AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করতে পারবেন।
বর্তমানে প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের কষ্ট ও কমে যাচ্ছে। বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তেমনি করে AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করা সম্ভব। এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা মনে করেন। AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করা যায় না।
তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার সকল প্রসেস দেখাবো। তাই AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করুন
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করতে পারবেন। বর্তমান সময়ে আপনাকে ভিডিও তৈরি করার জন্য আর কষ্ট করতে হবে না। আপনি এআই ব্যবহার করে ভিডিওর ভয়েস, ইমেজ এবং ভিডিওর ক্লীপ তৈরি করতে পারবেন না। তারপর সেগুলো ব্যবহার করে AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করতে পারবেন।
Ai দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক এবং youtube আপলোড করে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আপনি এআই সাহায্যে ভিডিও তৈরি করে সেটি আপনার youtube চ্যানেল অথবা ফেসবুক পেইজে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করতে হয়।
AI দিয়ে ভিডিও তৈরি করার নিয়ম
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য আপনাকে সঠিক নিয়মে একটি ভিডিও তৈরি করতে হবে। এখন Ai দিয়ে ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি গল্প লিখতে হবে। এখন আপনি চাইলেই নিজে কিংবা Chat Gpt মাধ্যমে গল্প লিখতে পারেন। তাহলে আপনার পছন্দ অনুযায়ী একটি গল্প লিখুন।
উদাহরণ স্বরূপ, Chat Gpt মাধ্যমে গল্প লেখার জন্য আপনার মোবাইলে কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে Chat Gpt লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা Chat Gpt ওয়েবসাইটে প্রবেশ করুন।
এখন ম্যাসেজ অপশনে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন। সেই অনুযায়ী কিছু বাক্য লিখুন এবং Chat Gpt কে সেন্ড করুন। তাহলে আপনার দেওয়া তথ্য অনুযায়ী Chat Gpt একটি গল্প তৈরি করে দিবে। এখানে আপনি চাইলেই আপনার পছন্দ অনুযায়ী ভাষায় গল্প লিখতে পারেন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
এখন গল্প তৈরি করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Chat Gpt দেওয়া গল্পটি সম্পূর্ণ কপি করুন এবং অন্য কোথাও সংরক্ষণ করুন। এখন আপনাকে গল্পটির ভয়েসে রূপান্তর করতে হবে। এখন গল্পটি ভয়েসে রূপান্তর করার জন্য আপনাকে আরোও একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
Ai ভিডিওতে ভয়েস এড করুন
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য আপনার গল্পে ভয়েস এড করতে হবে। এখন গল্পে ভয়েস এড করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে আবারোও যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে app.clipchamp.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনার মোবাইল নাম্বার অথবা gmail ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Chat Gpt থেকে লেখা গল্পটি ভয়েসে রূপান্তর করতে হবে।
এখন গল্পটি দিয়ে ভয়েসে তৈরি করার জন্য “create a new video” অপশনটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Got it অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে ডান পাশে কয়েকটি অপশন শো করবে। সেখান থেকে record & Create অপশনে ক্লিক করুন।
এখন নিচে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Screen and Camera
- Camera
- Screen এবং
- Tax to Speech
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য “Tax to Speech” অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে আপনি কোন ভাষায় ভয়েস তৈরী করতে চাচ্ছে। সেটি ভাষাটি সিলেক্ট করুন।
এখন নিচে Voice অপশনে ক্লিক করে আপনি পুরুষ নাকি মহিলার কন্ঠে ভয়েস তৈরি করতে চাচ্ছেন। সেই ভয়েসটি সিলেক্ট করুন। এখন নিচে একটি বক্স দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আগে থেকে লিখে রাখা গল্পটি পেস্ট করুন। তারপর Save to media অপশনে ক্লিক করুন।
তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার গল্পটি ভয়েসে রূপান্তর হয়ে যাবে। এখন আপনি উপর থেকে Export অপশনে ক্লিক করে ভয়েসটি ডাউনলোড করুন। এখন আপনাকে আপনার গল্পের প্রত্যেকটি টেক্সট অনুযায়ী ইমেজ তৈরি করতে হবে।
Ai ভিডিও ছবি তৈরি করার নিয়ম
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য আপনার গল্প অনুযায়ী ইমেজ জেনারেট করতে হবে। এখন গল্প অনুযায়ী ইমেজ তৈরি করার জন্য আপনাকে আরোও একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এখন আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে App.leonardo.ai লিখে সার্চ করুন। তাহলে আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এই ওয়েবসাইটেও আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে আপনার জিমেইল ব্যবহার করে একটি একাউন্ট তৈরি করুন। এখন আপনি উপরে “Al Image Generation” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার ভিডিওর গল্পটি সম্পূর্ণ পেস্ট করুন। তারপর পাশে থেকে Generate অপশনে ক্লিক করুন।
তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও অনুযায়ী ইমেজ তৈরি হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা প্রত্যেকটি ইমেজ ডাউনলোড করতে হবে। এখন ইমেজ গুলো ডাউনলোড করা হয়ে গেলে ইমেজ গুলো দিয়ে ভিডিও তৈরি করতে হবে।
Ai ইমেজ দিয়ে ভিডিও তৈরি করুন
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য ইমেজ গুলো দিয়ে ভিডিও তৈরি করতে হবে। তারপর সেই ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন।
এখন ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার জন্য google ক্রমো ব্রাউজার থেকে app.runwayml.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এখন একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য Login in with Google অপশনে ক্লিক করে আপনার মোবাইলে থাকা gmail ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
এখন ইমেজ দিয়ে ভিডিও তৈরি করার জন্য হোম পেজ থেকে “Start With imagine” অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে generate অপশনে ক্লিক করে একটি একটি করে ইমেজ আপলোড করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইমেজটি ভিডিওতে পরিবর্তন হয়ে যাবে।
আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম সাইট প্রতিদিন ১০ ডলার আয় করুন ২০২৫
এখন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করুন। এখন আপনাকে প্রত্যেকটি ইমেজ ভিডিও আকারে পরিবর্তন করতে হবে। তাহলে সেম পদ্ধতি ব্যবহার করে আপনি ভিডিওর প্রত্যেকটি ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে এবং ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করুন।
এখন আপনাকে ভিডিও এডিট করতে হবে। আপনি ক্যাপকার্ট ব্যবহার করে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। অথবা কম্পিউটার থেকে ফিল্ম মোরা থেকেও ভিডিও এডিটিং করতে পারবেন।
ফিল্ম মোরা দিয়ে Ai ভিডিও এডিটিং করুন
AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য আপনার ভিডিওটি এডিটিং করতে হবে। এখন ভিডিও এডিটিং করার জন্য আপনার কম্পিউটার থেকে ফিল্ম মোরা অপশনে প্রবেশ করুন। এখন আপনার ভিডিওর ইমেজ, ভয়েস এবং ইমেজের ভিডিও সংযুক্ত করতে হবে।
তাহলে একে একে করে আপনার ভিডিওর ইমেজ এবং ভয়েস আপলোড করুন। এখন ভয়েস এবং ইমেজ আপলোড করা হয়ে গেলে ভিডিওর জন্য এডিটিং করতে হবে। এখন ভিডিও এডিটিং করার জন্য আপনার ভয়েজ অনুযায়ী ছবি আপলোড করুন। এভাবে করে ভয়েস অনুযায়ী প্রত্যেকটি ছবি সংযুক্ত করুন।
অর্থাৎ, আপনার পছন্দ অনুযায়ী ভিডিওটি এডিটিং করুন। এখন ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে “Export” অপশনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করুন। এখন আপনি ভিডিওটি, ফেসবুক ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করে ইনকাম করতে পারবেন।
তবে AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করার জন্য অবশ্যই আপনার ভয়েস, ভিডিওর ইমেজ এবং সাউন্ড ইউনিক হতে হবে। আপনি যদি অন্য কারোর সাউন্ড, ছবি অথবা ভয়েস ব্যবহার করে ভিডিও তৈরি করেন। তাহলে সেই ভিডিওটি facebook কিংবা ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে। সুতরাং, আপনার ভিডিওটি সম্পূর্ণ ইউনিক হতে হবে।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে AI দিয়ে ভিডিও বানিয়ে Free taka income করতে হয়, কিভাবে ভিডিও গল্প, ইমেজ এবং ভয়েস তৈরি করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।