এত কম বাজেটে মার্কেটে পাওয়া যাচ্ছে মাত্র 13,990 টাকায় 6500mAh শক্তিশালী ব্যাটারি সমৃদ্ধ Oppo স্মার্টফোন। বর্তমানে Oppo A6x স্মার্টফোন মার্কেটে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
ফোনটিতে দীর্ঘমেয়াদি ব্যাটারি, ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন আর দামের দিক থেকে বাজেট-ফ্রেন্ডলি হওয়ায় এটি অনেকেরই পছন্দের তালিকায় উঠছে।
যারা দীর্ঘক্ষণ গেমিং, সোশ্যাল মিডিয়া বা প্রতিদিন ইউজের জন্য ভালো মানের স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য Oppo A6x স্মার্টফোনটি সত্যিই আকর্ষণীয় এক অপশন।
Oppo A6x স্মার্টফোন স্পেসিফিকেশন:
- RAM: 4GB
- ROM: 64GB
- Battery: 6500mAh
- Display: 6.75”720x1570p
- Official Price: 13,990৳
নিউজ ডেস্ক বঙ্গভাষা: সাম্প্রতিক বাংলাদেশের বাজারে Oppo আরেকটি স্মার্টফোন অফিশিয়ালি মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটি: Oppo A6x। Oppo A6x স্মার্টফোনটি 29 November 2025 সালে বাংলাদেশের বাজারে প্রকাশ পেয়েছে।
Oppo A6x 4GB RAM ও 64GB ROM নিয়ে ফোনটির অফিসিয়াল প্রাইস 13,990 টাকা। এই স্মার্টফোনটিতে IPS LCD 6.75 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। যেটির সাইজ 17.15 সেন্টিমিটার।
ফোনটির ব্রাইটনেস হিসেবে থাকছে 1125 nits এবং 120 Hz Refresh Rate। এছাড়া ও ফোনটির স্ক্রীন প্রোটেকশনে gorilla Glass ব্যবহার করা হয়েছে। যেটি আপনার ফোনের স্ক্রিনকে যথেষ্ট প্রোটেক্ট করবে।
ফোনটিতে আপনি 720×1570 px (HD+) রেজুলেশনের ভিডিও প্লে করার সুবিধা পাবেন এবং ফোনটিতে Qualcomm SM6225 Snapdragon 685 চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটির অপারেটিং সিস্টেম থাকছে Android, অপারেটিং ভার্সন v15, Adreno 610 জিপিউই, 8 Cores CPU Cores, 64 bit Architecture এবং 6 nm Fabrication ইত্যাদি।
Oppo A6x স্মার্টফোনটিতে (13MP+0.3MP) Dual প্রাইমারি camera, 4208×3120 pixels ইমেজ রেজুলেশন, 30 fps এ 1920×1080, 1280×720 ভিডিও তৈরির সুবিধা, 10x Digital Zoom ইত্যাদির সুবিধা রয়েছে।
এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরার Autofocus ও Flash সুবিধা রয়েছে এবং ফোনটির প্রধান ক্যামেরার ফিচার হিসেবে TIME-LAPSE, STICKER, Video, HI-RES, Google Lens, Portrait, Night এবং PANO ইত্যাদির সুবিধা।
ফোনটিতে একটি Selfie Camera সেন্সর, 30 fps এ 1920×1080, 1280×720 ভিডিও তৈরি এবং 5 MP রেজুলেশনের ছবি তুলতে পারবেন। ফোনটিতে 6500 mAh Lithium Polymer শক্তিশালী ব্যাটারি ও 25.22W সিস্টেম রয়েছে।
সব মিলিয়ে Oppo A6x ফোনটির ওজন মাত্র 210 grams। ফোনটির আইপি রেটিং রয়েছে IP64, ফোনটির দৈর্ঘ্য 166.61 mm, প্রস্থ 78.51 mm, বেধ 8.61 mm এবং Splash proof Waterproof।
Oppo A6x 4GB 64GB ফোনটি বাংলাদেশের বাজারে দুটি কালারের প্রকাশিত হয়েছে। যেমন: Plum Purple এবং Ice Blue। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক সেন্সর।
Oppo A6x 4GB 64GB ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক এবং দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও নেটওয়ার্ক সংযোগ হিসেবে Bluetooth, Wi-fi Hotspot, GPS, VoLTE, WiFi এবং GPRS ইত্যাদির সুবিধা।
Oppo A6x ভালো দিক:
- Oppo A6x ফোনটির ৬.৭৫-ইঞ্চি স্ক্রিন + 120Hz রিফ্রেশ রেট।
- ৬৫০০ mAh শক্তিশালী ব্যাটারি যার ফলে ২৪ ঘন্টা পর্যন্ত নিশ্চিন্তে backup পাওয়া যাবে।
- প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685 + পর্যাপ্ত।
- স্মার্টফোনটি সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে Side-mounted Fingerprint sensor এবং Facial recognition
খারাপ দিকগুলো হলো:
- মাত্র ১৩ MP wide ক্যামেরা ও ৫ MP ফ্রন্ট ক্যামেরা।
- ৬৫০০ mAh ব্যাটারি হিসেবে ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়নি।
- 4GB RAM এর কারণে ভারি গেমিং বা মাল্টি-টাস্কিং করতে একটু অসুবিধা হবে।
আমার মতামত: এই বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট পরিমাণে ফিচার রয়েছে। এবং ফোনটিতে ব্যবহারকৃত ৬৫০০ mAh শক্তিশালী ব্যাটারি যা বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো। 4GB RAM দিয়ে টুকিটাকি গেমিং করা যাবে। তবে এই বাজেটে ক্যামেরা কোয়ালিটি একটু কম।
সর্বোপরি বাজেট অনুযায়ী ফোনটি আমার কাছে যথেষ্ট ভাল মনে হয়েছে। তবে আপনি যদি আরো দুই এক হাজার বেশি বাজেট রাখতে পারেন তাহলে এর চেয়ে ভালো স্মার্টফোন কিনতে পারবেন।
আপনার বাজেট অনুযায়ী স্মার্টফোন সম্পর্কে জানতে আমাদের “মোবাইল ও গেজেট রিভিউ” ক্যাটাগরিতে দেখতে পারেন। ধন্যবাদ।
তথ্যসুথে: Mobiledokan

