7000 mAh ব্যাটারির সাথে Snapdragon 685 RAM নিয়ে মার্কেটে লঞ্চ হলো Realme C85

স্মার্টফোনের বাজারে আবারো নতুন চমক নিয়ে হাজির হয়েছে Realme স্মার্টফোন। শক্তিশালী 7000 mAh ব্যাটারি ও জনপ্রিয় Snapdragon 685 প্রসেসর-এর সমন্বয়ে মার্কেটে লঞ্চ হয়েছে নতুন Realme C85 স্মার্টফোন।

দীর্ঘ মেয়াদি ব্যাটারি ব্যাকআপ, স্মুথ পারফরম্যান্স ও আধুনিক ফিচারের কারণে বাজেট স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে একটি দারুণ পছন্দ। চলুন জেনে নেওয়া যাক নতুন Realme C85 স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Realme C85 স্পেসিফিকেশন:

  • RAM: 6/8 GB
  • ROM: 128/256 GB
  • Battery: 7000mAh
  • Display: 6.8″ 720×1570 pixels
  • O’S: Android 15, realme UI 6.0
  • Camera: 50 MP+8 Mp
  • Official Price: ৳18,999/৳20,999 Taka

নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমান সময়ে স্মার্টফোনের বাজারে আবার নতুন চমক তৈরি করলো Realme C85 স্মার্টফোন। Realme C85 স্মার্টফোনকি ইতিমধ্যে মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটি 2025 December 11 তারিখে লঞ্চ হয়েছে।

Realme C85 স্মার্টফোনকি বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে অফিসিয়ালি প্রকাশ পেয়েছে। যেমন:

  1. Realme C85( 6GB+128GB) অফিসিয়াল প্রাইস 18,999 টাকা এবং
  2. Realme C85 (8GB+128GB) অফিসিয়াল প্রাইস 20,999 টাকা

ফোনটির নির্মাণ দেশ চীন। এই স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 685 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটির অপারেটিং সিস্টেম Android 15, Adreno 610 জিপিইউ এবং Octa-core সিপিইউ।

Realme C85 ফোনটির ওজন 212 গ্ৰাম এবং মার্কেটে ফোনটি Kingfisher Blue ও Swan Black কালার এভেলেবেল রয়েছে। এছাড়াও নিরাপত্তার জন্য রয়েছে Fingerprint (side-mounted) ব্যবস্থা।

ফোনটিতে রয়েছে বিশাল 7000 mAh দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং 45W তারযুক্ত ফাস্ট চার্জিং সুবিধা। শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের কারণে আপনি একবার চার্জে ২–৩ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

ফোনটিতে 6.8-ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 720×1570 পিক্সেল রেজুলেশন, 144Hz রিফ্রেশ রেট ও 1200 nits (HBM) ব্রাইটনেস সাপোর্ট করে।

Realme C85 ফোনটিতে রয়েছে 50 MP প্রধান ক্যামেরা ও 8 MP সেলফি ক্যামেরা। প্রধান ক্যামেরা দিয়ে 1080p@30/120fps ভিডিও রেকর্ড করা যায় এবং এতে LED ফ্ল্যাশ, HDR ও প্যানোরামা ফিচার রয়েছে।

এছাড়াও সেলফি ক্যামেরা দিয়ে 1080p@30fps ভিডিও ধারণ করা যায় এবং প্যানোরামা ফিচার সাপোর্ট করে।

নেটওয়ার্ক ও সংযোগ: ফোনটির নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে এতে GSM, HSPA ও LTE প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে 2G, 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্ট পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, Wi-Fi, GPS, Bluetooth এবং NFC সুবিধা।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading