OnePlus 15s স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। OnePlus কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন মার্কেটে আসতে চলেছে। ফোনটির নাম হলো: OnePlus 15s ফোন। নিচে OnePlus 15s ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
👉OnePlus 15s মোবাইলের আপডেট মূল্য এবং স্পেসিফিকেশন:
ওয়ান কোম্পানির নতুন একটি ফোন ইতিমধ্যে বাংলাদেশের বাজারে প্রকাশ হতে চলেছে। ফোনটি ২০২৫ সালের জুলাই মাসে ফোনটি প্রকাশ হতে চলেছে। ফোনটির মিডেল China ও মডেল OnePlus 15s।
OnePlus 15s মোবাইলের আপডেট মূল্য এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে আশা করা যায় ফোনটির অফিসিয়াল প্রাইস এবং আন অফিসিয়াল প্রাইস খুব দ্রুত প্রকাশিত হবে। OnePlus 15s মোবাইলের আপডেট মূল্য জানতে আমাদের সাইটের সাথেই থাকুন।
OnePlus 15s মোবাইল ফোনটি দুটি ভেরিয়েন্ট আসতে চলেছে। একটি হচ্ছে: 12GB+256GB এবং অপরটি হচ্ছে: 12GB+512GB। ফোনটির RAM ও ROM হিসেবে প্রাইস ভিন্ন ভিন্ন হতে পারে। এই ফোনটিতে টেকনোলজি সিস্টেম রয়েছে GSM/HSPA/LTE ও 5G পর্যন্ত সাপোর্ট। এখানে রয়েছে 2G থেকে 5G পর্যন্ত নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা।
এছাড়াও ফোনটিতে আরোও থাকছে স্লীড হিসেবে HSPA,LTE এবং 5G ব্যবস্থা। ফোনটির বডি নিয়ে বলতে আসলে ফোনটির বডিটে গ্লাস ফ্রন্ট ও অ্যালুমিনিয়াম আলোয় ফ্রেম রয়েছে। ফোনটিতে দুটি SIM Card ব্যবহারের সুবিধা রয়েছে। তবে ফোনটিতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা পাবেন না।
OnePlus 15s মোবাইলে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে (LTPO AMOLED), ১২০Hz রিফ্রেশ রেট, ফুল HD+ ভিডিও 1600 nits, 1B colors, ১২১৬x২৬৪০ পিক্সেলে রেজুলেশন ও Crystal Shield Glass প্রটেকশন বহাল থাকবে। ফোনটির চিপসেট Qualcomm SM8750। যেটি ৩ ন্যানো মিনিটের কাজ করে এবং Android 15 অপারেটিং সিস্টেম।
তবে ফোনটির GPU সিস্টেম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফোনটিতে ৩টি ক্যামেরা সেটআপ সিস্টেম রয়েছে। যেমন: দুটি ফ্রন্ট ক্যামেরা ও একটি সেলফি ক্যামেরা ব্যবস্থা রয়েছে। ফোনটির Main Camera (৫০+৫০) মেগাপিক্সেল।
এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে 4K@30/60fps ও 1080p@30/60/240fps ভিডিও করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে পানামা, Color spectrum sensor এবং HDR ফিচার রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা 32 MP, 4K@30fps,1080p@30fps ভিডিও রেকর্ডিং ও panorama HDR ফিচার রয়েছে।
OnePlus 15s মোবাইলে আরোও গুরুত্বপূর্ণ ফিচার এড করা হয়েছে। যেমন: ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস,3.5mm jack, লাউট স্পিকার ও ওটিজি ক্যামেরা ব্যবস্থা। ফোনটির নিরাপত্তার জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটি ফোনটিকে যথেষ্ট সিকিউরিটি প্রদান করে।
OnePlus 15s মোবাইলটি তিনটি কালারের মার্কেট আসতে চলেছে। যেমন: Green Silk (সবুজ সিল্ক), Black Velvet (কালো মখমল) ও Pink Satin (গোলাপী সাটিন)। এছাড়াও ফোনটিতে 5850 mAh ব্যাটারি রয়েছে। তবে ফোনটিতে কোনো চার্জার থাকছে না।
লেখক,
সুমাইয়া খাতুন সাথী (রিসার্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ডিপার্টমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়) ঢাকা, গাজীপুর, বাংলাদেশ।
Source of info: OnePlus 15s স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন:
https://www.mobiledokan.co/product/oneplus-15s/