samsung galaxy z fold 7 প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি যদি স্যামসাং কোম্পানির একটি স্মার্টফোন কেনার কথা ভাবেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।
আজকের পোস্টে আমরা samsung কোম্পানির নতুন একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো। ফোনটির নাম হচ্ছে: samsung galaxy z fold 7 স্মার্টফোন। এই স্মার্টফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো।
samsung galaxy z fold 7 স্মার্টফোনটি 2025 সালের July মাসের 25 তারিখে লঞ্চ হতে চলেছে। বর্তমান সময়ে বাজেট অনুযায়ী ফোনটিতে শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জার এবং দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে।
samsung galaxy z fold 7 স্মার্টফোনটিতে রয়েছে 4400 শক্তিশালী ব্যাটারি এবং 25W wired চার্জার, 15W wireless + 4.5W reverse wireless ফাস্ট চার্জার। এছাড়াও ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে পাবেন 5G/ HSPA/ GSM/ LTE, 2G থেকে 5G নেটওয়ার্ক সুবিধা এবং HSPA/LTE/5G স্পিড।
এই স্মার্টফোনটির 4,400 mAh ব্যাটারি নিয়ে গড় ওজন 215 গ্ৰাম। ফোনটির স্ক্রিন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Gorilla Glass Victus Ceramic 2 এবং ব্যাক সাইড সুরক্ষার জন্য aluminum frame। স্মার্টফোনে আপনি Nano-SIM + eSIM ব্যবহার করতে পারবেন।
8.0 inches এই স্মার্টফোনে রয়েছে 1968 x 2184 পিক্সেল রেজুলেশন। এছাড়াও এতে পেয়ে যাবেন Android 16 OS, Chipset, CPU, GPU সহ-সকাল আধুনিক সুবিধা। তবে এই স্মার্টফোনে আপনি কোন ধরনের মেমোরি Card slot পাবেন না।
কিন্তু এতে আপনি বিভিন্ন Variant (256/512 GB / 1TB) এর ইন্টার্নাল স্টোরেজ ও 12/16 GB RAM পেয়ে যাবেন। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে পাবেন 200 MP হাই কোয়ালিটির স্মার্ট ক্যামেরা। 10 MP টেলি ফটো ক্যামেরা ও 12 MP ultrawide ক্যামেরা পাবেন।
galaxy z fold 7 ফোনটিতে 8K Video রেজুলেশন ও HDR ফিচারস সুবিধা। ফোনটির Selfie camera হিসেবে রয়েছে 10 MP ultrawide ক্যামেরা ও 4K@30 ভিডিও রেজুলেশন। ফোনটিতে আপনি Loudspeaker পেলেও থাকছে না 3.5mm jack সুবিধা।
ফোনটির কানেক্টিভিটি হিসাবে Infrared port ও FM radio না থাকলেও পেয়ে যাবেন অন্যান্য সকল ফিচার যেমন: WLAN, GPS, NFC, USB Type-C 3.2 ও side-mounted Fingerprint।
samsung galaxy z fold 7 মডেলের স্মার্টফোনটির নির্মাতা দেশ সাউথ কোরিয়া। বর্তমানে Silver Shadow, Blue Shadow, Jet Black, Mint মোট ৪টি কালারে স্মার্টফোনটি মার্কেটে পাওয়া যাবে। স্মার্টফোনটির Expected price 1,60,000 টাকা।