নিউজ ডেস্ক বঙ্গভাষা: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রজনতা জাহিদুল ইসলাম পারভেজ হ/ত্যা/কাণ্ডে আটজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন অভিযুক্তের পরিবার। জাহিদুল ইসলাম পারভেজ জানাজার শেষে হ/ত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত জাহিদুল ইসলাম পারভেজ হ/ত্যার জড়িতদের গ্রেপ্তার করবেন বলে জানিয়েছেন পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার বিকাল ৫.০৭ মিনিটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের এবং জাহিদুল ইসলাম পারভেজকে কয়েকজন মিলে মা/রধোর করছে। আর প্রাণে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছে জাহিদুল ইসলাম পারভেজ। আর তার মাঝেই পারভেজকে ছু/রিকাঘাত করা হয়।
ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আহত পারভেজকে বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকিয়ে গেট বন্ধ করে দেন নিরাপত্তা কর্মীরা এবং পর্যায়ক্রমে ঘটনা স্থল থেকে চলে যান হাম/লাকারীরা। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা মেহেরাজ ইসলাম এবং হৃদয় মিয়াজীসহ ৮ জনের নামে মা/মলা করেন অভিযুক্তদের পরিবার।
পারভেজ হ/ত্যাকা/ন্ডের পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হ/ত্যা/কারীদের সনাক্ত করেছেন। পারভেজের স্বজনরা হ/ত্যার সাথে জড়িতদের সঠিক বিচার চান। এদিকে রবিবার নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে হ/ত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি আরো বলেন এই নির্মম হ/ত্যা/কাণ্ডের পরিকল্পনাকারী, হুকুম দাতা এবং হাম/লাকারী স/ন্ত্রা/সীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পরে জাহিদুল ইসলাম পারভেজের জা/নাযার শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্রদল। তবে এ ঘটনায় পাল্টা অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের বৈষম্য নিন্দা জানিয়ে ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বনানী থানার পুলিশ কর্মকর্তা জানান সিসিটিভি ফুটেজ অনুযায়ী হ/ত্যা/কারীদের গ্রেফতার করার যথাযথ চেষ্টা করছেন তারা।
বনানী থানার পুলিশ কর্মকর্তা আরোও জানান পারভেজ হ/ত্যা/কান্ডে তদন্ত অব্যাহত রয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের সকল চেষ্টা চালাচ্ছেন তারা। তিনি আরোও বলেন আমার থানা থেকে দুইটা টিম কাজ করছে পারভেজ হ/ত্যা/কান্ডের আসামিদের গ্রেফতারের জন্য। তবে পারভেজ হ/ত্যা/কাণ্ডের জিজ্ঞাসার জন্য কয়েকজনকে বনানী থানায় নেওয়া হলেও প্রধান অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে।
তথ্যসূত্রে: Somoy tv