যে সহজ শর্তে কিস্তিতে পাওয়া যাবে জনতা ব্যাংক পার্সোনাল লোন নিন

বর্তমান সময়ে আপনি যদি জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান। তাহলে আপনাকে পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। জনতা ব্যাংক লোনের সকল প্রসেস সম্পর্কে। তাই জনতা ব্যাংক লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

👉জনতা ব্যাংক পার্সোনাল লোন আবেদন করার নিয়ম:

আপনি জনতা ব্যাংক পার্সোনাল লোন থেকে দুইভাবে লোনের জন্য আবেদন করতে পারবেন। যেমন: সরাসরি শাখায় গিয়ে অথবা জনতা ব্যাংকের ওয়েবসাইট থেকে লোনের জন্য আবেদন করতে পারবেন।

👉জনতা ব্যাংক পার্সোনাল লোন নিতে কি কি লাগে:

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র
  • বেতন স্লিপ অথবা ব্যবসায়িক ডকুমেন্ট
  • আবেদনকারীর সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ও
  • আবেদনকারীর নামে একাউন্ট থাকলে সেই বেতন একাউন্টের কপি

👉জনতা ব্যাংক পার্সোনাল লোন সুবিধা:

  • দীর্ঘ মেয়াদী কিস্তি পরিশোধ করা যায়
  • জনতা ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার ৮% থেকে ১২% হয়
  • দ্রুত এবং কম ডকুমেন্টে আবেদন করা যায়
  • জনতা ব্যাংক থেকে পার্সোনাল লোন ছাড়াও অন্যান্য লোন নেওয়া যায়
  • চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরির বেতনের ১২ গুণ পর্যন্ত লোন নেওয়া যায় এবং
  • গ্রামীণ এবং ক্ষুদ্র নারীদের জন্য জনতা ব্যাংক আলাদা প্রাধান্য দেয়

👉জনতা ব্যাংক পার্সোনাল লোন অসুবিধা:

  • বর্তমান সময়ে আপনি এই লোনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। আপনাকে নিকটস্থ শাখা থেকে লোনের জন্য আবেদন করতে হবে
  • পার্সোনাল লোনের সুদের হার তুলনামূলক বেশি হয়ে থাকে
  • আবার চাকরিহীন এবং সাধারণ মানুষের ক্ষেত্রে এই লোনটি পেতে অসুবিধা হতে পারে
  • সময়ের মধ্যে কিস্তি পরিশোধ না করলে জরিমানা হতে পারে এবং
  • বড় এমাউন্টের ক্ষেত্রে নমিনি প্রয়োজন হয়

👉জনতা ব্যাংক পার্সোনাল লোনের যোগ্যতা:

  • আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে
  • আবেদনকারীর নিয়মিত চাকরির উৎস থাকতে হবে
  • আবেদনকারীর নামে জনতা ব্যাংকে একাউন্টে থাকতে হবে এবং
  • আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছর হতে হবে

👉জনতা ব্যাংক পার্সোনাল লোনের সুদের হার:

  • জনতা ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়
  • এই লোনের সুদের হার ৮% থেকে ১২% হয়
  • লিওনের সর্বোচ্চ সময়সীমা ৮ বছর হয়ে থাকে এবং
  • সাধারণত প্রতি তিন মাস পরপর লোনের কিস্তি পরিশোধ করা যায়

👉জনতা ব্যাংক পার্সোনাল লোনের ফরম ডাউনলোড:

জনতা ব্যাংক পার্সোনাল লোনের ফরম আপনি দুইভাবে সংগ্রহ করতে পারবেন। আপনার নিকটস্থ শাখা থেকে আবেদনের ফরমটি সংগ্রহ করতে পারবেন। অথবা জনতা ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে লোনের ফরমটি সংগ্রহ করা যায়। নিচের লিংকে ক্লিক করুন।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading