6000mAh ব্যাটারি ১৫,০০০ টাকার কম দামে লঞ্চ হতে যাচ্ছে Redmi 15C 

Redmi 15C স্মার্ট ফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হলো। realmi কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। ফোনটির নাম হচ্ছে: Redmi 15C স্মার্ট ফোন। এই স্মার্টফোনটিতে নতুন নতুন ফিচারস, শক্তিশালী ব্যাটারি, ক্যামেরা কোয়ালিটি এবং উন্নত মানের চিপসেট ব্যবহার করা হয়েছে।

রেডমি 15C স্মার্টফোনটি তৈরি হয়েছে চীন দেশে এবং ফোনটির ওয়েট মাত্র ২০৫ গ্রাম। এছাড়াও স্মার্টফোনটির মডেল হচ্ছে: রেডমি 15c এবং compass ও Accelerometer ফিচার রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই স্মার্টফোনের নতুন আপডেট মূল্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

👉Redmi 15C প্রাইস এবং স্পেসিফিকেশন:

আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে। তাহলে আপনার জন্য Best Choice হতে চলেছে। realme কোম্পানির Redmi 15C স্মার্টফোনটি। কারণ বর্তমান সময়ের বাজেট অনুযায়ী স্মার্টফোনটিতে Li-Poly শক্তিশালী Battery, camera quality এবং উন্নত মানের Features ব্যবহার করা হয়েছে।

👉Redmi 15C স্মার্টফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার:

রেডমি 15C স্মার্টফোনটির এন্ড্রয়েড ভার্সন v15, HyperOS 2 ব্যবহারকারী ইন্টারফেস এবং মিডিয়া টেকের শক্তিশালী Mediatek Helio G81 Ultra চিপসেট রয়েছে। এছাড়াও ফোনটির জিপিইউ স্ত্রোর মালি-G52 MC2।

এই স্মার্টফোনটিতে CPU হিসেবে রয়েছে Octa-core 6 x1.8 GHz Cortex-A55 এবং 2×2.0 GHz Cortex-A75 রয়েছে। এছাড়াও ফোনটিতে আরোও রয়েছে 12 ন্যানো মিনিট Fabrication এবং 8 CPU Cores আছে।

👉ডিসপ্লে ফিচার (Display):

Redmi 15C স্মার্টফোনের ডিসপ্লেতে 6.9 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে: 17.53 সেন্টিমিটার। ফোনটির প্রটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Gorilla Glass v3, 120 Hz রিফ্রেশ রেট এবং 720×1640 পিক্সেল (HD+) ভিডিও রেজুলেশন।

এছাড়াও ফোনটির পিক্সেল ঘনত্ব: 260 ppi ও 80.7% রেটিও রয়েছে। ফোনটির টার্চ স্ক্রিনে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ও মাল্টি-টাচ। সুতরাং, বলা যায় ফোনটির বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ভালো মানের ডিসপ্লে এবং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।

👉প্রাইমারি ক্যামেরা:

রেডমি 15C স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে Dual ক্যামেরা সেটআপ। যেটি 50mp+0.08MP। স্মার্টফোনটিতে আরোও গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। যেমন: অটো ফ্লাশ, ফ্লাশ, ডিজিটাল জুম, 30 fps ভিডিও রেকর্ডিং ও উচ্চ গতিশীল ইত্যাদি।

ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে 8150×6150 পিক্সেলের ফটোশুট এবং 1920×1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন।

👉 সেলফি ক্যামেরা:

এই স্মার্টফোনটিতে সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। যেটি 13 মেগাপিক্সেল। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 30 fps 1920×1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করা যায়।

👉 ফোনটির ডিজাইন:

রেডমি 15C স্মার্টফোনের ডিজাইনে রয়েছে ফোনটির সামনের অংশে রয়েছে গোরিলা গ্লাস, পেছনের অংশ রয়েছে সিলিকন পলিমার অংশ ও ফোনটির ফ্রেমে রয়েছে প্লাস্টিকের ফ্রেম। ফোনটির হাইট 173 মিলিমিটার, থিকনেস 8.2 mm এবং Width 81 মিলিমিটার। এছাড়াও ফোনটি স্প্ল্যাশ প্রতিরোধী ক্ষমতা রাখে।

👉 ব্যাটারি ক্যাপাসিটি:

Redmi 15C স্মার্টফোনে Li-Poly শক্তিশালী 6000 mAh ব্যাটারি রয়েছে এবং ফোনটিতে 33W একটি ফার্স্ট চার্জার রয়েছে। যে চার্জার দিয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে মোবাইলটি সম্পুর্ন চার্জ করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে USB Type-C 2.0 ক্যাবল রয়েছে।

👉মেমোরি (Memory):

Redmi 15C স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ ও 4GB ROM রয়েছে। এছাড়াও আপনি ফোনটিতে USB OTG ক্যাবল ব্যবহার করতে পারবেন।

👉 নেটওয়ার্ক সিস্টেম (Network):

রিয়েলমি স্মার্টফোনটিতে 2G, 3G, ও 4G নেটওয়ার্কের সুবিধা প্রদান করা হয়েছে এবং ফোনটিতে ডুয়েল সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়াও ফোনটিতে আরোও থাকছে কিছু কিছু নতুন ফিচার। যেমন: ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ, সাউন্ড, Wi-Fi 5 ও জিপিএস ইত্যাদি।

👉সিক্রুটি এবং প্রাইভেসি:

Redmi 15C ফোনটিতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে Light Sensor ও ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও ফোনটিতে আরোও পেয়ে যাবেন ফেস লক।

👉মাল্টিমিডিয়া (Multimedia):

স্মার্টফোনটিতে মাল্টিমিডিয়া হিসেবে পাবেন 3.5 mm অডিও জ্যাক, এফ এম রেডিও, 1080p@ 30fps ভিডিও রেকর্ডিং ও লাউডস্পিকার।

লেখক,

সুমাইয়া খাতুন সাথী (রিসার্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ডিপার্টমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়) ঢাকা, গাজীপুর, বাংলাদেশ।

Source of info: স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন: https://www.mobiledokan.com/mobile/xiaomi-redmi-15c

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading