ফোনের বাজারে আবারো নতুন চমক দিতে যাচ্ছে Motorola স্মার্টফোন। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে Motorola Moto S50 নামের একটি নতুন স্মার্টফোন। Motorola ফোনটিতে থাকছে আধুনিক Punch hole display, ডিজাইন এবং শক্তিশালী 12GB RAM ও 256GB স্টোরেজ।
ইতোমধ্যেই Motorola ডিভাইসটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এখন বড় প্রশ্ন হচ্ছে Motorola Moto S50 ফোনটির দাম কত হতে পারে? নিচে ফোনটির সম্ভাব্য মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Motorola Moto S50 স্পেসিফিকেশন:
- RAM: 12GB
- ROM: 256/512GB
- Camera: 50MP+10MP+13MP, 32MP
- Battery: 4310 mAh
- Display: 6.36″ 1272×2670 pixels
- Price: 40,000 Taka (Expected price)
নিউজ ডেস্ক বঙ্গভাষা: বর্তমান সময়ে আপনি যদি কম বাজেটে একটি সেরা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন। তাহলে আপনার প্রথম চয়েজ হতে পারে মটোরোলা মোটোর Motorola Moto S50 স্মার্টফোনটি।
ফোনটিতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি, ফাস্ট চার্জার, ডিসপ্লে, নিরাপত্তার ব্যবস্থা এবং ক্যামেরা কোয়ালিটি সমন্বয়ে গঠিত স্মার্টফোন। যারা কম বাজেটে একটি ভালো স্মার্টফোন কিনতে চান।
তারা চাইলেই মটোরোলা মোটো Motorola Moto S50 স্মার্টফোনটি ক্রয় করতে পারেন। বর্তমানে সময়ের বাজেট অনুযায়ী ফোনটিতে যথেষ্ট ফিচারস এবং সিক্রুটির ব্যবস্থা রয়েছে।
Motorola Moto S50 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে September 05 2024 সালে প্রকাশ পেয়েছে। মটোরোলা মোটো স্মার্টফোনটি নির্মাণকৃত দেশ US অর্থাৎ, মার্কিন যুক্তরাষ্ট্র।
ফোনটির মডেল XT2309-5 এবং মার্কেট ফোনটির Nautical Blue, Latte, Poinciana Models কালার এভেলেবেল রয়েছে। ফোনটি মার্কেটের দুইটি ভেরিয়েন্টে রয়েছে। যেমন:
- Motorola Moto S50 12GB+256GB এবং
- Motorola Moto S50 12GB+512GB
Motorola Moto S50 12GB+256GB স্মার্টফোনটির প্রাইস 40,000 (প্রত্যাশিত) টাকা। ফোনটির ব্রান্ড Motorola, ডেলিভারি টাইপ স্মার্টফোন, স্ট্যাটাস Upcoming, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, অপারেটিং ভার্সন v14 এবং জিপিইউ মালি-জি৬১৫ এমসি২ রয়েছে।
ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হয়েছে। মটোরোলা মোটো স্মার্টফোনটিতে 6.36 ইঞ্চির LTPO P-OLED ডিসপ্লে লাগানো হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ16.15 সেন্টিমিটার।
ফোনটিতে রয়েছে 1272×2670 px (FHD+) রেজুলেশন, 3000 nits ব্রাইটনেসের ভিডিও দেখার সুবিধা, 120 Hz রিফ্রেশ রেট এবং স্ক্রিন প্রটেকশনে গরিলা গ্লাস। এছাড়াও ফোনটির অ্যাসপেক্ট রেশিও ১৯:৯, পিক্সেল ডেনসিটি ৪৬০ পিপিআই এবং স্ক্রিন টু বডি রেশিও ৯৪.৪%।
Motorola Moto S50 স্মার্টফোনটিতে Li-Poly (Lithium Polymer) 4310 mAh শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি,15W wireless, USB Type-C 2.0 এবং 68W তারযুক্ত চার্জিং ব্যবস্থা রয়েছে। সবকিছু মিলিয়ে Motorola Moto ফোনটির ওজন 170 গ্ৰাম।
Motorola Moto ফোনটির সামনে রয়েছে কাচ, পিছনের অংশ প্লাস্টিক অথবা সিলিকন পলিমার ও প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনটির দৈর্ঘ্য 154.1 mm, প্রস্থ 71.2 mm ও ফোনটির বেধ 8.1 mm।
মটোরোলা মোটো স্মার্টফোনটি ধুলো প্রতিরোধী, জল প্রতিরোধী (৩০ মিনিটের জন্য ১.৫ মিটার পর্যন্ত) এবং আইপি রেটিং IP68। মটোরোলা মোটো স্মার্টফোনটির মেইন ক্যামেরায় Triple ক্যামেরা সেটআপ রয়েছে।
ফোনটির মেইন ক্যামেরা 50MP Wide Angle, Primary Camera, 10MP Telephoto Camera এবং 13MP Ultra-Wide Angle Camera ব্যবস্থা রয়েছে। ফোনটির মেইন ক্যামেরার ইমেজ রেজুলেশন 8150×6150 Pixels এবং 30 fps_ 3840×2160, 1920×1080 ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাবেন।
এছাড়াও ফোনটিতে মেইন ক্যামেরায় রয়েছে ডিজিটাল জুম, অটোফ্ল্যাশ, LED ফ্ল্যাশ এবং OIS ইত্যাদি। ফোনটিতে Single 32 MP Wide Angle, Primary Camera সেন্সর এবং সেলফি ক্যামেরার সাহায্যে 30 fps_ 3840×2160, 1920×1080 ভিডিও তৈরি করতে পারবেন।
Motorola Moto S50 স্মার্টফোনটির নিরাপত্তা জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট (অন-স্ক্রিন) এবং ফেসলক ব্যবস্থা। ফোনটির লাইট সেন্সরে রয়েছে Compass, Proximity sensor, Gyroscope, Light sensor এবং Accelerometer।
মটোরোলা মোটো ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়াল সিম, লাউডস্পিকার, অডিও জ্যাক ইউএসবি টাইপ-সি, ওয়াই-ফাই হটস্পট, ব্লুটুথ v5.3, জিপিএস, HSPA, LTE, 5G স্পীড এবং Wi-Fi 6E।
তথ্যসূত্রে: Mobiledokan

