মাত্র ২০k বাজেটে পাওয়া যাবে 7000mAh শক্তিশালী ব্যাটারি ও 128GB+6GB Realme P4x স্মার্টফোন

আবারও মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে Realme নতুন চমক 7000mAh শক্তিশালী ব্যাটারি ও 128GB+6GB Realme P4x স্মার্টফোন। যা ক্রয় করা যাবে মাত্র ২০ হাজার টাকা বাজেটে। আর কি কি ফিচার থাকছে? কবে নাগাদ লঞ্চ হবে Realme এর নতুন চমক Realme P4x স্মার্টফোন? চলুন জেনে নেওয়া যাক।

এক নজরে Realme P4x সুপার স্পেসিফিকেশন:

  • Storage: 128GB
  • RAM: 6GB
  • Main Camera: 50+2MP
  • Front Camera: 8MP
  • Display: 6.72”1080x2400p
  • Battery: Li-Ion 7000mAh

উপরোক্ত পিকচারগুলো ছাড়াও Realme P4x এই স্মার্টফোনে থাকছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, v15 OS Version, MediaTek Dimensity 7400 Ultra চিপসেট, 4×2.6 GHz Cortex-A78 এবং 4×2.0 GHz Cortex-A55 অক্টাকোর।

ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে AMOLED টাইপ ডিসপ্লে, 6.72 inches অথবা 17.07 cm সুবিশাল স্ক্রিন। 1080×2400 px এর ফুলএইচডি প্লাস রেজুলেশন এবং 144 Hz রিফ্রেশ রেট ও Notch Punch-hole।

Primary camera:

Realme P4x স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরাতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 MP Wide Angle Primary Camera ও 2 MP Monochrome Camera। এছাড়াও থাকছে Autofocus, LED Flash ও 8150 x 6150 ফেক্সেল ইমেজ রেজুলেশন।

প্রাইমারি ক্যামেরা ফিচারস হিসেবের রয়েছে Auto Flash, Face detection, Touch to focus ও 3840×2160 থেকে 1920×1080 রেজুলেশন Video Recording সুবিধা।

Selfie Camera: 

Realme P4x স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Single সেলফি ক্যামেরা, 8 MP Wide Angle Primary Camera এবং 1920×1080 রেজুলেশনের ভিডিও রেকর্ডিং সুবিধা।

Design:

Realme এই স্মার্টফোনটির উচ্চতা 165.85 mm এবং 75.95 mm প্রস্থ ও 8.39 mm থিকনেসেস। 7000mAh সুবিশাল ব্যাটারি নিয়ে ফোনটির বর্তমান ওজন মাত্র 208 গ্রাম।

বর্তমানে তিনটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে যেগুলো যথাক্রমে: Matte Silver, Elegant Pink, Lake Green।‌ তবে ফোনটির সবচেয়ে ভালো দিক এতে Waterproof হিসেবে ব্যবহার করা হয়েছে Splash proof।

Battery capability: 

Realme P4x স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh শক্তিশালী Lithium Ion Non-removable ব্যাটারি ও 45W wired ফাস্ট চার্জার এবং USB Type-C 2.0।

Network & Connectivity

Realme স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট ও 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক। এছাড়াও এতে রয়েছে EDGE, GPRS, VoLTE, WLAN, Bluetooth, GPS, Wi-fi Hotspot ও Mass storage device, USB charging সহ অসংখ্য কানেক্টিভিটি।

Sensors & security: 

Realme P4x স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে Side-mounted Fingerprint Sensor ও Face Unlock সিস্টেম। এছাড়াও এর সেন্সর হিসেবে থাকছে Proximity sensor, Light sensor, Accelerometer, Compass ও Gyroscope।

Multimedia: 

স্মার্টফোনটিতে মাল্টিমিডিয়া হিসেবে থাকছে Loudspeaker, USB Type-C অডিও জ্যাক ও 4K বা 1080p পিক্সেল ভিডিও রেজুলেশন।

আমার মাতামত:

বর্তমানে Realme P4x আপকামিং অবস্থায় রয়েছি। তবে ধারণা করা যায় এটি খুব শীঘ্রই মার্কেটে ২০ থেকে ২৫ হাজার টাকা প্রাইসের আশপাশে লঞ্চ হতে যাচ্ছে। যদি এই স্মার্টফোনের দাম ২০ হাজার টাকা মধ্যে হয় তাহলে এই বাজেটে এটি 7 out of 10 রেটিং পাওয়ার যোগ্য।

তবে এই বাজেটের মধ্যে স্মার্টফোনটির Performance ও Camera কোয়ালিটি আরেকটু ভালো। সব মিলে ধারণা করা যায় এটি মার্কেটে আসলে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে।

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading