বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম, Bkash Islamic savings account খুলতে কি কি লাগে,বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট সুবিধা অসুবিধা, Bkash Islamic savings account ইন্টারেস্ট রেট, বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট টাকা তোলার নিয়ম এবং Bkash Islamic savings account বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম:
আপনি Bkash Islamic savings account দুইটি মাধ্যমে একাউন্ট খুলতে পারবেন। যেমন: বিকাশ অ্যাপের মাধ্যমে একাউন্ট তৈরি করতে পারবেন এবং ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে একাউন্ট তৈরি করতে পারবেন।
নিম্নে বিকাশ অ্যাপের মাধ্যমে Bkash Islamic savings account খোলার নিয়ম দেখানো হলো:
- Bkash Islamic savings account খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে বিকাশ অ্যাপসটি ইন্সটল করুন
- বিকাশ অ্যাপসে লগইন করুন এবং নিচে থেকে “সেভিংস” অপশন ক্লিক করুন
- এবারে পরবর্তী অপশন থেকে “ইসলামিক সেভিং” অপশন সিলেক্ট করুন
- Open Account অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে একাউন্ট তৈরি করুন এবং
- আপনার একাউন্টটি সফলভাবে তৈরি করা হয়ে গেলে আপনাকে ফিরতি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
👉ইসলামী ব্যাংক শাখায় গিয়ে সেভিংস একাউন্ট তৈরি করুন:
- আপনার নিকটস্থ যেকোনো ইসলামী ব্যাংকের শাখা থেকে আবেদন করতে পারবেন এবং
- শাখায় গিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে Bkash Islamic savings account খুলতে পারবেন
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে:
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড লাগবে
- আবেদনকারীর ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট কার্ডটি সংযুক্ত করতে হবে
- যে সিম ব্যবহার করে বিকাশে একাউন্ট তৈরি করবেন। সেই সিমটি আবেদনকারীর নামে রেজিস্ট্রেশন থাকতে হবে
- বিকাশ একাউন্টে আবেদনকারীর ছবি, ভোটার আইডি কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট ইত্যাদি ভেরিফাই থাকতে হবে এবং
- বিকাশ একাউন্টের পিন নাম্বার অর্থাৎ, যেটি দিয়ে একাউন্ট খোলার সময় সম্মতি দিতে হবে
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট সুবিধা:
- Bkash Islamic savings account শরিয়াহ ভিত্তিক
- বিকাশ ইসলামিক সেভিংস একাউন্টে টাকা রাখলে প্রতিমাসে হালাল মুনাফা পাওয়া যায়
- বিকাশ অ্যাপস থেকে টাকা উত্তোলন, জমা এবং লেনদেন করা যায়
- এই ব্যাংকে নিরাপদে টাকা লেনদেন করা যায়
- যেকোনো সময় বিভিন্ন প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারবেন এবং
- প্রতিদিন বা সাপ্তাহিক টাকা জমা রাখা যায়
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট অসুবিধা:
- যেহেতু ইসলামী ব্যাংক শরিয়াহ সমূহ। সেক্ষেত্রে অন্য ব্যাংকের তুলনায় মুনাফার হার কম হতে পারে
- ইসলামী সেটিংস একাউন্ট টাকা জমা রাখার মেয়াদ শেষ হওয়ার পরে ইন্টারেস্ট পাওয়া যায়
- শুধুমাত্র বিকাশ অ্যাপ ছাড়া আপনি ইসলামী ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারবেন না এবং
- ইসলামিক সেভিংস একাউন্ট তৈরি করার সময় যদি এনআইডি কার্ড এবং বায়োমেট্রিক সঠিক না হয়। তাহলে সেভিংস একাউন্ট বাতিল হতে পারে
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্টের ইন্টারেস্ট রেট:
বিকাশ ইসলামীক সেভিংস একাউন্টের নির্দিষ্ট কোন ইন্টারেস্ট রেট নেই। তবে আপনার ব্যক্তিগত ধরন এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী ইন্টারেস্ট রেট পরিবর্তন হতে পারে।
নিম্নে বিকাশের সেভিংস অপশনের কয়েকটি স্তরে মুনাফার হার দেওয়া হয়। যেমন:
- আপনি যদি Bkash Islamic savings account সর্বনিম্ন 5,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা রাখেন। তাহলে বাৎসরিক 0.50% মুনাফা পাবেন
- সর্বনিম্ন 50,000 টাকা সর্বোচ্চ 150,000 টাকার বাৎসরিক ইন্টারেস্ট রেট 1.00 শতাংশ
- সর্বনিম্ন 150,000 টাকা থেকে সর্বোচ্চ 250,000 টাকার ইন্টারেস্ট রেট 2.00 শতাংশ এবং
- সবোর্চ্চ 250,000 টাকার বেশি হয়ে থাকে। তাহলে আপনি বাৎসরিক ইন্টারেস্ট রেট 3.00 শতাংশ পাবেন। অর্থাৎ, আপনার টাকার উপর নির্ভর করে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট টাকা তোলার নিয়ম:
- Bkash Islamic savings account টাকা তোলার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপে অথবা *247# মেনুতে প্রবেশ করে Cash Out > Agent থেকে অপশন সিলেক্ট করে টাকা উত্তোলন করতে পারবেন
- অথবা ইসলামীক ব্যাংকের এজেন্টের কাছে গিয়ে টাকা তুলতে পারবেন এবং
- আপনি সরাসরি ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট বাতিল করার নিয়ম:
- আপনার সেটিংস একাউন্টের মেয়াদ ৩ মাস না হলে একাউন্টটি বাতিল করতে পারবেন না
- তারপর একাউন্টের জমা রাখা সকল টাকা উত্তোলন করতে হবে
- সেভিংস একাউন্টের মেয়াদ শেষ হওয়ার আগে টাকা উত্তোলন করলে সম্পূর্ণ মুনাফা পাবেন না
- Bkash Islamic savings account বাতিল করার জন্য বিকাশ অ্যাপসে প্রবেশ করে Savings সক্রিয় যান
- Bkash Islamic savings account বাতিল করৈ Close DPS অপশনটি সিলেক্ট করুন
- আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি বসিয়ে নিশ্চিত করুন এবং
- বাতিল প্রক্রিয়া সম্পন্ন হতে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট কতটুকু নিরাপদ:
- যেহেতু ইসলামী ব্যাংক সরকারি হওয়ায় এই ব্যাংকে নিরাপদে টাকা লেনদেন করা যায়
- ইসলামিক সেভিংস একাউন্টে হালাল মুনাফা ভিত্তিক টাকা লেনদেন করা যায় এবং
- ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংকের সাথে পার্টনারশিপ থাকার কারণে নিরাপদে টাকা লেনদেন করা যায়
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। Bkash Islamic savings account সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!