ইন্ডিয়ান ইনকাম app সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা ‘Direct Pay4U’ এপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যেটি ব্যবহার করে আপনি প্রত্যেকটি মোবাইলে রিচার্জে 3.5% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
শুধু তাই নয়, আপনি যদি কোন রিটেলার বন্ধুকে এই অ্যাপ্লিকেশনটি রেফারেল কোডটি শেয়ার করেন এবং সেই ব্যাক্তি যদি সেটির মাধ্যমে মোবাইল রিচার্জ করে। তাহলে আপনি রেফার করার জন্য আপনাকে 0.03% পর্যন্ত কমিশন দেওয়া হবে। আজকের পোস্টে আমরা ইন্ডিয়ান ভাইদের জন্য সেরা ইন্ডিয়ান ইনকাম app সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ইন্ডিয়ান ইনকাম app Direct Pay4U
সুধু অনলাইন ইনকাম নয়, এছাড়াও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার ফলে আপনি অনেক সুযোগ-সুবিধা পাবেন। যা বিস্তারিত ভাবে নিম্নে তুলে ধরা হলো:
- এই অ্যাপ্লিকেশনটির সাথে আপনার ব্যাংক একাউন্ট সরাসরি যুক্ত করতে হবে না।
- এই অ্যাপ্লিকেশনটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া এবং বিবি পিএস সার্টিফাইট
- তাছাড়াও আপনি সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা সবসময় কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন এবং
- এই অ্যাপ্লিকেশনটি সাথে কোম্পানির সকল ব্যাংক একাউন্ট যুক্ত রয়েছে। তাছাড়াও আইপিসি কোড সহ ব্যাংক একাউন্ট নম্বর স্পষ্ট ভাবে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে উল্লেখ করা রয়েছে।
- ইন্ডিয়ান ইনকাম app টি ব্যবহার করে আপনি যদি গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা ইন্সুরেন্স বিল পে করেন। তাহলেও আপনি প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের এমাউন্ট ক্যাশব্যাক পাবেন।
আপনি যদি সরাসরি বা কোন অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ, গ্যাস, পানি বা বিদ্যুৎ বিল পে করেন তাহলে কোন কমিশন পাবেন না। যদি ঐ সব অ্যাপ বিল পে করার বিনিময় কম্পানি থেকে কমিশন উপার্জন করছে।
আরোও পড়ুন: বাংলাদেশি ইনকাম App। যেগুলো থেকে প্রতিদিন ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
কিন্তু আপনি যদি ইন্ডিয়ান ইনকাম app ‘Direct Pay4U’ থেকে এসব বিল পরিশোধ করেন। তাহলে বিল পরিশোধ হওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট পরিমান অর্থ কমিশন হিসেবে উপার্জন করতে পারবেন।
ইন্ডিয়ান ইনকাম app ‘Direct Pay4U’ একাউন্ট রেজিস্ট্রেশন
ইন্ডিয়ান ইনকাম app ‘Direct Pay4U’ থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Direct Pay4U app’ (Early Access) লিখে সার্চ করুন।
তারপর সার্চ রেজাল্টে আসা ‘Direct Pay4U’ (Early Access) অ্যাপসটি ইন্সটল করুন। এখন অ্যাপসটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারপেইজ ওপেন হবে।
এখন প্রথমেই আপনাকে ‘Language’ নির্বাচন করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘Language’সিলেক্ট করে নিচে থেকে ‘Continue’ বাটনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে একের পর এক ‘Next’ বাটন ক্লিক করুন। তাহলে আপনাকে পারমিশন সেকশনে নিয়ে যাবে। এখন আপনি ‘Done’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘লগইন’ অপশন দেখতে পাবেন। এখন আপনার সচল একটি মোবাইল নম্বর বসিয়ে নিচে ‘Login with Otp’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে। এখন পরবর্তী অপশনে আপনি ৪টি অপশন দেখতে পাবেন। যেমন:
- Otp Code
- Name (আধার কার্ড অনুযায়ী)
- Gmail Address
- Password এবং
- রেফারেল কোড (optional)
তাহলে উপরে উল্লেখিত অপশনগুলো আপনি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। তারপর নিচে থেকে ‘Register’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি চাইলেই এই তথ্য গুলো পড়ে নিতে পারেন। তারপরে স্কোল করে নিচে নামলে ‘Accept’ বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে ‘success’ লেখাটি চলে আসবে।
এখন পরবর্তী অপশনে আপনাকে একটি ‘Pin সেট’ করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পিন নম্বরটি বসিয়ে ‘Set/Reset Pin’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি কোডটি বসিয়ে ‘OTP Verification..’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে একটি পপাপ পেইজ চলে আসবে। এখন আপনি ‘Ok’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টে তৈরি করা সম্পূর্ণ হবে এবং আপনাকে হোম পেইজে নিয়ে যাবে।
এখন আপনি যদি নিচে লক্ষ্য করেন তাহলে ‘More’ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনি এখান থেকে কোন কোন ধরনের রিসার্চ এবং বিল পে করতে পারবেন সেগুলো দেখতে পাবেন। যেমন:
- Your Commission
- Reports
- Company Bank Details
- Enable/Disable Pin এবং
- Refer Friends
এখন আপনি ‘Your Commission’ অপশনে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কি কি বিল পরিশোধ করতে পারবেন সেগুলোর তালিকা দেখতে পাবেন। যেমন:
- Prepaid
- DTH
- Postpaid
- Insurance Payment Apl
- Electricity
- Gas
- Water bill
- Landine ইত্যাদি।
এখান থেকে আপনি যেকোনো ধরনের বিল পরিশোধ করতে পারবেন। তাছাড়াও পেমেন্ট করার প্রত্যেকটি সেকশনে উল্লেখ করা রয়েছে কোন ধরনের রিচার্জ অথবা কোন ধরনের বিল পেমেন্ট আপনি কত টাকা কমিশন পাবেন। উদাহরণ স্বরূপ, আপনি যদি ‘Prepaid’ অপশনে ক্লিক করেন।
তাহলে প্রত্যেকটি প্রিপেইড রিচারজে আপনি টোটাল এমাউন্ট উপরে 3.5% পর্যন্ত কমিশন ব্যাক পাবেন এবং সেই এমাউন্টটি আপনার ওয়ালেটের মধ্যেও জমা হয়ে যাবে। এখন সেই এমাউন্টটি ব্যবহার করে আপনি অন্যান্য বিল অথবা মোবাইলে রিচার্জ করতে পারবেন। এখন আপনি যদি ‘DTH’ অপশনে ক্লিক করেন। তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি রিচার্জে আপনি 3.5% ক্যাশব্যাক পাবেন।
তাছাড়াও আপনি যদি ‘Electricity’ অপশনে ক্লিক করেন। তাহলে প্রত্যেকেটি ট্রানজেকশনে আপনি ২৳ করে ইনস্টান্ট ক্যাশব্যাক পাবেন। এখানে আপনি আরোও অনেক ধরনের অপশন দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করে তাদের ট্রানজেকশন সম্পর্কে জানতে পারবেন। তবে এখানে প্রত্যেকটি ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করার প্রয়োজন নেই।
ইন্ডিয়ান ইনকাম app Direct Pay4U থেকে রেফার করে ইনকাম
‘Direct Pay4U’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন। রেফার করার জন্য সর্বপ্রথম ‘Direct Pay4U’ অ্যাপ্লিকেশন প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেজ ওপেন হবে। এখন উল্লেখিত অপশনগুলো থেকে আপনি ‘Refer Friends’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে আপনার রেফার কোডটি পেয়ে যাবেন। এখন আপনি রেফার কোডটি কপি করে আপনি যদি আপনার কোন বন্ধু-বান্ধবকে শেয়ার করেন। তাহলে আপনার দেওয়া রেফার কোডের মাধ্যমে তিনি যখন রিসার্চ করবেন। তাহলে আপনি তার প্রত্যেকটি রিচার্জে অথবা প্রত্যেকটি ট্রানজেকশনে 0.03% করে কমিশন পাবেন।
আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এই এমাউন্টটি খুবই সামান্য। তবে আপনাদের ভিতরে যারা মোবাইল রিচার্জ করেন এবং প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রানজেকশন করেন। সুতরাং, আপনার যদি কোন রিটেলার বন্ধুর সাথে যোগাযোগ থাকে এবং তিনি যদি আপনার রেফার কোডটি ব্যবহার করে রিচার্জ করে। তাহলে আনলিমিটেড আপনি প্রচুর টাকা কমিশন পেতে পারেন।
Direct Pay4U মাধ্যমে মোবাইল রিচার্জ অথবা বিল পে করার উপায়
Direct Pay4U অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল রিচার্জ অথবা বিল পে করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ‘Direct Pay4U’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল রিচার্জ অথবা বিল পে করতে হয়। তাহলে মোবাইল রিচার্জ অথবা বিল পে করার জন্য সর্বপ্রথম আপনি ‘Direct Pay4U’ হোম পেইজে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।
এখন প্রথমেই ‘Direct Pay4U’ ওয়ালেটের মধ্যে এমাউন্ট যুক্ত করতে হবে। তাহলে এমাউন্টটি যুক্ত করার জন্য ‘Add Money’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে UPI মুডে নিয়ে যাবে এখানে আপনি এক টাকা থেকে শুরু করে আপনার প্রয়োজন অনুসারে টাকা যুক্ত করতে পারবেন। উদাহরণ স্বরূপ, এমাউন্ট যুক্ত করার জন্য UPI অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার প্রয়োজন অনুসারে এমাউন্টটি লিখুন। তারপরে নিচে থেকে ‘Add Money’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলের মধ্যে অলরেডি ব্যাংক একাউন্টে যুক্ত হয়ে রয়েছে। সেগুলো আপনি দেখতে পাবেন। এখন আপনাকে সেই অ্যাপ্লিকেশনে মধ্যে রি-ডাইরেক্ট করে নিয়ে যাবে।
এখন আপনি সেখান থেকে সরাসরি রিচার্জ করে নিতে পারবেন। যখনই আপনার রিচার্জটি সাকসেসফুল হয়ে যাবে। তখন আপনি ‘Direct Pay4U’ অ্যাপ্লিকেশন মধ্যে ‘Success’ লেখা দেখতে পাবেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ‘Direct Pay4U’ এপ্লিকেশনের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে হয়। যেকোনো ধরনের মোবাইল রিচার্জ অথবা বিল পেমেন্ট করার জন্য ‘Direct Pay4U’ অ্যাপ্লিকেশন এর হোম পেইজে প্রবেশ করুন।
তারপর ‘Recharges’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Mobile Recharge
- DTH Recharge
- Fas tag Recharge এবং
- Bill payments
এখন উপরে উল্লেখিত অপশন গুলো থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে রিসার্চ করতে পারবেন। এখন মোবাইল রিচার্জ করার জন্য ‘Mobile Recharge’ অপশনে ক্লিক করুন।
তারপর আপনি যে নম্বরে রিচার্জ করতে চাচ্ছেন সেই নম্বরটি বসিয়ে দিন। তাহলে আপনার মোবাইল নম্বরটি কোন কোম্পানির লোগো সেটি চলে আসবে। এখন নিচে আপনি দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Explore Plans এবং
- Special Offers
এখন আপনি যদি ‘Explore Plans’ অপশনে ক্লিক করেন। তাহলে সেখানে প্রচুর পরিমাণে Plans দেখতে পাবেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ‘Plans’ অপশন সিলেক্ট করলে অটোমেটিক আপনার পেমেন্ট হয়ে যাবে। আর আপনার মোবাইল ফোনের ‘Special Offers’ অফার দেখার জন্য ‘Special Offers’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার জন্য প্রযোজ্য মোবাইলের ‘Special Offers’ গুলো দেখতে পারবেন। এখন থেকেও আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘Plans’ অপশন সিলেক্ট করলে অটোমেটিক আপনার পেমেন্টটি হয়ে যাবে।
উদাহরণ স্বরূপ, আপনি 509 টাকা ‘Plans’ অপশন সিলেক্ট করলেন। তাহলে অটোমেটিক আপনার ব্যালেন্সে টাকাটি এড হয়ে যাবে। এখন আপনি চাইলে এই ট্রানজেকশনটি ক্যানসেল করতে পারবেন। আর অফারটি নিতে চাইলে ‘Continue’ অপশনে ক্লিক করুন। তাহলে সফলভাবে আপনার রিচার্জটা সম্পন্ন হবে।
ইন্ডিয়ান ইনকাম app ‘Direct Pay4U’ রিচার্জ করে কত টাকা কমিশন পেলেন
এখন আপনি যদি এই রিচার্জ করে কত টাকায় কমিশন পেয়েছেন সেটি জানতে চান তাহলে ইন্ডিয়ান ইনকাম app এর মধ্যে চলে আসুন অ্যাপটির হোমপেজে চলে আসুন। তারপর Report অপশনে ক্লিক করুন তাহলে ‘detailed summary’ সেকশন পেয়ে যাবেন। এখন ‘detailed summary’ সেকশন ক্লিক করার সাথে সাথে আপনি আপনার কমিশন ও ব্যালেন্স তথ্য গুলো দেখতে পাবেন।
আপনি যদি আমাদের দ্বিতীয় স্ক্রিনশট দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। আমরা এড ব্যালেন্স করেছি ৫২০ টাকা এবং সেখান থেকে ৫১৯ টাকা মোবাইল রিচার্জ করেছি। যার পরিবর্তে আমরা ১৮.১৭ টাকা কমিশন পেয়েছি।
একইভাবে আপনি যদি হোম পেজ থেকে ‘Bill payment’ অপশনে ক্লিক করেন তাহলে আপনি পানি, গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন ধরনের বিল পরিশোধ করার অপশন পেয়ে যাবেন।
এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে Chat with us বা Talk with us থেকে সরাসরি তাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে আপনার যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন।
তবে শুরু দিকে আপনি এই অ্যাপে বড় ধরনের ট্রানজেকশন না করে ছোট ছোট ট্রানজেকশন করে দেখতে পারেন। যদি আপনি তাদের ট্রানজেকশন ও কমিশনের সন্তুষ্ট হন তাহলে আপনি পরবর্তীতে বড় ধরনের লেনদেন করতে পারবেন।
আশা করি, ইন্ডিয়ান ইনকাম app টি ইন্ডিয়ান ভাইদের জন্য অনেক বেশি উপকারে আসবে এবং তারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবে। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে বঙ্গভাষা ওয়েবসাইটের সাথেই থাকুন।
[…] আরোও পড়ুন: ইন্ডিয়ান ইনকাম app 2024। […]