5160mAh ব্যাটারি ও 6GB+128GB Infinix Hot 60i স্মার্টফোনে আর কি কি পাবেন? 

Infinix Hot 60i স্মার্টফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। Infinix কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন ২৫ জুন ২০২৫ সালে মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটির নাম হলো: Infinix Hot 60i স্মার্টফোন।

ফোনটি দুটি ভেরিয়েন্ট রয়েছে। যেমন: Infinix Hot 60i (6GB+128GB) স্মার্টফোনটির Official প্রাইস 13,999 টাকা ও Infinix Hot 60i (8GB+256GB) স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 16,499 টাকা। ফোনটির এন্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে Android v15, মিডিয়া টেক হেলিও G81 Ultimate

এখন আপনি যদি ইনফিনিক্স কোম্পানির ভালো একটি স্মার্ট ফোন কিনতে চান। তাহলে Infinix Hot 60i স্মার্টফোনটি নিতে পারেন। কারণ ফোনটিতে বাজেট অনুযায়ী যথেষ্ট প্রিমিয়াম লুক এবং আকর্ষণীয় ডিজাইনে তৈরি করা হয়েছে।

ফোনটির সিপিইউ কোর 8 Cores, GPU: ARM G52 MC2, আর্টিটেকচার 64 বিট এবং ফ্যাব্রিকেশন 12 ন্যানো মিনিট। Infinix Hot 60i স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, ফুল HD+ রেজুলেশন (720×1600) পিক্সেল এবং ফোনটির প্রটেকশনে রয়েছে Gorilla Glass।

এছাড়াও ফোনটির ব্রাইটনেস হিসেবে রয়েছে ৭০০ নিট এবং রিফ্রেশ রেট 120 Hz। স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা 50 MP+0.08 MP, ফটো ফ্ল্যাশ লাইট এবং ইমেজ রেজুলেশন 8150x 6150 Pixels রয়েছে। তাছাড়াও ফোনটিতে ডিজিটাল জুম সিস্টেম চালু করুন।

এছাড়াও ফোনটির প্রাইমারি ক্যামেরা ব্যবহার করে 30 fps 1920×1080 এবং 2560×1440 পিক্সেলের ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবেন। ফোনটিতে একটি মাত্র সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে 30 fps 1280×720 ভিডিও রেকর্ডিং সুবিধা।

ফোনটির উচ্চতা মাত্র ১৬৬ মিলিমিটার, Thickness ৭.৭ মিলিমিটার এবং প্রস্থ ৭৬.৭ মিলিমিটার। স্মার্ট ফোনটির ওজন মাত্র ১৮৮ গ্ৰাম। সেটি ফোনটির বাজেট অনুযায়ী যথেষ্ট স্লিম এবং প্রিমিয়াম লুক। এই ফোনটি ব্যবহারে আপনি আরামদায়ক উপভোগ করবেন।

এখন আপনি যদি স্লিম এবং হালকা প্রিমিয়াম লুকের স্মার্টফোন কিনতে চান। তাহলে Infinix Hot 60i স্মার্টফোনটি নিতে পারেন। কারণ ফোনটিতে Mediatek Helio চিপসেট ব্যবহার করার কারণে ফোনটি ব্যবহারে দ্রুত স্ক্রোল এবং ভালো পারফরম্যান্স পাবেন। এই স্মার্টফোনটিতে সামনের অংশ কাচের, পিছনের অংশ প্লাস্টিকের এবং প্লাস্টিকের ফ্রেম রয়েছে।

বর্তমান সময়ে Infinix Hot 60i স্মার্টফোনটি কয়েকটি কালারে পেয়ে যাবেন। যেমন: মেডো গ্রিন, টাইটানিয়াম সিলভার, মেডো গ্রিন, স্লিক ব্ল্যাক,শ্যাডো ব্লু, নিয়ন রেড এবং সোল আই পার্পল। ফোনটির প্রত্যেকটি কালার যথেষ্ট প্রিমিয়াম এবং আকর্ষণীয়।

স্মার্টফোনটি Waterproof এবং আইপি রেটিং রয়েছে IP64। এই স্মার্টফোনটিতে Lithium Polymer শক্তিশালী 5160 mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জার রয়েছে। ফোনটির চার্জার দিয়ে 45 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ করতে পারবেন।

ফোনটির নেটওয়ার্ক এবং সংযোগ নিয়ে বলতে গেলে ফোনটিতে আপনি 2G থেকে 4G সিম কার্ড ও ডুয়েল সিম স্লট ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটিতে v5.3 ব্লুটুথ, EDGE, ওয়াই-ফাই হটস্পট, GPS, GPRS এবং WiFi ব্যবহারের সুবিধা রয়েছে।

Infinix Hot 60i স্মার্টফোনটিতে সিক্রুটি হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক এবং Finger Sensor Position সেন্সর রয়েছে। এছাড়াও ফোনটিতে এফএম রেডিও, 3.5 মিলিমিটার অডিও জ্যাক, ভিডিও 1440p @30fps, 1080p@30fps এবং লাউডস্পিকারের ব্যবস্থা রয়েছে।

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading