কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫

কম দামে সেরা ৩টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি যদি ১০ থেকে ১২ হাজার টাকা বাজেটের মধ্যে একটি দুর্দান্ত লেভেল ফোন খুজে থাকেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ।

কম দামে সেরা ৩টি স্মার্টফোনকম দামে সেরা ৩টি স্মার্টফোন

আজকের পোস্টের কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রথম লিস্টে যে ফোনটি রয়েছে। সেই ফোনটির নাম হলো: Symphony Innova 30। বর্তমান সময়ে symphony Innova 30 ফোনের প্রাইস 11699টাকা। বর্তমান সময়ে বহু আলোচিত Symphony Innova 30 একটি ভাইরাল এবং জনপ্রিয় ফোন।

Symphony Innova 30 ফোনটি সম্পর্কে বলতে গেলে ফোনটিতে 6GB র‍্যাম এবং 128GB ROM রয়েছে। বর্তমান প্রাইস 11699 টাকা।আর Symphony Innova 30 ফোনের 8GB RAM and 128GB ROM নিয়ে প্রাইস পড়বে প্রায় 12699 টাকা। Symphony Innova 30 ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে এবং রিফ্রেশ রেট 90 GHz ।

আরোও পড়ুন: কম বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন ২০২৫

তাছাড়াও ফোনটিতে এইচডি প্লাস রেগুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার ফলে কম বাজেটের মধ্যে মোটামুটি ফোনটি ঠিক রয়েছে। যেহেতু, এটি একটি কম বাজেটের ফোন। সেই তুলনায় এই ফোনটির ডিসপ্লে টা মোটামুটি ভালো এবং আপনারা যারা পাঞ্চল কাটআউটের ডিসপ্লে পছন্দ করেন। যে কম বাজেটের মধ্যে পাঞ্চল ডিসপ্লে চাচ্ছেন। তাদের জন্য Symphony Innova 30 ফোনটি পারফেক্ট চয়েজ।

Symphony Innova 30 ফোনটির পারফর্ম রয়েছে Android 13 এবং ফোনটি আপডেট করার পরে Android 14 এড হবে। তাছাড়াও ফোনটিতে 616 চিপসেট ব্যবহার করা হয়েছে। যেটি 20 GHz এর অকটকর প্রসেসর। সেই অনুযায়ী ফোনটিতে চিপসেট ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজুম ইজিলি করতে পারবেন।

তাছাড়াও Symphony Innova 30 ফোনটিতে মোটামুটি গেমিং করতে পারবেন। তবে ফোন দিয়ে আপনি বেশি পরিমাণ গেমিং করতে পারবেন না। যেহেতু, ফোনটি গেমিং এর জন্য তৈরি করা হয়নি। সেজন্য আপনি টুকিটাকি ফোনটিতে গেমিং করতে পারবেন।

Symphony Innova 30 ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। যেটি বাজেট অনুযায়ী অন্য কোন ফোনে দেখাই যায় না। ফোনটিতে ডেপথ সেন্সর টু মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। তাছাড়াও ফোনটিতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রন্টের সেন্সর সেকশনে ফিঙ্গারপ্রিন্ট। যেটা সাইড বাউন্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ও লাইট সেন্সর প্রক্সিমেটর সেন্সর এক্সক্লামেমেটর।

Symphony Innova 30 ফোনটিতে 5000 MP ব্যাটারি এবং 18 ওয়াডের একটি চার্জার। আপনি যদি 10 থেকে 12 হাজার টাকা বাজেটের মধ্যে RAM এবং ROM বেশি চান। তাহলে আপনি চাইলেই Symphony Innova 30 ফোনটি ব্যবহার করতে পারেন।

কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশMotorola g24 প্রাইস 

কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ। আজকের পোস্টের 2 নং লিস্টে যে ফোনটি রয়েছে। সেই ফোনটির নাম হলো: motorola g24। তাহলে চলুন motorola g24 ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বর্তমান সময়ে motorola কোম্পানির থেকে আরোও একটি ফোন মার্কেটে লঞ্চ করেছে। ফোনটির নাম হলো: motorola g24। বর্তমানে motorola g24 ফোনটি আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। আন অফিশিয়ালি ফোনটি বাজার মূল্য ১২,০০০ টাকা। যেটিতে রয়েছে 4GB Ram and 128 GB ROM।

তাছাড়াও motorola g24 ফোনটির অপর একটি ভেরিয়েন্ট রয়েছে। যেটা 4GB Ram and 128 GB ROM নিয়ে যা 14,000 হাজার টাকা মধ্যে পেয়ে যাবেন। বর্তমানে কম বাজেটের মধ্যে motorola g24 একটা ইউনিক ডিজাইন প্রোভাইড করছে এবং ফোনটিতে পাঞ্চল কাটআউটের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেটি দেখতে খুবই চমৎকার। ‌

motorola g24 ফোনটির ইউজার এক্সপেরিয়েন্সটা খুবই দুর্দান্ত এবং ফোনটির রিলেস ভ্যালুটা মোটামুটি ভালো। তাছাড়াও motorola g24 ফোনটির ডিসপ্লেতে রয়েছে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। যেখানে রয়েছে 656 ইঞ্চির একটি ফুল ডিসপ্লে। যেটি দিয়ে এখানে এইচডি প্লাস রেজুলেশন ভিডিও দেখতে পাবেন।

motorola g24 ফোনটিতে 90 GHz রিফ্রেশ রেট হয়েছে এবং 597 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এর সুবিধা এবং ফোনটিতে 269 পিপি ডেস্নিটি। যার তুলনায় কম বাজেট অনুযায়ী ডিসপ্লেটা অনেকটাই বেটার। এখন আপনি যদি পাঞ্চল কাটআউটের ডিসপ্লে পছন্দ করেন। তাহলে motorola g24 ফোনটি আপনি ব্যবহার করতে পারেন।

motorola g24 ফোনটিতে Android 14 রান করছে এবং ফোনটির ইউআই অনেকটাই অপটিমাইজ। motorola g24 ফোনটিতে মিডিয়াটেকের helio g85 12 নোনোমিটার পিক চিপসেট এবং ফোনটিতে mali g52, mc2 gpu রয়েছে। আপনারা যারা ভালো মানের ডিসপ্লে, ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজুম করতে চাচ্ছেন। তাদের জন্য motorola g24 ফোনটি বেস্ট চয়েজ।

কারন ফোনটিতে g85 মিডিয়াটেক ব্যবহার করা হয়েছে। আপনারা যারা লং টাইম একটি ফোন ব্যবহার করতে চাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন চাচ্ছেন। তারা চাইলে motorola g24 ফোনটি ক্রয় করতে পারেন।

motorola g24 ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। যেখানে আপনি 1080 তে 30 এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে।

আরোও পড়ুন: যেখানে কেজি দরে বিক্রি হয় টাকা | Currency | Economy 

motorola g24 ফোনটিতে রয়েছে 6,000 MP ব্যাটারি এবং 30w চার্জার। সো বাজেট অনুযায়ী motorola g24 ফোনটির 6,000 MP ব্যাটারি এবং খুব চমৎকার আকর্ষণীয় একটি ডিজাইনের সাথে ক্যামেরা কোয়ালিটি অসাধারণ।

মিডিটেকের g85 সহ বলতে গেলে এই ফোনটি দারুণ একটি প্যাকেজ। এখন আপনি যদি কম বাজেটের মত সেরা একটি ক্যামেরার ফোন চুজ করে থাকেন। তাহলে motorola g24 ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে।

কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ইন বাংলাদেশ। আজকের আলোচনার তিন নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো: Samsung Galaxy M14 4G ।

কম দামে সেরা ৩টি স্মার্টফোনSamsung Galaxy M14 4G প্রাইস ইন বাংলাদেশ 

বর্তমান সময়ে আপনি Samsung Galaxy M14 4G তিনটি ফোন অফিশিয়াল এবং আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আন অফিসিয়ালি Samsung Galaxy M14 4G ফোনটি 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অফিসিয়ালি প্রাইস কিছুটা ভিন্ন। অফিসিয়াল Samsung Galaxy M14 4G ফোনটি 4GB Ram and 64 GB ROM নিয়ে 17,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।

তাছাড়াও আপনার বাজেট যদি আরোও একটু বেশি হয়। তাহলে Samsung Galaxy M14 4G ফোনটি 6GB Ram and 128 GB ROM নিয়ে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আনঅফিসিয়াললি মার্কেটে Samsung Galaxy M14 4G ফোনটি 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।

Samsung Galaxy M14 4G ফোনটির অসাধারণ ডিজাইনের জন্য অনেকটাই জনপ্রিয়টা লাভ করেছে। Samsung Galaxy M14 4G ‌ফোনটি অনেকটাই s23 এবং s24 এর ডিজাইনের মতোই লাগে। তাছাড়াও ফোনটিতে ফুল এইচডি প্লাস রেগুলেশন এবং 67 ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy M14 4G ফোনটিতে 90ghz রিফ্রেশ রেট রয়েছে এবং সাথে 394 পিপিআই ডেস্নিটি। যার ফলে আপনি ডিসপ্লে দেখেই ফোনটি পছন্দ করতে পারেন। তাছাড়াও ফোনটিতে Android version 14 রান করেছে এবং আপনি ফোনটিতে চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন।

তাছাড়াও Samsung Galaxy M14 4G ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সনের দুই বছরের আপডেট পাবেন। এছাড়াও Qualcomm snapdragon 680 প্রসেসর রয়েছে। যেটি এই বাজেটের তুলনায় সেরা। কারন Qualcomm snapdragon 680 প্রসেসরটি বেশ খানিকটা অপ্টিমাইজ।

আপনারা যারা মোটামুটি গেমিং করে থাকেন এবং ডে টু টাক্স মাল্টিমিডিয়া কনজুম লেভেলের দুর্দান্ত একটি ফিল পেতে চাচ্ছেন। তাদের জন্য mitti 80 একটি দারুণ চিপসেট। লো বাজেটের ফোনের তুলনায় এই ফোনটি অনেকটাই বেটার।

Samsung Galaxy M14 4G ফোনটিতে ইএফএস 22 এর একটি স্টোরেজ পাবেন এবং সাথে 4X এর RAM । Samsung Galaxy M14 4G ফোনটির ক্যামেরা দিয়ে কথা বলতে গেলে। ফোনটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরার সাথে রয়েছে 2 মেগিলের ডেট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।

Samsung Galaxy M14 4G ফোনটির ক্যামেরা দিয়ে আপনি 60 এফপিএস ভিডিও তৈরি করতে পারবেন। তাছাড়াও ফোনটিতে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এবং 1080 যেটি দিয়ে 60 এফপিএস ভিডিও রেকর্ড করতে পারবেন।

যেটি বর্তমান সময়ে বাজেট অনুযায়ী সবচেয়ে সেরা একটি ফোন। Samsung Galaxy M14 4G ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে 5000 MP battery এবং 25w charger রয়েছে। তবে আনঅফিশিয়ালি Samsung Galaxy M14 4G ফোনটিতে আপনি কোন চার্জার পাবেন না। কিন্তু অফিশিয়াল ফোনে আপনি চার্জার পাবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে কম দামে সেরা ৩টি স্মার্টফোন প্রাইস ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখান থেকে আপনি আপনার পছন্দের যেকোনো একটি বেছে নিতে পারেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Bongovasha (বঙ্গভাষা) ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading