50 হাজার টাকার কম দামে পাওয়া যাবে realme 16 Pro স্মার্টফোন

আপনি কি 50 হাজার টাকার কম দামে প্রিমিয়াম ফিচারযুক্ত স্মার্টফোন খুঁজছেন? তাহলে realme 16 Pro হতে পারে আপনার সেরা চয়েস। ফোনটির আধুনিক ডিজাইন, উন্নত মানের ক্যামেরা সেন্সর, দীর্ঘ স্থায়ী ব্যাটারি ক্যাপাসিটি এবং শক্তিশালী পারফরমেন্স নিয়ে গঠিত।

বর্তমান সময়ে আপনার বাজেটে যদি ৫০ হাজার টাকা মধ্যে হয়ে থাকে এবং ভালো মানের একটি স্মার্ট ফোন কিনতে চান। তাহলে realme 16 Pro স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। নিচে realme 16 Pro স্মার্টফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

realme 16 Pro স্পেসিফিকেশন:

  • RAM: 12GB
  • ROM: 256GB
  • Camera: 200+50+8MP, 50MP
  • Battery: Li-Ion 7000mAh
  • Display: 6.78”1260x2800p
  • Price: 50,000 (Expected) Taka

নিউজ ডেস্ক বঙ্গভাষা: আবারো স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে realme আরোও একটি নতুন স্মার্টফোন। ফোনটি হচ্ছে: realme 16 Pro স্মার্ট ফোন। ফোনটির তৈরিকৃত দেশ হচ্ছে: চায়না।

ফোনটির Realme ব্র্যান্ড, মডেল 16 Pro, ডেলিভারি টাইপ স্মার্টফোন এবং ফোনটি এখনো অফিসিয়ালি রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। কোনটি মার্কেটে Black (কালো) রং সহ কয়েকটি কালারের প্রকাশ পেতে চলেছে এবং ফোনটির একটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন: realme 16 Pro 12GB+256GB

realme 16 Pro স্মার্টফোনটির প্রাইস 50,000 (Expected) টাকা। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4, জিপিউই Adreno 722, অপারেটিং ভার্সন v16 এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড।

realme 16 Pro ফোনটির স্কীন সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Gorilla Glass (গরিলা গ্লাস)। ফোনটিতে OLED 6.78 ইঞ্চির ডিসপ্লে লাগানো হয়েছে। যেটির সাইজ 17.22 সেন্টিমিটার। এছাড়া এতে রয়েছে 1260×2800 px (FHD+) রেজুলেশন এবং 144 Hz রিফ্রেশ রেটের সুবিধা।

ফোনটিতে থাকছে Triple 200 MP Wide Angle, Primary Camera (ওয়াইড অ্যাঙ্গেল, প্রাইমারি ক্যামেরা), 50 MP Periscope Telephoto Camera (পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা) এবং 8 MP Ultra-Wide Angle Camera আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেটআপ রয়েছে।

ফোনটির প্রধান ক্যামেরায় 30 fps, 120 fps, 240 fps_ 3840×2160, 1920×1080, 1280×720 রেজুলেশনের ভিডিও, 16000×12500 Pixels ইমেজ রেজুলেশন, Autofocus, Digital Zoom এবং Flash ইত্যাদির সুবিধা রয়েছে।

ফোনটিতে মাত্র একটি 50 MP Wide Angle, Primary Camera (ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা) এবং 60 fps এ 3840×2160, 1920×1080, 1280×720 ভিডিও তৈরির সুবিধা। realme 16 Pro ফোনটিতে জলপ্রতিরোধ ক্ষমতা রয়েছে (up to 2m for 30 min)।

এছাড়াও ফোনটিতে রয়েছে Li-Ion (Lithium Ion) শক্তিশালী 7000 mAh ব্যাটারি ব্যাকআপ ও 80W তারযুক্ত চার্জিং ব্যবস্থা। ফোনটির আইপি রেটিং হিসেবে থাকছে IP68/IP69 এবং USB Type-C 2.0 সুবিধা।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সিস্টেম ও ডুয়েল সিম কার্ড সুবিধা। এছাড়াও এতে EDGE, GPRS, VoLTE, HSPA, LTE, 5G স্পিড, WLAN Wi-Fi 6, v5.4 ব্লুটুথ, GPS, Wi-fi Hotspot ও Mass storage device সহ USB charging কানেক্টিভিটি ব্যবহার করা হয়েছে।

realme 16 Pro ফোনটির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে Light Sensor, On-screen ফিঙ্গার সেন্সর পজিশন, অপটিক্যাল ফিঙ্গার সেন্সর টাইপ, ফেস আনলক সুবিধা।

এছাড়াও ফোনটির মাল্টিমিডিয়া হিসেবে রয়েছে USB Type-C অডিও জ্যাক, Loudspeaker, 4K ভিডিও রেজুলেশন।

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading