iPhone ব্যবহারকারীদের জন্য সুখবর! 18% ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে iPhone 16 Pro Max। দীর্ঘমেয়াদি ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স, উন্নত মানের ক্যামেরার কারণে ফোনটি ইতোমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সীমিত সময়ের অফারে iPhone 16 Pro Max কেনার সুযোগটি নিঃসন্দেহে আপনার জন্য দারুণ খবর।
iPhone 16 Pro Max স্পেসিফিকেশন:
- RAM: 8 GB
- ROM: 256 GB
- Battery: Li-Ion 4685mAh
- Display: 6.9”1320x2868p
- Camera: 48MP+48MP+12MP, 12MP
- Official Price: 2,05,000, 2,36,999 এবং 2,95,999 টাকা
নিউজ ডেস্ক: বর্তমানে 18% ডিসকাউন্ট অফারে পাওয়া যাচ্ছে iPhone 16 Pro Max স্মার্ট ফোন। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 20 September 2024 সালে। ফোনটির মডেল iPhone 16 Pro Max, ডেলিভারি টাইম স্মার্ট ফোন ও স্ট্যাটাস অ্যাভেলেবেল।
iPhone 16 Pro Max ফোনটির তৈরিকৃত দেশ (US) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফোনটির ওজন 227 গ্ৰাম। iPhoneটি মার্কেটে White Titanium, Black Titanium, Desert Titanium এবং Natural Titanium কালারের প্রকাশ পেয়েছে।
18% ডিসকাউন্ট অফারে iPhone 16 Pro Maxফোনটির অফিসিয়াল প্রাইস 2,05,000 টাকা এবং আনঅফিসিয়াল প্রাইস 1,52,000 টাকা। এছাড়াও ফোনটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন:
- iPhone 16 Pro Max 256GB SG প্রাইস 2,05,000 টাকা
- iPhone 16 Pro Max 512GB SG প্রাইস 2,36,999 টাকা এবং
- iPhone 16 Pro Max 1TB SG প্রাইস 2,95,999 টাকা
iPhoneটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে iOS, অপারেটিং ভার্সন v18, Apple GPU (6-core graphics) জিপিইউ এবং Apple A18 Pro শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে।
iPhoneটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে LTPO Super Retina XDR OLED 6.9 inches ডিসপ্লে এবং ডিসপ্লের সাইজ 116.3 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিনকে প্রোটেকশন দেওয়া জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস (২০২৪ জেনারেশন)। যেটি ফোনটির স্ক্রিনকে যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করে।
ফোনটিতে 1320×2864 px (FHD+) রেজুলেশন, 120 Hz রিফ্রেশ রেট এবং 2000 nits ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা রয়েছে। এছাড়াও টার্চ স্কীনে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন এবং মাল্টি-টাচের সুবিধা।
iPhoneটিতে Triple 48 MP Wide Angle, Primary Camera, 48 MP Ultra-Wide Angle Camera এবং 12 MP Telephoto Camera প্রাইমারি ক্যামেরার সেন্সর রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরার সাহায্যে 120 fps, 240 fps_ 3840×2160, 1920×1080 ভিডিও তৈরির সুবিধা রয়েছে।
ফোনটির প্রধান ক্যামেরার মাধ্যমে 8000×6000 Pixels ফটোশুট, ডুয়াল পিক্সেল ফেজ ডিটেকশন অটোফোকাস, 5x অপটিক্যাল জুম এবং Dual-color LED Flash ইত্যাদির সুবিধা রয়েছে।
এছাড়াও ফোনটির প্রধান ক্যামেরার ফিচার হিসেবে থাকছে অটো ফ্ল্যাশ, অডিও জুম, স্লো-মোশন, ভিডিও এইচডিআর, অ্যাপল প্রোআরএডব্লিউ,স্টেরিও রেকর্ডিং, ম্যাক্রো ভিডিও, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, নাইট টাইম-ল্যাপস, অ্যাকশন মোড এবং প্রোআরএস ভিডিও।
iPhone 16 Pro Max ফোনটিতে 12 MP Wide Angle, Primary Camera সেন্সর, অটোফ্ল্যাশ, ফ্ল্যাশ এবং 60 fps, 120 fps_ 3840×2160, 1920×1080 রেজুলেশনের ভিডিও তৈরীর সুবিধা পাবেন।
ফোনটির সামনের অংশ কাচ (Corning-made glass), পেছনের অংশ (কর্নিং-তৈরি কাচ) (Corning-made glass) এবং পিছনে টাইটানিয়াম কাচের ফ্রেম (গ্রেড ৫) titanium frame (grade 5) ব্যবহার করা হয়েছে।
ফোনটির Height (দৈর্ঘ্য) 163 mm, Width (প্রস্থ) 77.6 mm এবং Thickness (বেধ) 8.3 mm। এছাড়াও ফোনটির আইপি রেটিং IP68, ধুলো প্রতিরোধী এবং জল প্রতিরোধী ক্ষমতা (৩০ মিনিটের জন্য ৬ মিটার পর্যন্ত)।
ফোনটিতে রয়েছে Li-Ion (Lithium Ion) 4685 mAh ব্যাটারি ব্যাকআপ ও ২৫ ওয়াট ওয়্যারলেস, কুইক চার্জিং ২০ ওয়্যার্ড, রিভার্স চার্জিং ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড এবং USB Type-C 3.2 Gen 2 ইউএসবি টাইপ-সি ব্যবস্থা।
iPhone 16 Pro Max ফোনটিতে সিক্রুটি হিসেবে থাকছে Face Unlock এবং লাইট সেন্সরে রয়েছে Light sensor, Gyroscope, Accelerometer, Proximity sensor এবং Compass।
ফোনটিতে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, লাউডস্পিকার, ডুয়াল সিম, VoLTE, HSPA, LTE, 5G, EV-DO Rev.A 3.1 Mbps_ স্পীডের সুবিধা, EDGE, Bluetooth v5.3, GPS, ওয়াই-ফাই হটস্পট এবং Audio Jack ইত্যাদির সুবিধা।
তথ্যসূত্রে: Mobiledokan

