Slim স্মার্টফোনটির ওজন 156 গ্ৰাম হওয়ায় ফোনটি একহাতে স্মুথলী ব্যবহার করতে পারবেন। ফোনটি বাংলাদেশের বাজারে তিনটি কালার এভেলেবেল রয়েছে। যেমন:

  1. Sky Blue
  2. Slim White এবং
  3. Cool Black

Tecno Pova Slim মোবাইল ফোনটিতে AMOLED শক্তিশালী 6.78 inches ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেটির সাইজ 111.0 সেন্টিমিটার। ফোনটির ডিসপ্লেতে 1600 nits (HBM), 4500 nits (peak) ব্রাইটনেস ও 1224×2720 pixels রেজুলেশনের ভিডিও দেখতে পারবেন।

স্মার্টফোনটির স্ক্রীন প্রোটেকশনে থাকছে Corning Gorilla Glass 7i। যেটি ফোনটির স্কীনকে যথেষ্ট নিরাপত্তা প্রদান করে। এছাড়াও ফোনটিতে রয়েছে Android 15, HIOS 15 অপারেটিং সিস্টেম, Mali-G57 MC2 জিপিইউ এবং Mediatek Dimensity 6400 (6 nm) চিপসেট।

বর্তমান সময়ে Tecno Pova Slim ফোনটির দুটি Variant রয়েছে। যেমন:

  1. Tecno Pova Slim 8GB+128GB এবং
  2. Tecno Pova Slim 8GB+256GB

Tecno স্মার্টফোনটিতে রয়েছে 5160 mAh শক্তিশালী ব্যাটারি ও সাথে একটি 45W wired চার্জার। ফোনটির চার্জার ব্যবহার করে 57 মিনিটে 100% চার্জ কম্পলিট করতে পারবেন।

ফোনটির প্রটেকশনে ব্যবহার করা হয়েছে সামনের অংশ কাচের (গরিলা গ্লাস ৭আই) এবং পিছনের অংশ ফাইবারগ্লাস। এছাড়াও ফোনটির দৈর্ঘ্য 164.2 x 75.9 x 6 মিলিমিটার।

Tecno স্মার্টফোনটিতে থাকছে Dual Main Camera (প্রধান ক্যামেরা) 50 MP wide, 2 MP PDAF ক্যামেরা সেটআপ। ফোনটির প্রধান ক্যামেরার ফিচারস LED flash এবং  1440p@ 30fps, 1080p@30fps ভিডিও তৈরির সুবিধা।

এছাড়াও এতে রয়েছে একটি 13 MP wide সেলফি ক্যামেরা সেটআপ এবং ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করে ভিডিও তৈরির সুবিধা। এই স্মার্টফোনটিতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে Fingerprint (under display, optical) সুবিধা।

স্মার্টফোনটিতে নেটওয়ার্ক কানেকশন হিসেবে থাকছে GSM/HSPA/LTE/5G টেকনোলজি, HSPA, LTE, 5G স্পীড, 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, Loudspeaker, Wi-Fi 802, FM radio, Bluetooth 5.4, NFC, USB Type-C, Dual SIM Slot ব্যবহারের সুবিধা। তবে ফোনটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা পাবেন না। ‌

বর্তমান সময়ে আপনি যদি কম বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে চান। তাহলে Tecno Pova slim স্মার্টফোনটি নিতে পারেন। বর্তমান সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ফিচারস রয়েছে।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading