12GB RAM ও 256GB স্টোরেজ সহ 50+50+8MP ক্যামেরা নিয়ে মার্কেটে আসছে Oppo Reno 15 দেখুন স্পেসিফিকেশন

বর্তমান সময়ে আপনি যদি সেরা স্মার্টফোন কেনার পরিকল্পন করেন। তাহলে আপনার নজর কাড়তে পারে আসন্ন Oppo Reno 15 স্মার্টফোনটি। ফোনটির হাই-স্পিড পারফরম্যান্সের জন্য রয়েছে 12GB RAM ও 256GB স্টোরেজের সুবিধা।

এছাড়া ফোনটিতে ছবি তোলার জন্য রয়েছে আকর্ষণীয় 50+50+8MP ক্যামেরা সেটআপ। এক কথায় বলতে গেলে ফোনটির স্টাইল ও শক্তির দারুণ সমন্বয় নিয়ে হাজির হতে যাচ্ছে Oppo Reno15।

Oppo Reno 15 স্পেসিফিকেশন:

  • RAM: 12GB
  • ROM: 256GB
  • Camera: 50+50+8MP, 50MP
  • Display: 6.59”1256x2760p
  • Battery: Li-Po 6500mAh
  • Price: 50,000 (Expected) Taka

Oppo Reno 15 ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 02 January 2026 (Exp) সালে আসছে চলেছে। Oppo Reno 15 12GB RAM+256GB ROM ফোনটির প্রত্যাশিত প্রাইস 50,000 টাকা।

ফোনটির তৈরিকৃত দেশ চায়না এবং ওজন মাত্র 197 গ্ৰাম। স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে Aurora Blue, Twilight Blue, Aurora White কালার এবং একটি ভেরিয়ান্টে লঞ্চ হতে চলেছে।

Oppo Reno 15 ফোনটির মডেল Reno15, অপারেটিং সিস্টেম Android, জিপিইউ Adreno 722, ফোনটির ডেলিভারি টাইপ স্মার্টফোন এবং ফোনটিতে থাকছে Qualcomm SM7750-AB Snapdragon 7 Gen 4 চিপসেট।

ফোনটিতে থাকছে AMOLED 6.59 ইঞ্চির ডিসপ্লে (16.74 সেন্টিমিটার), 1256×2760 px (FHD+) রেজুলেশনের ভিডিও দেখার সুবিধা, 120 Hz রিফ্রেশ রেট, 1200 nits ব্রাইটনেস সুবিধা এবং ফোনের স্ক্রিন প্রটেকশনে Corning Gorilla Glass 7i।

ফোনটিতে Triple 50MP+Wide Angle, Primary Camera, 50MP Telephoto Camera এবং 8 MP Ultra-Wide Angle Camera সেন্সর রয়েছে। এছাড়াও 8150×6150 Pixels ইমেজ রেজুলেশন এবং 60 fps, 30 fps_ 3840×2160, 1920×1080 ভিডিও তৈরির সুবিধা।

ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 18x Digital Zoom, Autofocus, OIS এবং Flash রয়েছে। এছাড়াও ফোনটিতে 50MP Wide Angle, Primary Camera সেলফি ক্যামেরা, 60 fps_  3840×2160, 1920×1080 ভিডিও রেকর্ডিং।

ফোনটির Height (দৈর্ঘ্য) 158.00 mm, Width (প্রস্থ) 74.83 mm এবং Thickness (বেধ) 7.77 মিলিমিটার। ফোনটির সামনে কাচের (গরিলা গ্লাস ৭আই), অ্যালুমিনিয়াম ফ্রেম, পিছনের অংশকাচ এবং আইপি রেটিং IP68/IP69। এছাড়াও ফোনটিতে ধুলো প্রতিরোধী ক্ষমতা রয়েছে।

ফোনটিতে শক্তিশালী 6500 mAh Li-Poly (Lithium Polymer) ব্যাটারি এবং USB Type-C 2.0 ক্যাবলের সুবিধা। ফোনটির RAM Type LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। ফোনটিতে থাকছে Fingerprint (On-screen) এবং Face Unlock সুবিধা।

Oppo Reno 15 ফোনটির নেটওয়ার্ক সিস্টেমে থাকছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, Dual SIM, Wi-fi Hotspot, Loudspeaker, Audio Jack USB Type-C, GPS, Wi-Fi 6 এবং Speed HSPA, LTE, 5G সহ ইত্যাদির সুবিধা।

Oppo Reno15 ফোনটির অফিসিয়াল প্রাইস এবং রিলিজ ডেট সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading