Infinix Hot 60 5G+ 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকা দামে লঞ্চ হল

বর্তমান সময়ে ইনফিনিক্স কোম্পানি তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে আরোও নতুন একটি Infinix HOT 60 5G+ স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছে। নতুন ইনফিনিক্স স্মার্টফোনটিতে রয়েছে 5,200mAh শক্তিশালী ব্যাটারি এবং 12GB RAM (6GB+6GB) AI সহ আরোও অন্যান্য ফিচারস নিয়ে। নিচে Infinix Hot 60 5G Plus স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

👉5G+ বলতে কি বোঝানো হয়েছে:

বর্তমান সময়ে আমাদের ভিতরে অনেকেই 5G+ সম্পর্কে জানি। আবার অনেকেই 5G+ সম্পর্কে জানিনা। 5G+ এটি টেকনোলজি আরোও উন্নত ও অ্যাডভান্স ভার্সন। 5G+ বলতে বোঝায় হাই-ব্যান্ড অথবা মিড-ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার এবং ফাস্ট 5G ইন্টারনেট স্পীড পাওয়া যায়। 5G নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ফাস্ট লোড করা যায়।

👉Infinix HOT 60 5G+ স্মার্টফোনের প্রাইস:

বর্তমান সময়ে ইনফিনিক্স কোম্পানি তাদের নতুন নতুন ফোন মার্কেটে লঞ্চ করছেন। তেমনি বাংলাদেশের বাজারে কম দামে আরোও একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করেছেন। Infinix Hot 60 5G+ স্মার্টফোনটির প্রাইস 6GB RAM+128GB মোবাইল স্টোরেজ 10,499 টাকা।

বর্তমান সময়ে মার্কেটে ইনফিনিক্স স্মার্টফোনটি Sleek Black, Shadow Blue ও Tundra Green কালারের পেয়ে যাবেন। ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে ফোনটির সঙ্গে ২,৯৯৯ টাকা দামের বিনামূল্যে XE23 ইয়ারবাড ও 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।

👉Infinix HOT 60 5G+ স্মার্টফোনের স্পেসিফিকেশন:

  • 5,200mAh Battery ও 18W ফার্স্ট চার্জার
  • 6GB RAM+128GB ROM
  • 6.7 inches Display, HD+ ও 120Hz রিফ্রেশ রেট
  • 50MP Rear ক্যামেরা
  • 8MP সেলফি ক্যামেরা
  • MediaTek Dimensity 7020 চিপসেট এবং
  • 6GB সম্প্রসারণযোগ্য RAM

👉ডিসপ্লে (Display):

Infinix Hot 60 5G+ স্মার্টফোনটিতে রয়েছে 6.7 inches ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে আপনি HD+ রেজুলেশনের ভিডিও প্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট রয়েছে। এই স্মার্টফোনটিতে আরোও থাকছে 700 নিটস ব্রাইটনেস।

👉প্রসেসর (Processor):

এই স্মার্টফোনটির এন্ড্রয়েড ভার্সন Android 15 ও ফোনটি Processing জন্য 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensionality, 7020 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই প্রসেসর থাকার কারণে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর করা যায়।

👉স্টোরেজ (memory):

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটিতে 6GB RAM সহ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে LPDDR5X RAM ফিচার ও এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে। যার কারনে ফোনটির 6GB ফিজিক্যাল RAM ও 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যায়।

👉 ক্যামেরা কোয়ালিটি (Camera):

এই স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা ব্যাক প্যানেলে Dual LED Ring Flash Light ছাড়াই 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। যেটি পোট্রেট লেন্সের কাজ করে। একইভাবে ফোনটির সেলফি 8 মেগাপিক্সেল।

👉ব্যাটারি ক্যাপাসিটি (Battery):

Infinix Hot 60 5G+ স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে বলতে গেলে এই মোবাইলটিতে 5,200mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সিষ্টেম রয়েছে। ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে মোবাইলের সাথে একটি আরজিনাল চার্জার রয়েছে।

👉Infinix HOT 60 5G+ স্মার্টফোনের ফিচার:

  • আপনি Infinix Hot 60 5G+ স্মার্টফোনটিতে হাই কোয়ালিটির গেমস গুলো খেলতে পারবেন
  • তাছাড়াও ফোনটিতে রিং ফ্ল্যাশে 10+ Modes সাপোর্ট রয়েছে
  • স্মার্টফোনটিতে ByPass Charging টেকনোলজি থাকার কারণে ফোনটিতে গেমস খেলার সময় ব্যাটারির পরিবর্তে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেওয়া যায়
  • ফোনটিতে জল এবং ধুলো বালি থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে এবং
  • ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে ৫ বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে

লেখক,

সুমাইয়া খাতুন (সাথী) (রিসার্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ডিপার্টমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়) ঢাকা, গাজীপুর, বাংলাদেশ।

Source of info: স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ও ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন:

https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading