Realme C75 price ও স্পেসিফিকেশন গুলো সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। Realme ফোন মার্কেটে লঞ্চ করার সাথে সাথে মার্কেটে বিশাল একটি হাইপ সৃষ্টি করে। তেমনি একটি ডিভাইস Realme C75 যেটি মার্কেটে নতুন একটি লঞ্চ করা ফোন। বর্তমান সময়ে এই ফোনটি মার্কেটে বিশাল হাইপ সৃষ্টি করেছে।
তার বিশেষ কিছু কারণ রয়েছে। যেমন: এই ফোনটিতে IP69k এর ওয়াটার এন্ড ডাচ প্রুফ। আজকের পোস্টে আমরা আলোচনা করবো Realme C75 price ও স্পেসিফিকেশন সম্পর্কে। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
Realme C75 Price ও স্পেসিফিকেশন
Realme C75 স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিজাইন খুবই চমৎকার। Realme C75 ফোনটি আপনি মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তবে দুটি কালার আপনাকে বেশ দারুন একটি প্রিমিয়াম লুক দিবে। তাছাড়াও ফোনটির পিছনের বডিটা অনেকটাই গ্লাসের মতোই লাগে এবং ফোনটির ফ্রেমটি সম্পূর্ণ প্লাস্টিক।
Realme C75 স্মার্টফোনটির পিছনে আপনি ত্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পাবেন এবং সাইডে একটি নয়েজ ক্যাস্মেন স্পিকার পেয়ে যাবেন। যেটির কারণে ফোনটি দেখতে খুবই চমৎকার লাগে। Realme C75 স্মার্টফোনটির ওয়েট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ওয়েট হচ্ছে: 196 গ্ৰাম এবং ফোনটির থিকনেস রয়েছে 8 মিলিমিটার। বলতে গেলে অনেকটাই স্লিম একটি স্মার্ট ফোন।
আরোও পড়ুন: ৮ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৩টি স্মার্টফোন ইন বাংলাদেশ
তাছাড়াও এই ফোনটিতে 69 আইপি ওয়াটার এন্ড ডাস্টপ্রুভ দেওয়া রয়েছে। যেটির কারনে আপনি ফোনটি গভীর পানির ভিতরে চুবিয়ে রাখতে পারবেন। অর্থাৎ, আপনি Realme C75 স্মার্টফোনটি দেড় মিটার পানির নিচে 30 মিনিট চুপিয়ে রাখতে পারবে। তাছাড়াও এই ফোনটি মোটামুটি ডাস্টপ্রুভ এবং ওয়াটারপ্রুফ।
Realme C75 স্মার্ট ফোনটির ফ্রন্ট সাইটে ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেলের 6.72 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেখানে 2400 পিক্সেল ইউজ করা হয়েছে এবং 392 PPL ব্রাইটনেস রয়েছে। বর্তমান সময়ে অন্য ফোনের তুলনায় এই ফোনটিতে ব্রাইটনেসটা অনেকটাই কম রয়েছে। তবে ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো কাজ করতে পারবেন। কিন্তু একদম প্রপার রোদে গেলে ডিসপ্লে নিয়ে একটু হলেও স্ট্রাগল করা লাগতে পারে ।
Realme C75 স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। যদিও এই বাজেটের তুলনায় ফোনটিতে ডিসপ্লে রেট কিছুটা কম রয়েছে। তাছাড়াও ফোনটিতে আইপিসি একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার কারনে আপনি ফোনটিতে মোটামুটি কাজ করতে পারবেন এবং ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজুম করতে পারবেন।
Realme C75 স্মার্টফোনটিতে পাঞ্চল কাটআউটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় যে এর ডিসপ্লে থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে মোটামুটি মানিয়ে নেওয়া যাবে। তাছাড়াও ফোনটির ডিসপ্লের প্রটেকশন হিসেবে রয়েছে Armor shell glass প্রটেকশন। Realme C75 স্মার্টফোনটিতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করার শর্তেও যে কালার একুরেস্নি এতটাও খারাপ না।
মোটামুটি ফোনটির ডিসপ্লে ভালো ছিল এবং ভিউ অ্যাঙ্গেলটি ঠিকঠাক ছিলো। সাধারণত একটি ফোনকে পারফেক্ট ডিল মনে করতে হলে। অবশ্যই ফোনটির পারফমেন্সের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। বর্তমান সময়ে Realme C75 স্মার্টফোনটি Android 14 রান করেছে এবং Realme ui 50। আর Realme C75 স্মার্টফোনটির Realme ui 50 নিয়ে কথা বলতে গেলে মোটামুটি আগের তুলনায় ফোনটিতে অনেকটাই অপটিমাইজ হয়েছে।
আরোও পড়ুন: কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন ২০২৫
এই স্মার্ট ফোনের চিপসেট হিসেবে মিডিয়াটেকের helio g92 max ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের মাধ্যমে আপনি মোটামুটি টাস্ক মাল্টিমিডিয়া কনজুম করতে পারবেন এবং পাপজি গেমিং করতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করার জন্য ফোনটি এতটা পারফেক্ট না। কিন্তু আপনি ফ্রী ফায়ার হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন।
তবে টুকটাক গেমিং এর জন্য Realme C75 স্মার্টফোনটি মোটামুটি ভালো হবে। Realme C75 স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে আপনি তিনটি ক্যামেরা পেয়ে যাবেন। যদিও এখান থেকে শুধু মাত্র একটি ক্যামেরাই কাজ করে। তবে শুধুমাত্র একটি ক্যামেরা ব্যবহার করে আপনি ভালো মানের ফটো শুট এবং ভিডিও রেকর্ড করতে পারবেন।
তাছাড়াও ফোনটিতে সফটওয়্যার এর মাধ্যমে আপনি ডেভ সেন্সর, ম্যাক্রো লেন্স ইত্যাদি ব্যবহার করতে পারবেন। Realme C75 স্মার্টফোনটিতে আপনি 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। Realme C75 ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
আরোও পড়ুন: Xiaomi সেরা ৬টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ
Realme C75 স্মার্টফোনটিতে আপনি 6,000Mah ব্যাটারি এবং 45 ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন। বর্তমান সময়ে Realme C75 স্মার্টফোনটির (8Gb/128GB) price: 19,999 টাকা। Realme C75 স্মার্টফোনটির প্রাইস (8GB/256GB) 22,999 টাকা।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি Realme C75 price in Bangladesh সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।