ইসলামিক ফেসবুক ক্যাপশন গুলো মানুষের হৃদয়কে আরোও নরম এবং ইসলামের পথে চলার অনুপ্রেরণা দেয়। আপনি যদি ফেসবুক, ইউটিউব বা যেকোনো সোশ্যাল মিডিয়ার জন্য জনপ্রিয় ইসলামিক ফেসবুক ক্যাপশন খুঁজে থাকেন তাহলে। আজকের পোস্টটি আপনার জন্য। এই পোস্টে আমরা ২৫০+ ইসলামিক ফেসবুক ক্যাপশন শেয়ার করবো।
ইসলামিক ফেসবুক ক্যাপশন
১. মহান রাব্বুল আলামিন যেমন রাতের পরে দিন আনেন, তেমনি আমাদের জীবনে দুঃখের পরে সুখ দেবেন ইনশাআল্লাহ!
২. “প্রসঙ্গ যখন ধর্ম নিয়ে, তখন আমাদের ইসলাম ধর্মই সেরা”
৩. জীবন সঙ্গী বানালে এমন কাউকে বানান, যে আপনাকে আল্লাহর কথা স্বরণ করে দিবে।
৪. হে মহান আল্লাহ, আমরা ভুল করছি, পাপ করছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন।
৫. আল্লাহ যেমন রাতের পরে দিন দেন, তেমনি দুঃখের পরেই সুখ দিবেন” ইনশাআল্লাহ!
৬. প্রসঙ্গ যখন ধর্ম নিয়ে, তখন ইসলাম ধর্মই শ্রেষ্ঠ!
৭. সৌন্দর্যের আলাদা কোনো রং হয় না, আল্লাহর প্রতিটি সৃষ্টিই সুন্দর।
৮. প্রকাশ করতে না পারলে, চুপচাপ কেঁদে নিন, কারন আল্লাহ আপনার মনের কথা সব জানেন!
৯. প্রাপ্ত বয়স্ক হলে আপনার সন্তানকে বিয়ে দিন, কারন মানুষ যখন হালাল জিনিস না পায়, তখন হালাল জীনিস খেতে শুরু করে।
১০. মানুষের সৌন্দর্যের আলাদা কোন রং নেই, কারণ আল্লাহ তায়ালার প্রত্যেকটি সৃষ্টি সুন্দর।
১১. এমন কাউকে জীবন সঙ্গী বানিয়ো না, যে শুধুমাত্র তোমার দোষগুণ বনে রাখবে, আর গুনগুলো ভূলে যাবে।
১২. যে ব্যাক্তি মনে প্রাণে আল্লাহর উপর সর্বদা বিশ্বাস রাখেন, আল্লাহর তাকে কখনো নিরাশ করে না!
১৩. তওবা করতে কখনো লজ্জা পেয়ো না, কারন তোমার গোনাহের থেকে আল্লাহর দয়া অনেক অনেক বড়_ সুবহানাল্লাহ!
১৪. _ঙ্গানী হয়, কিন্তু অহংকারী হয়ো না!!
১৫. আল্লাহর ইবাদাত করো, তবে লোক দেখানো ইবাদাত করো না।
১৬. “আল্লাহর তায়ালার বলেন” _ তোমরা দুষ্টুমি করেও মিথ্যা কথা বলো না!
১৭. আপনার যতটুকু আছে, সেটা হয়তো অনেকের কাছে স্বপ্ন, তাই আপনার যা আছে, সেটা নিয়ে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করুন! _ আলহামদুলিল্লাহ”
১৮. _ সবচেয়ে ঙ্গানী হলেন, মা আয়েশা (রা), আর সবচেয়ে পর্দা শীল হলেন মা ফাতেরা (রা), সুবহানাল্লাহ!
১৯. “হে আল্লাহ” আমাকে কখনো নিজের ইচ্ছামত চলতে দিও না, বরং তোমার গোলাম হয়ে আজীবন থাকতে দিও।
২০. ধৈর্য রাখুন মহান আল্লাহর উপরে, সবাই আপনাকে ঠকালেও তিনি আপনাকে কখনো ঠকাবেন না।
ইসলামিক ফেসবুক ক্যাপশন ২য় খন্ড
২১. কখনো নিরাশ হবেন না, _ আল্লাহ আপনার সাথে আছে ইনশাআল্লাহ!
২২. নিজের সন্তানকে সবসময় উত্তম ব্যবহার শেখান, কারন এটি গরিবের শস্য দানা করার থেকেও উত্তম_ মুসলিম
২৩. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেন “ সবচেয়ে ভালো কাজ হচ্ছে: ক্ষুধার্ত ব্যাক্তিকে খাবার খাওয়ানো” [ হাদিস বুখারী – ১২]
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
২৪. আল্লাহ নসিবে হয়তো অনেক কিছু রেখেছেন, সময় হলে সবচেয়ে পেয়ে যাবো_ ইনশাআল্লাহ
২৫. কখনো কখনো আল্লাহ আমাদের দুঃখ-কষ্ট দেন, যেন আমরা তাকে স্মরণ করি।
২৬. সময় পেলে কবরস্থানে গিয়ে ঘুরে আসুন, আপনার সব অহংকার মাটির সঙ্গে মিশে যাবে।
২৭. ধ্বংস সেই ব্যক্তির জন্য, যারা আজকের দিনটা, গতকালের থেকে উত্তম হলো না। _ আল কুরআন।
২৮. মানুষ তার গুনাহের কারণে, তার রিজিকের থেকে বঞ্চিত হয়। ইবনে হিব্বান-৮৭২
২৯. নিকৃষ্ট পাপী সেই ব্যক্তি, যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে।
৩০. কোন কথা প্রকাশ করতে না পারলে, চুপচাপ কান্না করে নিন, কারণ আল্লাহ আপনার মনের সকল কথা জানেন, তিনি অন্তর্যামী।
৩১. কম কথা বলুন, সর্বদা নিজের ঘরে থাকুক এবং আল্লাহর কাছে গোনাহের জন্য পানহা চান। এটাই নাজাতের পথ।
৩২. নিশ্চয়ই একদিন আলহামদুলিল্লাহ তে পূর্ণ হবে আপনার স্বপ্নগুলো।
৩৩. এই পৃথিবীতে সবচেয়ে মধুর সুর হচ্ছে আজান, সবচেয়ে ভালো গ্রন্থ আল কুরআন এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম আল ইসলাম।
৩৪. শীতকালের অজু, গরমকালের রোজা এবং যৌবনকালের এবাদাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
৩৫. প্রত্যেকটি মানুষ তার কাজের ফল পাবে, যেটা সে নিয়্যত করেছেন। _ বুখারী।
৩৬. আল্লাহ আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন! আমীন।
৩৭. আমরা প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড সময় শ্বাস নেই! এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।
৩৮. তুমি যদি কখনো অপমান বোধ কর, তাহলে সেটা অন্যজনকে বুঝতে দিওনা!
৩৯. _ সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার, অধিক মূল্য নয়!
৪০. যারা প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের উপর সবসময় আল্লাহর রহমত থাকে।
ইসলামিক ফেসবুক ক্যাপশন ৩য় খন্ড
৪১. কুরআনের দেখানো পথে চললে কখনো বিপথগামী হবেন না। ইনশাআল্লাহ!
৪২. আযান দিলে নামাজ পড়তে মসজিদে যান, হয়তো আল্লাহ আপনাকে শেষবারের মতো ডাক দিয়েছেন।
৪৩. _ যদি জীবনে সর্বোত্তম আসন পেতে চাও, তাহলে শূন্য থেকে শুরু করুন।
৪৪. যখন তোমাকে কেউ বুঝবে না, তখন সিজদায় মাথা রাখুন, কারন আল্লাহর আপনার প্রত্যেকটি না বলা কথা জানেন।
৪৫. দুনিয়ার কারো কাছে নিজের দুঃখ প্রকাশ না করে আল্লাহর কাছে করুন, কারণ আল্লাহ আপনার মনের কথা সব জানেন!
৪৬. যখন জীবন কঠিন হয়ে যাবে, তখন একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনই আপনার ক্ষমতার বাহিরে কিছু দেবেন না।
৪৭. একদিন আপনিও বুঝবেন, আল্লাহ যা দিয়েছেন সেটি আপনার ভালোর জন্যই দিয়েছেন।
৪৮. আপনার চোখের পানি মানুষ না দেখলেও স্বয়ং আল্লাহ দেখেন, তিনি আপনার জন্য জান্নাত তৈরি করছেন। ইনশাআল্লাহ!
৪৯. এমন চরিত্রের কাউকে বিশ্বাস করো না, যে ব্যক্তি রাগের সময় নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহ!
৫০. ডান চোখ থেকে বাম চোখের যতটা দূরত্ব, মৃত তার থেকেও নিকটে। _ হযরত মুহাম্মদ (সাঃ)।
৫১. যে জ্ঞান অর্জনের জন্য বাসা থেকে বের হয়, সে যেন আল্লাহর পথে বের হয়। তিরমিযী!
৫২. অহংকার ছাড়া মানুষ ফুলের চেয়ে পবিত্র এবং সুন্দর!
৫৩. সমস্যা সবার জীবনে থাকে, সবচেয়ে তারাই ভাগ্যবান, তারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখে।
৫৪. পাপ মানুষের জ্ঞান কেড়ে নেয়!
৫৫. _অপেক্ষা হোক শুধুমাত্র আযানের জন্য, ভালোবাসা হোক শুধু মাত্র নামাজের জন্য!
৫৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্ৰাস করো না। সুরা নিসা-৪:২৯
৫৭. অন্যের সাথে সবসময় ভালো আচরণ করো।
৫৮. কারোর উপর রাগান্বিত হবেন না এবং নিজেও অন্যের রাগের কারণ হবেন না!
৫৯. যদি তুমি অন্ধকারকে ভয় পাও, তাহলে কুরআন পড়, কারণ কোরআনই তোমাকে আলোর পথ দেখাবে।
৬০. তুমি ফিরে যাও আল্লাহর পথে, ইনশাল্লাহ সৌভাগ্য ফিরে আসবে তোমার দিকে।
ইসলামিক ফেসবুক ক্যাপশন ৪র্থ খন্ড
৬১. “অত্যাচারী/স্বৈরশাসক বা জালিম শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ’ _ তীরমিযী
৬২. যে ব্যক্তি আল্লাহর জন্য কোন খারাপ কাজ ছেড়ে দেন, আল্লাহ সেই ব্যক্তির জন্য উত্তম কিছু দান করেন। _ মুসনাদ আহমাদ!
৬৩. নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ।
৬৪. নিজে কর্পণ্য করো না এবং অন্যকে কর্পণ্যের শিক্ষা প্রদান করো না। সুরা নিসা-৪:৩৭
৬৫. বিদ্বেষী হয়ো না! সুরা নিসা-৪:৫৪
৬৬. মানুষের সাথে খারাপ ব্যবহার করো না!
৬৭. তোমার একে অপরকে হত্যা করো না! সুরা নিসা-৪:৯২
৬৮. বিশ্বাস ভঙ্গকারীর সাথে তোমরা তর্ক কর না।
৬৯. মিথ্যা থেকে সর্বদা দূরে থেকো, কারণ মিথ্যা মানুষের চেহারাকে কালো করে দেয়। হযরত মুহাম্মদ (সাঃ)।
৭০. সত্যিকারের বন্ধুরা জান্নাতে গিয়েও একে অপরের প্রতিবেশী হতে চাই।
৭১. পুরো পৃথিবীর পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু আপনার অনুতপ্তের দুফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে ইনশাআল্লাহ!
৭২. নিজেকে পরিবর্তন করুন শুধুমাত্র আল্লাহর জন্য….!!
৭৩. আপনার কাছে যতটুকু আছে তাই নিয়ে শুকরিয়া আদায় করুন! “আলহামদুলিল্লাহ”
৭৪. পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে সিজদাহ!
৭৫. আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি সে, যে সময় মতো সালাত আদায় করে।
৭৬. মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থেকো, কারণ মৃত্যু তোমার অতি নিকটে।
৭৭. মানুষের মধ্যে অক্ষম সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না।
৭৮. রাখ মানুষের ঈমান নষ্ট করে, ঈমান মানুষের নেক আমল নষ্ট করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।
৭৯. তুমি জান্নাতে চেওনা, দুনিয়াতে তুমি এমন কাজ করো যাতে জান্নাত তোমাকে চাই। হযরত মুহাম্মদ (সাঃ)
৮০. পৃথিবীতে সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে মানুষটি দ্বারা পৃথিবীতে সৃষ্টি কুলের উপকার হয়! _ বুখারী।
ইসলামিক ফেসবুক ক্যাপশন ৫ম খন্ড
৮১. সহিষ্ণুতা হলো ঈমানের একটি অংশ। মুসলিম।
৮২. যত বড় বিপাদ হোক না কেন, সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট!
৮৩. পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের নিয়ে সমালোচনা করা।
৮৪. যে মেয়ে মাথায় কাপড় ছাড়া ঘুরে বেড়াবে, কিয়ামতের দিন এক একটা চুল একটা একটা সাপ হয়ে কামড়াবে।
৮৫. দুনিয়াতে যে শত বিপদে পড়েও নামাজ ছাড়িনি, কেয়ামতের দিন শত বিপদেব নামাজ তাকে ছাড়বে না। ইনশাআল্লাহ!
৮৬. যার জীবনে দুঃখ বেশি, তার উপর আল্লাহর রহমত বেশি!
৮৭. আমরা বলি আমাদের পাপ বেশি, কিন্তু আল্লাহ তওবা কারীকে বেশি ভালোবাসেন।
৮৮. বাবার চেয়ে দায়িত্ববান আর কেউ হয় না, তেমনি মায়ের সে যত্নশীল আর কেউ হয় না।
৮৯. মৃত্যুর স্মরণই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা! (জামে তিরমিজী)
৯০. “ দয়া বিশ্বাসের একটি চিহ্ন, যে ব্যক্তির দয়া নেই, সেই ব্যক্তির বিশ্বাস এবং ঈমান নেই। _মুসলিম
৯১. জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই, তেমনই কোরআনের সব আছে মিথ্যা নেই।
আরোও পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলি সেরা ৫ অ্যাপস 2025
৯২. চক্ষু নিয়ন্ত্রণ করা ছাড়া, পাপ নিয়ন্ত্রণ করা অসম্ভব। ইমাম গাজ্জালী (রহঃ)।
৯৩. স্টাইল অবশ্যই থাকা উচিত, সেটি পোশাকে নয় চরিত্রে!
৯৪. নামাজের প্রথম কাতারে যদি কোন ফকিরও বসে। তাহলে তাকে বোঝানোর ক্ষমতা রাজার ও নেই। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য।
৯৫. _ছিড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায়” ফিরে আসুন আপনার রবের ভালবাসায়।
৯৬. যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাকে কখনো ঠকায় না।
৯৭. যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তাকে কখনো ঠকানো। হযরত উমর (রাঃ)
৯৮. কথাবার্তা বলার পরিমাণ খাবারের লবণের মতো করা উচিত, পরিমিত হলে রুচিকর এবং অপরিমিত হলে ক্ষতিকর!
৯৯. ফজরের নামাজ মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এবং জোহরের নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে!
১০০. আসরের নামাজ মানুষকে সুস্থতা দান করে এবং মাগরিবের নামাজ মানুষকে চিন্তা মুক্ত করে।
ইসলামিক ফেসবুক ক্যাপশন ৬ষ্ঠ খন্ড
১০১. “এশার নামাজ মানুষের শান্তির ঘুম আনে!
১০২. তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যার ব্যবহার এবং আচার-আচরণ ভালো। _ বুখারী।
১০৩. নিচু ব্যক্তির প্রদান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য”! হযরত আলী (রাঃ)
১০৪. মৃত্যুর পরে দুনিয়ার কোন সার্টিফিকেট কাজে আসবে না, কাজে আসবে শুধু কোরআনের সার্টিফিকেট।
১০৫. ব্যস্ত জীবন প্রার্থনা কে কঠিন করে, আর প্রার্থনা বাস্তবে জীবনকে সহজ করে।
১০৬. দোয়া আপনার নেক স্বপ্নকে পূরণ করতে ক্ষমতা রাখে।
১০৭. স্বয়ং আল্লাহ যাকে পথ দেখান, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই!
১০৮. হিংসা মানুষকে সেই ভাবে ধ্বংস করে, যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে!
১০৯. মোনাজাতে ঝরে যাওয়া চোখের পানি কখনো বিফলে যায় না!
১১০. যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, তার থেকে বড় বিচারক আর কেউ নেই। হযরত আলী (রাঃ)
আশা করি, আজকের পোস্টটি পড়ে আপনার পছন্দ অনুযায়ী ইসলামিক ফেসবুক ক্যাপশন খুঁজে পেয়েছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
👉এক নজরে দেখুন:
- ইসলামিক ফেসবুক ক্যাপশন
- বাংলা ইসলামিক ফেসবুক ক্যাপশন
- ইমোশনাল ইসলামিক ফেসবুক ক্যাপশন
- শিক্ষানীয় ইসলামিক ফেসবুক ক্যাপশন
- কষ্টের ইসলামিক ফেসবুক ক্যাপশন
- ইসলামিক ফেসবুক ক্যাপশন
সাম্প্রতিক পোস্ট: