ইসলামিক স্ট্যাটাস: ৫০০+ ইসলামিক ফেসবুক ক্যাপশন 2025

ইসলামিক স্ট্যাটাস মানুষের জীবনকে আরো আলোকিত এবং সঠিক পথে পরিচালিত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের বাণী, কোরআন এবং হাদিস থেকে এই ইসলামিক স্ট্যাটাস গুলো বাছাই করা হয়েছে। যেগুলি আমাদের নৈতিকতা, ধর্ম বিশ্বাস এবং সুন্দর জীবন গড়তে সাহায্য করে।

আজকের পোস্টে আমরা আপনাদের সাথে ইসলামিক স্ট্যাটাস নিয়ে আলোচনা করবো। যে ইসলামিক স্ট্যাটাস গুলো পড়ে আপনার জীবন আরো সুন্দর এবং আলোময় হয়ে উঠবে। তাই ইসলামিক স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

ইসলামিক স্ট্যাটাস ও ইসলামিক ফেসবুক ক্যাপশন

আমাদের জীবনকে ইসলামের পথে পরিচালনা করার জন্য ইসলামিক স্ট্যাটাস গুলো অত্যন্ত জরুরী। দুনিয়া এবং আখেরাতে চির সুখে থাকার জন্য অবশ্যই আমাদের ইসলামের নিয়ম কানুন, আল্লাহ ও রাসুলের দেখানোর পথ অবলম্বন করা উচিত। তেমনি মানব জীবনে ইসলামিক স্ট্যাটাস গুলো অত্যন্ত জরুরী।

ইসলামিক স্ট্যাটাসইসলামিক স্ট্যাটাস ১ম খন্ড:

১. আমি একমাত্র আল্লাহর সাক্ষাতের আশায়, মৃত্যুকে ভালোবাসি!

২. আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন।” (সূরা বাকারা: ১৫৩)

৩. সালাত জান্নাতের চাবিকাঠি।

৪. ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।

৫. নিশ্চয়ই নামাজ অসৎ এবং গর্হিত কাছ থেকে আপনাকে বিরত রাখবে।

৬. যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, মহান আল্লাহ তায়ালা সেই ব্যক্তির প্রতিও কৃতজ্ঞ হন না।

৭. নিশ্চয়ই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে কুরআন শিক্ষা দেয়। – (সহিহ বুখারি: ৫০২৭)

৮. সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।

৯. জীবনে কষ্ট পেলে হতাশ হবেন না। কারন আল্লাহ আপনাকে আরোও শক্ত করে তুলতে চান।

১০. “প্রিয় কাবা শরীফ” তোমাকে একদিন ছুঁয়ে দেবো ইনশাআল্লাহ!!

আরোও পড়ুন: ১৫০০+ বাংলা স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৫

১১. পবিত্র কুরআনের মধ্যে রয়েছে আমাদের প্রকৃত কল্যাণ।

১২. জীবনে চলার পথে সত্যবাদী হও, কারণ সত্য ন্যায়ের দিকে পরিচালিত করে। (সহিহ মুসলিম: ২৬০৭)

১৩. যে ব্যক্তি মানুষের উপর দয়া করেন না, মহান আল্লাহ তায়ালা সেই ব্যক্তির উপরও দয়া করেন না। (সহিহ বুখারি: ৬০১৩)

১৪. আমাদের জীবন ক্ষণস্থায়ী, তাই প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর অনুগত্য করুন।

১৫. মানুষের প্রশংসার আশায় নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করুন।

১৬. আপনি সর্বদা সৎ পথে অবলম্বন করুন, কারণ আল্লাহ সত্যবাদীকে ভালোবাসে।

১৭. আল্লাহ যেটা আপনার জন্য উত্তম মনে করেন, সেটা আপনার জন্য সর্বোত্তম।

১৮. একজন মুসলিমের জীবনে সবর এবং নামাজ দুটোই সবচেয়ে বড় শক্তি…!!

১৯. আপনার প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল! (সহিহ বুখারি: ১)

২০. নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। (সূরা আলে ইমরান: ১৯ নং আয়াত)

ইসলামিক স্ট্যাটাস ২য় খন্ড:

২১. তোমরা কখনই সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর মিথ্যাকে কখনো মিথ্যাকে সত্যের সাথে মিশ্রণ করো না এবং সবকিছু জেনে শুনে সত্য গোপন করো না। (আবু বাকার)

২২. যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেন, আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে পুরস্কৃত করেন। (সূরা আশ-শূরা: ৪০)

২৩. তুমি যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাকেও স্মরণ করবে।

২৪. যে ব্যক্তি আল্লাহর উপর সবসময় ভরসা করে, আল্লাহ সেই ব্যক্তির জন্য উত্তম দ্বিগুণ দান করেন।

২৫. যে ব্যক্তি আল্লাহর পথে চলবে, সেই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই সুন্দর হবে! “ইনশাআল্লাহ”

২৬. সর্বদা সত্য কথা বলুন, কারণ আল্লাহ সত্যবাদীকে ভালোবাসেন মিথ্যাবাদীকে নয়।

২৭. সৎ পথে থাকুন, দেরিতে হলেও সফল হবেন ইনশাআল্লাহ।

২৮. দুনিয়ার জীবন মাত্র সফর, আর তার শেষ গন্তব্য হলো জাহান্নাত এবং জাহান্নাম।

২৯. আপনি যদি অন্যের কথা গোপন রাখেন, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আপনার কথা গোপন রাখবে।

৩০. তুমি যদি একজন ভালো মানুষ হতে চাও, তাহলে সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও। হযরত মুহাম্মদ (সা:)

৩১. যে মানুষ অন্য মানুষকে ধোঁকা দেয়, সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়। – (সহিহ মুসলিম: ১০২)

৩২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেন, তোমরা কারুর ব্যাপারে সম্পূর্ণ না জেনে, খারাপ ধারণা রেখো না, এটা সবচেয়ে বড় গুনাহ। (বুখারী-৫১৪৩)

৩৩. তোমরা কৃপণ হতে বেঁচে থাকো, কারণ এটি তোমাদের পূর্ববর্তী জাতিদের ধ্বংস করেছে। (সহিহ মুসলিম: ২৫৭৮)

৩৪. আল্লাহর ধৈর্যশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন। (সূরা আলে ইমরান: ১৪৬)

৩৫. অন্যদের প্রতি দয়া করুন, তাহলে দুনিয়া আপনার প্রতিও দয়া করবেন। – (সুনানে আবু দাউদ: ৪৯৪১)

৩৬. যে ব্যক্তি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চান, আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন। – (সহিহ মুসলিম: ২৭৪৯)

৩৭. অন্যের নামে গীবত করা আর মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা সমান! (সূরা আল-হুজুরাত: ১২)

৩৮. যে ব্যক্তি অন্যের প্রতি সদয় হন, আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে সম্মানিত করেন। (সহিহ মুসলিম: ২৫৮৮)

৩৯. ইসলামে সবচেয়ে উত্তম দান হচ্ছে গোপনে কিছু দান করা। (সুনানে আবু দাউদ: ১৬১০)

৪০. অন্যের প্রতি খারাপ ধারণা করাও অন্যায়। _ হযরত আলী (রা:)

ইসলামিক স্ট্যাটাস ৩য় খন্ড:

৪১. যে ব্যক্তি স্বয়ং আল্লাহর উপর ভরসা করেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ তায়ালাই যথেষ্ট। (সূরা আত-তালাক:৩)

৪২. “সত্যবাদিতা ঈমানের অংশ”..!! (সুনানে আবু দাউদ: ৪৬৯৫)

৪৩. তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি তার স্ত্রীর জন্য উত্তম। (সুনানে তিরমিজি: ৩৮৯৫)

৪৪. তুমি যখন কোন কিছু দান করবে, তখন এমন ভাবে দান করো, যেন তুমি ডান হাত দিয়ে দান করলে, তোমার বাম হাত ও না জানে। – (সহিহ বুখারি: ১৪২১)

৪৫. অল্পতেই আল্লাহর উপর সন্তুষ্টি থাকা জান্নাতের চাবিকাঠি। (সুনানে ইবনে মাজাহ: ৪১০২)

৪৬. যে ব্যক্তি অন্য ব্যক্তিদের কষ্ট দেয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না! (সহিহ বুখারি: ৬০৫৬)

৪৭. নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু! (সূরা আলে ইমরান: ১৩৫)

৪৮. যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। (সহিহ মুসলিম: ১০২)

৪৯. আল্লাহ অহংকারী মানুষদের এবং গর্ব করা মানুষদের পছন্দ করেন না। (সূরা আন-নিসা: ৩৬)

৫০. সর্বপ্রথম সৎকাজে আপনাকে পরিচালনা করুন, এরপর অন্যকে করতে উৎসাহিত করুন।

৫১. যে ব্যক্তি ইসলামের জ্ঞান অবলম্বন করার জন্য পথ ধরে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (সহিহ মুসলিম: ২৬৯৯)

৫২. জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। – (হাদিস)

৫৩. অহংকারীরা জান্নাতে প্রবেশ করবে না। (হাদিস)

৫৪. একজন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যে ব্যক্তির জিহ্বা এবং কথাবার্তা থেকে অন্য মুসলিম নিরাপদে থাকেন।

৫৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে।

৫৬. ইসলাম আমাদের সত্য পথে চলার অনুপ্রেরণা দেয়।

৫৭. কোন ব্যক্তিকে মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করোনা। (সূরা বাকারা-২১১৪)

৫৮. নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল।

৫৯. তোমরা কখনোই পরিপূর্ণ এবাদতকারী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ভাইয়ের জন্য সেই একই জিনিস পছন্দ করো, যেটা তোমার ভাই পছন্দ করে। (সহিহ বুখারি: ১৩)

৬০. মহান রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন ভাবে কথা বল, যাহ মানুষের হৃদয়ে তা দাগ কাটে। (সূরা আহযাব: ৭০)

ইসলামিক স্ট্যাটাস

ইসলামিক স্ট্যাটাস ৪র্থ খন্ড:

৬১. আল্লাহর নিকট প্রিয় হওয়ার সহজ উপায় হচ্ছে সময়মতো এবাদত করা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলা। (সহিহ বুখারি: ৫২৭)

৬২. কাউকে অন্ধ ভেবে অনুসরণ করতে যাবেন না। (সূরা বাকারা-২১৭০)

৬৩. কারোর প্রতিশ্রুতি ভঙ্গ করোনা। (সূরা বাকারা-২১৭৭)

৬৪. ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকুন। (সূরা বাকারা-২১৮৮)

৬৫. কখনো নিজের সীমা লঙ্ঘন করোনা, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ না। (সূরা বাকারা-২১৯০)

৬৬. আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করুন! (সূরা বাকারা-২১৯৫)

৬৭. এতিমের রক্ষণাবেক্ষণ করুন! (সূরা বাকারা-২২৩৩)

৬৮. শিশু সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করান। (সূরা বাকারা-২১৭০)

৬৯. তোমরা তোমাদের রাগকে সব সময় নিয়ন্ত্রণ করো, কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে। – (সহিহ বুখারি: ৬১১৪)

৭০. উত্তম মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা এবং কথাবার্তা থেকে অন্য মুসলিম নিরাপদে থাকেন। (সহিহ বুখারী)

আরোও পড়ুন: ৯৯৯+ শুভ সকাল স্ট্যাটাস

৭১. এতিমের সাথে কখনো খারাপ ব্যবহার করো না।

৭২. আল্লাহ অতি ক্ষমাশীল!

৭৩. সদগুণ দেখে শাসক নির্বাচন করুন! (সূরা বাকারা-২২৪৭)

৭৪. ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোন জোর নেই। (সূরা বাকারা-২২৫৬)

৭৫. প্রতিদিন কামনা করে দানকে নষ্ট করোনা। (সূরা বাকারা-২২৬৪)

৭৬. অন্যের প্রয়োজনে সহযোগিতা করুন! (সূরা বাকারা-২২৭৩)

৭৭. কখনো সুদের সাথে জড়িত হয়ো না! (সূরা বাকারা-২২৭৫)

৭৮. ঋণের বিষয়ে লিখে রাখুন! (সূরা বাকারা-২২৮২)

৭৯. আমানতের খেয়ানত করো না।

৮০. যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করেন, আল্লাহ তাদের সম্পদকে আরোও বৃদ্ধি করে দেন। (সূরা বাকারা: ২৬১)

ইসলামিক স্ট্যাটাস ৫ম খন্ড:

৮১. নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

৮২. সৎ থাকুন!

৮৩. কারোর গোপন তথ্য ফাঁস করো না এবং অন্যকে নিয়ে সমালোচনা করোনা।

৮৪. সমস্ত নবী এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখুন।

৮৫. তোমরা পারস্পারিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়োনা।

৮৬. আমানত রক্ষা করুন।

৮৭. অন্যকে খারাপ বাসায় গালি দিও না।

৮৮. আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করো।

৮৯. পুরুষ এবং নারী উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবেন।

৯০. দান সদকা জীবনের গুনাহ কে মাফ করে দেয়, যেমনি করে পানি আগুনকে নিভিয়ে দেয়। (তিরজিমি)

৯১. সৎ ব্যক্তিকে আল্লাহ ভালবাসে। ‌

৯২. রোজা রাখুন!

৯৩. আল্লাহর এবাদত করুন!

৯৪. মৃত্যু ব্যক্তির সম্পদ তার পরিবারের সদস্যের মধ্যে ভাগাভাগ করুন।

৯৫. সম্পদের মধ্যে নারীদেরও সুনির্দিষ্ট অধিকার রয়েছে।

৯৬. কখনো অনাথদের সম্পদ আত্মসাৎ করো না।

৯৭. আল্লাহকে ভয় পাও।

৯৮. মিথ্যা বলা মহাপাপ।

৯৯. যাদের সাথে রক্তের সম্পর্ক, তাদের সাথে বিয়ে করোনা।

১০০. আল্লাহ যার উত্তম মনে করেন, তাকে দ্বীনের জ্ঞান দান করে। – (সহিহ বুখারি: ৭১)

আশা করি, আজকের পোস্টটি পড়ে। আপনার পছন্দ অনুযায়ী ইসলামিক স্ট্যাটাস এবং ইসলামিক ফেসবুক ক্যাপশন খুঁজে পেয়েছেন। এরকম আরোও ইসলামিক স্ট্যাটাস সহ গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

👉 এক নজরে দেখুন:

  • ইসলামিক স্ট্যাটাস
  • ফেসবুক ইসলামিক স্ট্যাটাস
  • শিক্ষানীয় ইসলামিক স্ট্যাটাস
  • ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস
  • ফেসবুক স্টাইলিশ ইসলামিক স্ট্যাটাস

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading