50MP ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Realme নতুন ফোন 

Realme Note 70T স্মার্টফোনের Price and specifications সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। Realme কোম্পানির আরোও নতুন একটি ইন্টারফেস মার্কেটে লঞ্চ হতে চলেছে। Realme Note 70T স্মার্টফোনটি ইতিমধ্যে বাংলাদেশ বাজারে Official and unofficial প্রাইসে আসতে চলেছে।

Realme Note 70T স্মার্টফোনটি Made by China এবং ফোনটির মডেল RMX5313। এই ফোনটির প্রাইস এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং ফোনটির ওজন মাত্র 185 গ্ৰাম। ফোনটি ব্যবহারে আপনি আরামদায়ক উপভোগ করবেন।

এছাড়াও ফোনটির টেকনোলজি নেটওয়ার্ক সিস্টেম হিসেবে রয়েছে GSM, LTE ও HSPA সিস্টেম। ফোনটিতে আরোও থাকছে HSPA স্পিড এবং 2G থেকে 4G নেটওয়ার্ক সুবিধা। ফোনটি প্রতেকশনে রয়েছে সামনের অংশ কাচের, পিছনের অংশ প্লাস্টিকের এবং প্লাস্টিকের ফ্রেম রয়েছে।

ফোনপিতে আপনি দুইটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড এবং অন্যান্য ফিচারস ব্যবহার করতে পারবেন। Realme Note 70T smartphoneটিতে 6.74 inches AMOLED অর্থাৎ, 109.7 সেন্টিমিটারের ডিসপ্লে, 20:9 ratio,120Hz রিফ্রেশ রেট এবং 1080×2400 পিক্সেল।

ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে Unisoc T7250 চিপসেট, Android 15 এন্ড্রয়েড ভার্সন ও Mali-G57 MP1 জিপিইউ রয়েছে। Realme Note 70T স্মার্টফোনটি 4GB+128GB Variant রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা 50 MP, 1080p@30fps এবং panorama ফিচারস।

ফোনটির সেলফি ক্যামেরা 16 MP ও 720p@30fps রয়েছে। তাছাড়াও ফোনটিতে সাউন্ড কোয়ালিটি হিসেবে রয়েছে 3.5mm jack, USB Type-C 2.0, ব্লুটুথ, Wi-Fi 802.11, জিপিএস ও লাউডস্পিকার ইত্যাদি সুবিধা রয়েছে।‌ ফোনটিতে Fingerprint সেন্সর, 6000 mAh ব্যাটারি ও 15W চার্জার রয়েছে। এছাড়াও ফোনটির দুটি কালারের মার্কেট পাবেন। যেমন: Blackও Gold।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। ইতিমধ্যে লঞ্চ হওয়া Realme Note 70T স্মার্টফোন সম্পর্কে। এরকম আরোও নতুন নতুন কনটেন্ট পেতে চোখ রাখুন Bongovasha ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading