সারাদেশের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচী সম্পর্কে বিস্তারিত জাননু আজকের পোস্ট। দেখতে দেখতে আমাদের কাছ থেকে একটি বছর বিদায় নিলো। শুরু হলো নতুন বছর আসলো আবারো রমজান। মুসলিম উম্মাহের নিকট রমজান একটি পবিত্র মাস হওয়ায় সকলে অধীর আগ্রহে বসে থাকে রমজান মাসের অপেক্ষায়।
তাই আজকের পোস্টে আল্লাহ প্রেমী মানুষদের জন্য সেহরি ও ইফতারের সময়সূচী সম্পর্কে আলোচনা করব। একই সাথে এই পোস্ট থেকে রমজানের নিয়ত, ইফতারের দোয়া, সেহরির দোয়া ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইল।
২০২৫ সালে রমজান কত তারিখে?
সারাদেশে রমজানের সময়সূচী জানার পূর্বে ২০২৫ সালে রমজান মাস কত তারিখে সেটি জানা জরুরি। রমজান মাস কত তারিখে বা কোন দিন সেটি নির্ভর করবে চাঁদ দেখার উপর। তবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক রমজানের সময়সূচি অনুযায়ী ২০২৫ সালে রমজান মাস শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের ২ মার্চ। তবে চাঁদ দেখার উপর একদিন আগ পর হতে পারে।
আরোও পড়ুন: বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৫
সেহরি ও ইফতারের সময়সূচী 2025
আসছে ২ই মার্চ সারাদেশে একযোগে পালিত হতে পারে প্রথম রমজান। ২০২৫ সালের রমজানের সম্ভাব্য তালিকা নিম্নে তুলে ধরা হলো:
ঢাকা বিভাগ সেহরি ও ইফতারের সময়সূচী
নিম্নে ঢাকা বিভাগের জন্য প্রযোজ্য রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো:
রোজার নিয়ত
সাধারণত, নিয়ত অর্থ ইচ্ছা পোষণ করা। আপনি যদি মনে মনে রোজা রাখার ইচ্ছে পোষণ করেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। তবে কিছু কিছু হাদিসে রাসূলুল্লাহ সাঃ কে বিভিন্ন প্রশংসা মূলক আরবি বাক্যের দ্বারা নিয়ত করতে দেখা গেছে। সেই আলোকে সহী রোজার নিয়ত হল:
সেহরির দোয়া
اللهم إني نويت صيام غدٍ عن جميع الشهر رمضان، اللهم تقبل منا، واغفر لنا، وارزقنا الإخلاص في النية والعمل.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি নাওয়াইতু সিয়াম গাদিন আন জামি’ই শেহরি রমাদান, আল্লাহুম্মা তাকাব্বাল মিনা, ওঘফির লানা, ওআরজুকনা ইখলাস ফি-ন-নিয়াহ ওয়াল-আমাল।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল সেহরি থেকে রোজা রাখার নিয়ত করছি। হে আল্লাহ! আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের কাজের প্রতি একনিষ্ঠতা ও সঠিক নিয়ত দান করুন।
ইফতারের দোয়া
সম্পূর্ণ ইফতারের দোয়া যা আপনি উল্লেখ করেছেন, তা হলো:
আরবি:
بِسْمِ اللَّهِ، اللهمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ.
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু।
অর্থ:
আল্লাহর নামে, হে আল্লাহ! আমি তুমির জন্য রোজা রেখেছি এবং তুমির রিজকে (খাবারের মাধ্যমে) রোজা ভেঙেছি। সহীহ মুসলিম, (হাদিস নং: 1151) আবু দাউদ, (হাদিস নং: 2358)।
চট্টগ্রাম সেহরি ও ইফতারের সময়সূচী
Coming… All
খুলনা সেহরি ও ইফতারের সময়সূচী
রাজশাহী সেহরি ও ইফতারের সময়সূচী
সিলেট সেহরি ও ইফতারের সময়সূচী
বরিশাল সেহরি ও ইফতারের সময়সূচী
রংপুর সেহরি ও ইফতারের সময়সূচী
ময়মনসিংহ সেহরি ও ইফতারের সময়সূচী