8GB RAM ও 256GB স্টোরেজ সাথে থাকছে 50+2MP ক্যামেরা ও Li-Ion 7000mAh ব্যাটারি সহ Oppo A6 Pro 5G

আবারও মার্কেট কাঁপাতে যাচ্ছে চাইনিজ টেক জায়েন্ট কোম্পানি OPPO। খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে OPPO A6s 5G নতুন সিরিজের স্মার্টফোন। যেটি ইতিমধ্যে NBTC, TDRA ও Hi-Res Audio এর মতো প্ল্যাটফর্মে দেখা গেছে।সেখানে উল্লেখিত ফোনটির স্পেসিফিকেশন সম্ভ্যাব্য দাম সহ নানা বিষয়ে বিস্তারিত থাকছে আজকের আলোচনায়।

Oppo A6 Pro 5G স্মার্টফোন স্পেসিফিকেশন:

  • RAM: 8GB
  • ROM: 256GB
  • Battery: Li-Ion 7000mAh
  • Display: 6.57”1080x2372p
  • Camera: 50+2MP, 16MP
  • Price: 35,000 (Expected)

নিউজ ডেস্ক বঙ্গভাষা: সাম্প্রতিক লঞ্চ হতে চলেছে Oppo A6 Pro 5G স্মার্টফোন। ফোনটি ইতিমধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হবে বলে প্রকাশ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ফোনটির প্রকাশিত ডেট নিশ্চিত করা হয়নি।

Oppo A6 Pro 5G ফোনটির তৈরিকৃত দেশ চায়না। ফোনটির মডেল A6 Pro 5G, ডেলিভারি টাইপ Smartphone এবং রিলিজ ডেট 23 September 2025 (Exp)। Oppo A6 Pro 5G (8GB+256GB) স্মার্টফোনটির 35,000 টাকা।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড, অপারেটিং ভার্শন v15 এবং Mali-G57 MC2 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে Mediatek Dimensity 6300 শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে।

Oppo A6 Pro 5G ফোনটিতে AMOLED 6.57 inches ডিসপ্লে লাগানো হয়েছে। যেটির সাইজ16.69 সেন্টিমিটার। এছাড়াও রয়েছে 1080×2372 px (FHD+) রেজুলেশন, 120 Hz রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস 1400 nits ভিডিও দেখার সুবিধা।

ফোনটির স্ক্রিন প্রটেকশনে AGC DT-Star D+ গ্লাস ব্যবহার করা হয়েছে। যেটি ফোনটির স্ক্রিনকে যথেষ্ট নিরাপত্তা প্রদান করে থাকেন। Oppo A6 Pro 5G ফোনটিতে ডুয়েল প্রাইমারি ক্যামেরা 50 MP, Wide Angle, Primary Camera, 2MP এবং Depth Camera সেটআপ রয়েছে।

ফোনটির প্রধান ক্যামেরার রেজুলেশন 8150×6150 Pixels, 60 fps, 120 fps _ 1920×1080, 1280×720 ভিডিও তৈরির সুবিধা রয়েছে। এছাড়াও প্রধান ক্যামেরায় রয়েছে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, টাইম-ল্যাপস, SLO-MO, ডুয়াল-ভিউ ভিডিও, গুগল লেন্স, এবং ফেস ডিটেকশন‌ ইত্যাদি।

এছাড়াও ফোনটিতে Single 16 MP, Wide Angle, Primary Camera সেন্সর এবং 30 fps_  1920×1080 ভিডিও রেকর্ডিং এর সুবিধা রয়েছে। ফোনটির দৈর্ঘ্য 158.20 mm, প্রস্থ 75.02 mm এবং ফোনটির বেধ 8.0 mm।

Oppo A6 Pro 5G ফোনটির ওজন 185 গ্ৰাম এবং মার্কেটে ফোনটি Lunar Titanium, Rosewood Red, Coral Pink এবং Stellar Blue কালারের প্রকাশ হতে চলেছে। এছাড়াও ফোনটি জল প্রতিরোধী (৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত) এবং আইপি রেটিং IP68/IP69।

ফোনটিতে Li-Ion (Lithium Ion) দীর্ঘস্থায়ী 7000 mAh ব্যাটারি ও 80W তারযুক্ত চার্জিং সিষ্টেম রয়েছে। ফোনটিতে শক্তিশালী চার্জার থাকার কারণে দ্রুত ফোনটি চার্জ কমপ্লিট করতে পারবেন। এছাড়াও ফোনটিতে USB Type-C 2.0 ক্যাবল রয়েছে।

এছাড়াও ফোনটিতে রয়েছে 8 GB RAM এবং 256 GB স্টোরেজ। ফোনটির RAM Type LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2 এবং ইউএসবি ওটিজি সুবিধা।

ফোনটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, Dual SIM Slot, NFC, GPS, HSPA, LTE, 5G Speed, Loudspeaker, Bluetooth v5.4, Audio Jack, Wi-fi Hotspot, EDGE, Wi-Fi 5 এবং GPRS ইত্যাদি নেটওয়ার্কের সুবিধা।

Oppo A6 Pro 5G 8GB+256GB ফোনটির তৈরিকৃত দেশ চায়না ও ফোনটির নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস লক। এছাড়াও লাইট সেন্সর হিসেবে Accelerometer, Gyroscope, Light sensor, Proximity sensor,, Compass, ইত্যাদি সুবিধা।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading