8000mAh+18W ব্যাটারি 8GB RAM Infinix XPad Edge প্রত্যাশিত দাম কত? 

ট্যাবলেট কিনতে গেলে সবার আগে যে প্রশ্নটি মাথায় আসে। সেটি হচ্ছে: ট্যাবলেটির পারফরম্যান্স কেমন হবে এবং প্রাইসটা কি বাজেটের মধ্যে?

Infinix XPad Edge ট্যাবলেট সেই প্রশ্নের উত্তরে সামনে এসেছে শক্তিশালী 8000mAh ব্যাটারি, দ্রুত চার্জিং এবং স্মুথ মাল্টিটাস্কের জন্য 8GB RAM নিয়ে। আপনারা যারা পড়াশোনা, অফিস কাজ, ইউটিউব-নেটফ্লিক্স দেখা বা গেমিং সবকিছু একসাথে করতে চান।

তাদের জন্য Infinix XPad Edge ট্যাবলেট হতে পারে বাজেট-ফ্রেন্ডলি একটি আকর্ষণীয় ডিভাইস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাবলেটটির প্রত্যাশিত মূল্য কত হতে পারে? চলুন এক নজর Infinix XPad Edge ট্যাবলেট দেখে নেওয়া যাক।

Infinix XPad Edge স্পেসিফিকেশন: 

  • Battery: 8000mAh
  • Charging: 18W
  • RAM: 8GB
  • ROM: 256GB
  • Camera: 8MP+1080p
  • Display: 13.2 inches

নিউজ ডেস্ক বঙ্গভাষা: সাম্প্রতিক বাংলাদেশের বাজারে ইনফিনিক্স কোম্পানির আরেকটি ট্যাবলেট মার্কেটে লঞ্চ হতে চলেছে। ট্যাবলেটটি হচ্ছে: Infinix XPad Edge।

এখনো পর্যন্ত Infinix XPad Edge ট্যাবলেটির Release Date এবং প্রাইস প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা যায় খুব শীঘ্রই ট্যাবলেটির প্রাইস এবং Release Date সম্পর্কে জানা যাবে।

Infinix XPad Edge ট্যাবলেটির তৈরিকৃত দেশ China এবং ট্যাবলেটটি Celestial Ink কালারের পেয়ে যাবেন। এই ট্যাবলেটটিতে 13.2 inches IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

এছাড়াও ট্যাবলেটটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেট, 1200×1920 pixels রেজুলেশন, 16:10 ratio, Android 15 ভার্সন এবং Qualcomm Snapdragon 685 শক্তিশালী চিপসেট।

Infinix XPad Edge ট্যাবলেটটির ওজন 588 গ্ৰাম। Infinix XPad Edge ট্যাবলেটটি 8GB+256GB ROM নিয়ে এ মার্কেটে প্রকাশ হতে চলেছে।

এই ট্যাবলেটটিতে মেমোরি স্লট হিসেবে থাকছে microSDXC (dedicated slot)।‌ তবে ট্যাবলেটটিতে আপনি কোন সিম কার্ড ব্যবহার করতে পারবেন না।

এছাড়াও ট্যাবলেটটিতে প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে 8MP Main Camera ও 8MP Selfie Camera। প্রধান ক্যামেরার সাহায্যে 1080p@30fps ভিডিও তৈরি এবং LED flash, panorama ফিচার রয়েছে।

Infinix XPad Edge ট্যাবলেটটির সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করার সুবিধা রয়েছে। এই ট্যাবলেটটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 18W চার্জার রয়েছে।

এছাড়াও ট্যাবলেটটিতে নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G, 3G, 4G নেটওয়ার্ক, HSPA, LTE স্পীড, Wi-Fi 802, FM radio, Bluetooth এবং GPS কানেক্টিভিটি।

আশা করি, Infinix XPad Edge ট্যাবলেটটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ট্যাবলেটটির প্রত্যাশিত দাম ও Release Date সম্পর্কে জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে।

তথ্য সুত্রে: Mobiledokan

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading