বর্তমান সময়ে 15000 টাকার কম দামে পাওয়া যাবে Tecno Pop 20 স্মার্টফোন। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা 15000 টাকার মধ্যে ভালো কোয়ালিটির স্মার্টফোন কিনতে চান। তাদের জন্য Tecno কোম্পানি 15000 টাকার মধ্যে নিয়ে আসতে চলেছে Tecno Pop 20 স্মার্টফোন।
ফোনটির অসাধারণ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা কোয়ালিটি এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফোনটি ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। Tecno Pop 20 স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
Tecno Pop 20 স্মার্টফোন স্পেসিফিকেশন:
- RAM: 4GB
- ROM: 64/128GB
- Battery: 5000 mAh
- Camera: 13MP+2MP, 8MP
- Display: 6.6″ 720×1612 pixels
- Price: Coming soon
নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে Tecno কোম্পানি তাদের আরেকটি নতুন স্মার্টফোন মার্কেটে লঞ্চ করতে চলেছে। ফোনটি হচ্ছে Tecno Pop 20 স্মার্টফোন। Tecno কোম্পানি ফোনটির রিলিজ ডেট January 2026 এবং প্রাইস ঘোষনা করেনি।
Tecno Pop 20 ফোনটির নির্মাণ করা হয়েছে চায়না। ফোনটির মার্কেটে Azure Sky, Aurora Cloud এবং Midnight Shadow কালারের প্রকাশ পেতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে।
ফোনটিতে থাকছে GSM / HSPA / LTE / 5G টেকনোলজি সিস্টেম, HSPA, LTE, 5G স্পীড এবং ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে।
ফোনটিতে থাকছে IPS LCD 6.6 inches ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লের সাইজ 104.6 সেন্টিমিটার। এছাড়াও ফোনটিতে 720×1612 pixels রেজুলেশনের ভিডিও দেখার সুবিধা রয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 6300 (6 nm) চিপসেট এবং Android 15 অপারেটিং সিস্টেম। এছাড়াও ফোনটিতে থাকছে IP54, ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী ক্ষমতা।
Tecno Pop 20 ফোনটির সামনের অংশ কাঁচের, পেছনের অংশ প্লাস্টিকের ও প্লাস্টিকের ফ্রেম রয়েছে। ফোনটিতে ডুয়াল সিম কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। ফোনটির নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Tecno ফোনটিতে 5000 mAh শক্তিশালী ব্যাটারি রয়েছে। ফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্টে প্রকাশ পেতে চলেছে। যেমন:
- Tecno Pop 20 4GB+64GB এবং
- Tecno Pop 20 4GB+128GB
Tecno ফোনটিতে প্রধান ক্যামেরায় থাকছে 13MP+2MP ডুয়েল ক্যামেরা, Dual-LED flash, ফিচারস এবং 1080p@30fps ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। ফোনটিতে 8MP সিঙ্গেল সেলফি ক্যামেরা, Dual-LED flash ফিচারস এবং ভিডিও তৈরির সুবিধা।
Tecno ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেমে থাকছে Loudspeaker, Bluetooth, GPS, 3.5mm jack, USB Type-C, Card slot microSDXC এবং NFC ইত্যাদি নেটওয়ার্কের সুবিধা।
ফোনটির আপডেট মূল্য এবং অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।
তথ্য সুত্রে: Mobiledokan

