খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে চলেছে Realme কোম্পানির আরেকটি নতুন Realme Narzo 90X স্মার্টফোন। স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
Realme Narzo 90X স্পেসিফিকেশন:
- RAM: 6GB
- ROM: 128GB
- Camera: 50MP, 8Mp
- Battery: Li-Ion 7000mAh
- Display: 6.8”720x1570p
- Price: 20,000 (Expected) Taka
নিউজ ডেস্ক বঙ্গভাষা: সাম্প্রতিক বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড Realme কোম্পানির আরও একটি নতুন স্মার্টফোন মার্কেটে প্রকাশ হতে চলেছে। ফোনটি হচ্ছে: Realme Narzo 90X স্মার্টফোন এবং ফোনটির নির্মাণকৃত দেশ চায়না।
Realme Narzo 90X 6GB+128GB নিয়ে ফোনটির (প্রত্যাশিত) দাম 20,000 টাকা। ফোনটির রিলিজ ডেট 16 December 2025 (Exp), মডেল Narzo 90X এবং ডেলিভারি টাইপ Smartphone।
ফোনটিতে 6.8 inches IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটি ডিসপ্লে সাইজ 17.27 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিন প্রটেকশনে ব্যবহার করা হয়েছে Gorilla Glass, 720×1570 px (HD+) রেজুলেশন, 144 Hz রিফ্রেশ রেট ও 1200 nits ব্রাইটনেসের ভিডিও দেখার সুবিধা।
ফোনটিতে থাকছে দীর্ঘমেয়াদি 7000 mAh Li-Ion (Lithium Ion) শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি এবং 60W তার যুক্ত ফার্স্ট চার্জিং ব্যবস্থা। ফোনটিতে 7000 mAh শক্তিশালী ব্যাটারি থাকায় ফোনটির অনায়াসে ২-৩ দিন ব্যবহার করতে পারবেন।
এছাড়াও ফোনটির সাথে আরো থাকছে USB Type-C 2.0, রিভার্স চার্জিং, USB OTG, ইউজার ইন্টারফেস Realme UI 6.0, Android অপারেটিং সিস্টেম, অপারেটিং ভার্সন v15, Mali-G57 MC2 GPU এবং Mediatek Dimensity 6300 শক্তিশালী চিপসেট।
Realme Narzo 90X ফোনটির সিঙ্গেল 50 MP, Wide Angle, প্রাইমারি ক্যামেরা, 30 fps এ 1920×1080 ভিডিও রেকর্ডিং করা ছাড়াও 8150×6150 Pixels রেজুলেশনের ফটোশুট করতে পারবেন।
এছাড়াও ফোনটির প্রাইমারি ক্যামেরার ফিচারস হিসেবে থাকছে Digital Zoom, Autofocus, Flash, Face detection এবং Touch to focus ইত্যাদির সুবিধা। ফোনটিতে সিঙ্গেল 8 MP Wide Angle, প্রাইমারি ক্যামেরা এবং 30 fps_ 1920×1080 ভিডিও রেকর্ডিং করার সুযোগ রয়েছে।
Realme Narzo 90X 6GB+128GB ফোনটির ওজন 212 গ্ৰাম। ফোনটি মার্কেটে Flash Blue এবং Nitro Blue কালারের প্রকাশিত হতে চলেছে। এছাড়াও ফোনটির জল প্রতিরোধী ক্ষমতা রয়েছে (up to 1m for 30 min)।
ফোনটির আইপি রেটিং হিসেবে থাকছে IP68/IP69, ফোনটির দৈর্ঘ্য 166.07 মিলিমিটার, প্রস্থ 77.93 মিলিমিটার এবং ফোনটির বেধ 8.28 মিলিমিটার। ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধা পাবেন।
Realme Narzo 90X 6GB+128GB ফোনটির যথেষ্ট সিকিউরিটি প্রদান করা হয়েছে। ফোনটির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Side-mounted) ও ফেস লক সেন্সর। যেটি ফোনটিকে অনেকেই নিরাপত্তা নিশ্চিত করে।
ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে Loudspeaker, USB Type-C অডিও জ্যাক, Wi-fi Hotspot, v5.3 ব্লুটুথ, HSPA, LTE, 5G স্পীড, VoLTE, GPS, EDGE, GPRS এবং Wi-Fi 5 সুবিধা।
Realme Narzo 90X 6GB+128GB ফোনটির রিলিজ ডেট এবং আপডেট তথ্য পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
তথ্যসূত্রে: Mobiledokan

