Itel Flip 1 স্মার্ট বাটন ফোন বাংলাদেশের বাজারে ০১ ফেব্রুয়ারি ২০২৫ সালে মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটিতে 4MB RAM, 4MB ROM, 1,200 mAh শক্তিশালী ব্যাটারি এবং USB‑C চার্জিং সাপোর্ট রয়েছে। যে চার্জার ব্যবহার করে আনুমানিক 40 মিনিটের মধ্যে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। ফোনটিতে 32 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
বর্তমান সময়ে Itel Flip 1 স্মার্ট বাটন ফোনটির অফিসিয়াল প্রাইস 3,000 টাকা। স্মার্ট বাটন ফোনটিতে নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে GSM 900/1800- SIM 1 And SIM 2 এবং 2G নেটওয়ার্ক সিস্টেম চালু রয়েছে।
এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা 0.3 MP এবং 2G ও 3G নেটওয়ার্ক সিস্টেম। Itel স্মার্ট বাটন ফোনটিতে ব্লুটুথ, অডিও, ভিডিও, গেমস, এফএম রেডিও এবং মিনি অডিও জ্যাক রয়েছে।
Itel স্মার্ট বাটন ফোনটির ডিসপ্লে সাইজ 2.4 inches ও 3.36 সেন্টিমিটারের ডিসপ্লে। তাছাড়াও ফোনটিতে পেয়ে যাবেন 240×320 pixels রেজুলেশন, Unisoc SC6531E চিপসেট এবং 208 MHz সিপিইউ।
Itel স্মার্ট বাটন ফোনটিতে একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং সাউন্ড সিস্টেম Vibration ও Ringtones রয়েছে। ফোনটি মিডেল চাইনা এবং তিনটি কালারের পেয়ে যাবেন। Black (ব্লাক), Orange (অরেঞ্জ) এবং Blue (ব্লু)।
বাংলাদেশের বাজারে অন্য Itel স্মার্ট বাটন ফোনের তুলনায় এই ফোনটির ফিচারস, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং পারফরম্যান্স অসাধারণ। এখন আপনার বাজেট যদি 3,000 টাকা হয়ে থাকে। তাহলে Itel স্মার্ট বাটন ফোন নিতে পারেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। Itel স্মার্ট বাটন ফোন এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!