Infinix Hot 60 Pro+ প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে ইনফিনিক্স কোম্পানির আরোও নতুন একটি স্মার্টফোন মার্কেটে লঞ্চ হতে চলেছে। Mobile Dokan তথ্য অনুযায়ী Infinix Hot 60 Pro+ স্মার্টফোনটি ২০২৫ সালের জুলাই মাসে লঞ্চ হতে চলেছে।
ফোনটিতে 4G নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। ফোনটির সামনের অংশ কাছের এবং পিছনের অংশ প্লাস্টিকের, প্লাস্টিকের ফ্রেম এবং Dual সিম কার্ডের সুবিধা রয়েছে।
Infinix Hot 60 Pro+ ফোনটির ডিসপ্লেতে 6.78 inches ডিসপ্লে, 1,300 ব্রাইটনেস, 1080×2436 pixels রেজুলেশন এবং প্রোডাকশনে Corning Gorilla Glass রয়েছে। ফোনটির অপারেটিং সিস্টেম Android 14 এবং চিপসেট Mediatek Helio G100।
ফোনটিতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM। বর্তমানে Infinix Hot 60 Pro+ স্মার্টফোনটি দুটি ভ্যারিয়ান্ট পাওয়া যায় যেমন: 8GB 128GB ও 8GB 256GB। ফোনে 4G নেটওয়ার্ক এবং Dual SIM কার্ড স্লর্ট রয়েছে।
ফোনটির 50 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ও 3rd unspecified Triple ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 1440p@30fps ও 1080p@30/60fps ভিডিও রেজুলেশন। ফোনটিতে loudspeaker ও 3.5mm jack ব্যবহার করা হয়েছে।
Infinix Hot 60 Pro+ স্মার্টফোনে WLAN, Bluetooth, GPS, NFC, FM radio, USB সহ সকল ধরনের কানেক্টিভিটি সুবিধা রয়েছে। ফোনটির সেন্সরে ডিসপ্লের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, অ্যাক্সিলোমিটার ও কম্পাস ব্যবহার করা হয়েছে।
এছাড়াও ফোনটিতে Non-removable Li-Po ও 5160 mAh ক্যাপাসিটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বর্তমানে Sleek Black (মসৃণ কালো) Titanium Grey(ধূসর টাইটানিয়াম ও Dreamy Purple(স্বপ্নময় বেগুনি) তিনটি কালারে ফোনটি মার্কেটে available রয়েছে। Infinix Hot 60 Pro+ ফোনটির নির্মাতা দেশ চায়না।
Infinix Hot 60 Pro+ অসাধারণ Quality বাংলাদেশের বাজারে ফোনটির সম্ভাব্য প্রাইস (8GB+128GB) 30,000 টাকা এবং (8GB+256GB) 35,000 টাকা পর্যন্ত হতে পারে। ফোনটির Update দাম জানতে Bongovasha ওয়েবসাইটের সাথেই থাকুন।