ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট চেক, ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার, ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম, ইসলামী ব্যাংক একাউন্ট অ্যাপস, ইসলামী ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট, ইসলামী ব্যাংক একাউন্ট ট্রান্সফার করার নিয়ম, সেলফিন দিয়ে ইসলামিক ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম, ইসলামী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনার নিয়ম এবং
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট করার সুবিধা অসুবিধা সকল বিষয় থাকতে আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে সেলফিন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে ইসলামী ব্যাংক সেলফিন একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Play store অ্যাপসটি ওপেন করুন এবং সার্চ অপশনে Cellfin লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা সেলফিন অ্যাপসটি ইন্সটল করুন।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার জন্য সেলফিন অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি register অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Bangladesh এবং
- Abroad
বর্তমান সময়ে আপনি বাংলাদেশ এবং বিদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন আপনি আপনার দেশটি সিলেক্ট করুন। তাহলে নাচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: National I’d এবং Bank Account। এখানে আপনি দুইভাবে সেলফিন একাউন্ট তৈরি করতে পারবেন। এখন আপনার যদি আগে থেকে ব্যাংক একাউন্ট তৈরি করা থাকে। তাহলে Bank Account মাধ্যমে সেলফিন একাউন্ট তৈরি করতে পারবেন।
আর আপনার যদি ব্যাংক একাউন্ট তৈরি করা না থাকে। তাহলে National I’d ব্যবহার করে সেলফিন একাউন্ট তৈরি করতে পারবেন। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি ন্যাশনাল আইডি কার্ডে ব্যবহার করে সেলফিন অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। তাহলে National I’d অপশন সিলেক্ট করুন। এখন পরবর্তী অপশনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন প্রথমে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখুন। তারপর উপর থেকে আপনার মোবাইল নাম্বারের অপারেটর সিলেক্ট করে একটি 6 ডিজিটের সেলফিন পাসওয়ার্ড লিখুন। তারপর নিচে থেকে “register” লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিন এবং Submit অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: ১০ মিনিটে ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন নিন ২০২৫
এখন লগইন অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেলফিন লগইন অপশনে ক্লিক করুন। তাহলে আবারোও আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি আপলোড করতে হবে।
এখন national ID front অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং আপনার মোবাইল ক্যামেরাটি অটোমেটিক অন হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার জাতীয় পরিচয় পত্রের ফ্রন্ট ছবি তুলুন এবং টিক চিহ্নে ক্লিক করুন। তারপর একইভাবে national ID back অপশনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয় পত্রের ব্যাক পাঠের ছবি তুলুন। তারপর Confirm Upload অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী সেখানে থাকা ফরমটি পূরণ হয়ে যাবে। এখানে আপনাকে Present Address দিতে হবে। তাহলে আপনার প্রেজেন্ট এড্রেস অনুযায়ী সেখানে থাকা অপশন গুলো পূরণ করুন। তারপর নিচে থেকে আপনার পেশাটি সিলেক্ট করুন। কারণ আপনার পেশার উপর নির্ভর করবে আপনি কত টাকা ট্রানজেকশন করতে পারবেন। এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে আপনার ছবি আপলোড করতে হবে। এখন Open Camera অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন আপনার স্পষ্ট একটি ছবি তুলুন এবং Confirm Upload অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার একাউন্টের প্রোফাইলের তথ্য আপলোড করতে হবে।
তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নাম লিখুন। তারপর নিচে থেকে Email Address এবং Referrer Mobile Numberটি লিখে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে You have successful…. Cellfin লেখাটি চলে আসবে। তাহলে বুঝবেন আপনার সেলফিন একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। এখন আপনার সেলফিন একাউন্টটি এক্টিভ হতে 24 ঘন্টা থেকে 7 দিনের মতো সময় লাগতে পারে।
এখন আপনাকে সেলফিন একাউন্ট ক্রিয়েট করার পর 24 ঘন্টা থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। তাহলে আপনার সেলফিন একাউন্টটি একটিভ হয়ে যাবে। আর সাত দিনের পরেও যদি আপনার সেলফিন একাউন্টটি এক্টিভ না হয় এবং আপনার মোবাইল নাম্বারে কোন এসএমএস না আসে। তাহলে আপনি যে নাম্বার ব্যবহার করে সেলফিন একাউন্ট তৈরি করেছেন। সেই নাম্বার দিয়ে 16259 নাম্বারে ফোন করতে হবে এবং আপনার সমস্যাটি তুলে ধরতে হবে।
তাহলে তারা আপনার তথ্য গুলো যাচাই করে দেখবে এবং আপনার সেলফিন অ্যাকাউন্টটি এক্টিভ করে দিবে। এখন আপনার সেলফিন অ্যাকাউন্ট এক্টিভ হওয়ার পরে আপনি ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলুন
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সেলফিন একাউন্টে প্রবেশ করুন। তাহলে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি Open Account অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনি কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেটি দেখতে পাবেন।
এখন আপনি যে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাচ্ছেন। সেই ক্যাটাগরি সিলেক্ট করুন। তাহলে আপনার একাউন্ট খোলার প্রাথমিক দাম সম্পূর্ণ হবে। এখন আপনাকে চূড়ান্তভাবে একটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য পরবর্তী ধাপটি অনুসরণ করতে হবে।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে
আপনি যদি ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চান। তাহলে আপনাকে নিম্নের ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে। যেমন:
- আপনার পাঁচ ফুট সাইজের দুই কপি ছবি
- আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি
- নমিনির পাঁচ ফুট সাইজের ১কপি ছবি
- নমিনির ১ কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং
- ইউটিলিটি বিল। যেমন: বিদ্যুৎ/গ্যাস/পানি ফটোকপি
- ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক
ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome browser ওপেন করুন এবং সার্চ অপশনে help desk islami bank লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।
এখন পরবর্তী অপশনে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আপনার যে মোবাইল নাম্বারে ইসলামী ব্যাংক একাউন্ট যুক্ত করা রয়েছে। সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন এবং নিচের ক্যাপচাটি বসিয়ে Proceed লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Check Account balance
- Show account statement
- Check card balance
- Show card statement এবং
- Issues ATM transaction dispute ইত্যাদি
ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য “Check Account balance” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল ফোনের 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে Proceed লেখাটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার ইসলামী ব্যাংক একাউন্টের নাম্বার এবং আপনার নাম দেখতে পাবেন। এখন আপনি আপনার একাউন্টের নাম্বারের উপর ক্লিক করুন। তাহলে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি দেখতে পাবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার
ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার এটি দিয়ে আপনি যদি ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার বুঝিয়ে থাকেন। তাহলে সেটা হবে ডট ডট ডট ডট। আর আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সম্পর্কে জানতে চান।
অর্থাৎ ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার কয়টি এবং কোন ডিজিট দ্বারা এটি শুরু হয় ইত্যাদি। তাহলে নিম্নে বর্ণনা দেওয়া হলো। সাধারণত, ইসলামী ব্যাংকের একাউন্ট নাম্বার ১৭ ডিজিটের হয়ে থাকে। এটি একটি ইউনিক কোড যা প্রতিটি গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং এর প্রথম চারটি সংখ্যা ২০৫০ দ্বারা শুরু হয়।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
পরবর্তী তিনটি সংখ্যা অ্যাকাউন্ট হোল্ডারের শাখা কোড দ্বারা তৈরি করা হয় এবং পরবর্তী দুটি সংখ্যা ধারা অ্যাকাউন্টের ধরন নির্ণয় করা হয়। সর্বশেষ ৮টি সংখ্যা গ্রাহকের নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার হিসেবে কাজ করে। যেটি একজন গ্রাহকের অ্যাকাউন্ট নিরাপত্তা লেনদেন ও অন্যান্য কাজের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ 2050 603 02 00967321।
যেভাবে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার জানবেন
সাধারণত, একজন গ্রাহক চাইলে বিভিন্ন উপায়ে তার ইসলামী ব্যাংক একাউন্টের নাম্বার জানতে পারেন। তার মধ্যে অন্যতম কয়েকটি উপায় হলো:
- চেক বই বা পাসবুক
- ইসলামী ব্যাংক সেলফোন মোবাইল অ্যাপ
- এসএমএস সার্ভিস এবং
- অথবা আপনি চাইলে সরাসরি ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা থেকে আপনার ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার জানতে পারবেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফরম ডাউনলোড
আপনি যদি সরাসরি ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে ইসলামী ব্যাংকের একাউন্ট খুলতে চান। তাহলে আপনাকে নিম্নের ফর্মটি সঠিকভাবে পূরণ করে ইসলামী ব্যাংক শাখায় জমা করতে হবে। এখন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে islamiBankbd.com লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ইসলামী ব্যাংকের মেইন ওয়েবসাইট থেকে ফরমটি ডাউনলোড করুন।
ব্যক্তিগত সহায়তা প্রয়োজনে যোগাযোগ
আপনার যদি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সময় আরোও সহায়তা প্রয়োজন হয়। তাহলে নিম্নের মাধ্যম গুলোর সাহায্যে আপনি ইসলামী ব্যাংকে যোগাযোগ করতে পারবেন।
ইসলামী ব্যাংক কল সেন্টার নাম্বার
আপনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করতে সরাসরি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল করে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। বাংলাদেশ থেকে 16259নাম্বারে ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারবেন এবং বিদেশ থেকে +88028331090 নাম্বারে ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারবেন।
তাছাড়াও আপনি চাইলে ইসলামী ব্যাংকের ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইমেইল এড্রেস: [email protected]
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট করার সুবিধা
- আধুনিক সার্ভিস
- ডিভাইস সিকুরিটি সিস্টেম
- ইন্টারনেট ব্যাংকিং
- মোবাইল ব্যাংকিং
- এটিএম/ডেবিট কার্ড
- ৭/২৪ এসএমএস ও কল সাপোর্ট
- বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সুবিধা এবং
- বিশ্বস্ত ব্যাংক
ইসলামী ব্যাংক একাউন্ট অসুবিধা
- ডুয়েল কারেন্সি পরিষেবা দুর্বলতা
- ডিভাইস সিকিউরিটি সিস্টেমের হয়রানি
- অনলাইন পরিষেবার সীমিত তা
- সেবা পেতে বিলম্ব এবং
- লেনদেনের সীমাবদ্ধতা
আশা করি, আজকের পোস্টটি পড়ে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!