12,000 টাকায় 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারির Samsung ফোন 

সাম্প্রতিক বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং মার্কেটে লঞ্চ করেছে নতুন আরেকটি স্মার্টফোন Samsung Galaxy F07। ফোনটির বর্তমান দাম, স্পেসিফিকেশন ও কাস্টমার রিভিউ নিয়ে থাকছে আজকের আলোচনা।

Samsung Galaxy F07 প্রাইস এবং স্পেসিফিকেশন: 

সাম্প্রতি আরেকটি নতুন স্মার্টফোন মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির হচ্ছে Samsung Galaxy F07 স্মার্টফোন। এই স্মার্টফোনটি 2025 সালের October মাসের 04 তারিখে বাংলাদেশের বাজারে প্রকাশিত হয়েছে।

ফোনটিতে রয়েছে উন্নত মানের ব্যাটারি ক্যাপাসিটি, ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা এবং পারফরম্যান্স ইত্যাদি। নিচে Samsung Galaxy F07 স্মার্টফোন সম্পর্কে A to Z তুলে ধরা হলো।

Samsung Galaxy F07 (4GB+64GB) ফোনটির Expected price (প্রত্যাশিত দাম) 12,000 টাকা এবং ফোনটির মডেল SM-E075F/DS, SM-E075F। ফোনটিতে রয়েছে 6.7 inches PLS LCD ডিসপ্লে, যেটি 108.4 cm2, 90HZ রিফ্রেশ রেট, 720×1600 pixels রেজুলেশন ও 20:9 ratio রয়েছে। বর্তমান সময়ে মার্কেটে স্মার্টফোনটি Green কালারের পেয়ে যাবেন।

এছাড়াও এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh শক্তিশালী ব্যাটারি ও 25W ফার্স্ট চার্জার। ফোনটির অপারেটিং সিস্টেম Android 15, CPU Octa-core, জিপিইউ Mali-G57 MC2 এবং Mediatek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। যেটি 6 ন্যানোমিটার।

ফোনটির নেটওয়ার্ক সমস্যা হিসেবে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্কের সুবিধা এবং HSPA, LTE স্পীড। Samsung Galaxy F07 ফোনটির ওজন মাত্র 184 গ্রাম। ফোনটির সামনের অংশ কাচের, পেছনের অংশ প্লাস্টিকের এবং প্লাস্টিকের ফ্রেম রয়েছে। এছাড়াও ফোনটিতে Nano-SIM + Nano-SIM সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।

এই স্মার্টফোনটিতে IP54 ধুলো সুরক্ষিত এবং জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে। ফোনটিতে আপনি দুইটি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির Main camera (50 MP+2MP) হিসেবে পাচ্ছেন Dual ক্যামেরা সেটআপ এবং Selfie camera 8 MP হিসেবে পাচ্ছেন Single ক্যামেরা।

Main camera ক্যামেরা ব্যবহার করে 1080p@30fps ভিডিও শুট করতে পারবেন। তাছাড়াও সেলফি ক্যামেরা ব্যবহার করে ভিডিও করার সুবিধা রয়েছে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে সাইট ফিঙ্গারপ্রিন্ট পাবেন।

Samsung Galaxy F07 স্মার্টফোনটিতে আরোও বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন: লাউড স্পিকার, 3.5mm jack, ব্লুটুথ, USB, GPS, ওয়াইফাই কানেকশন, FM radio ইত্যাদি।

আশা করি, আজকের পোস্টটি পড়ে Samsung Galaxy F07 স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Source of info: স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading