অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম ও বিস্তারিত জানুন ২০২৫

অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।‌

অগ্রণী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম:

বর্তমান সময়ে অনলাইনে Agrani Bank DPS খোলার নিয়ম চালু নেই। তাই আপনাকে সরাসরি অগ্রণী ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে ডিপিএস খোলার আবেদন করতে হবে। নিম্নে আবেদন প্রক্রিয়া তুলে দেওয়া হলো:

  • ডিপিএস খোলার ফর্ম সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  • একজন introducer যাঁর পরিচয় ব্যাংকের কাছে গ্রহণযোগ্য।
  • ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি সংযোজন করুন।
  • প্রথম মাসের কিস্তি পরিশোধ করে আপনার একাউন্ট এক্টিভ করুন।

অগ্রণী ব্যাংক ডিপিএস মেয়াদ ও কিস্তি:

  • Agrani Bank DPS মেয়াদ সাধারণ তিন বছর হতে পাঁচ বছর হয়ে থাকে এবং
  • অগ্রণী ব্যাংক ডিপিএসের কিস ডে আপনার লোনের পরিমাণ এবং ব্যাংকের নীতিমালার উপর নির্ভর করে। যেমন: কিস্তির পরিমাণ প্রতি মাসে ১,৬০০ টাকা থেকে শুরু করে ২৭,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

অগ্রণী ব্যাংক ডিপিএস করতে কি কি লাগে:

Agrani Bank DPS করতে নিম্নের ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। যেমন:

  • আবেদনকারীর ভোটার আইডি কার্ড এবং আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।
  • আবেদনকারী দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • নমিনির জাতীয় পরিচয় পত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে।
  • অগ্রণী ব্যাংক ডিপিএস করতে একজন পরিচয়দাতা প্রয়োজন হবে। তারপর একাউন্ট ধারী ব্যাংক একাউন্ট নাম্বার, নাম এবং ছবি প্রয়োজন হবে এবং
  • ডিপিএস চালু রাখার জন্য নির্ধারিত তারিখে ডিপিএস এর টাকা পরিশোধ করতে হবে।

আরোও পড়ুন: বিকাশ ডিপিএস সম্পর্কে A to Z আলোচনা ২০২৫

অগ্রণী ব্যাংক ডিপিএস সুবিধা:

Agrani Bank DPS সুবিধা সমূহ নিচে আলোচনা করা হলো:

  • প্রতিমাসে গ্রাহকের নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে পারবে। এতে গ্রাহকের নিয়মিত রুটিন এবং আর্থিক সহায়তা হয়ে থাকে।
  • আপনি যদি পাঁচ বছরের জন্য ডিপিএস খুলেন। তাহলে আপনাকে 7% ইন্টারেস্ট দিবে এবং আপনি যদি 10 বছরের জন্য জিপিএস খুলেন। তাহলে আপনাকে প্রায় 9% ইন্টারেস্ট দিবে।
  • আপনার ডিপিএসের মেয়াদ শেষ হলে আপনার নির্ধারিত টাকাটি কিস্তিতে অথবা এককালীন পুরোপুরি ইন্টারেস্টে টাকা গ্রহণ করতে পারবেন
  • এই ডিপিএসটি আপনার অবসরকালীন আয় নিশ্চিত করবে এবং
  • প্রতিমাসের আপনার নির্ধারিত টাকা জমা দিতে পারবেন। এখানে জমার পরিমাণ বাড়ানো এবং কমানোর সুযোগ নেই। যেটি গ্রাহকদের ভালো স্বভাবে কারণ হয়ে দাঁড়ায়।

অগ্রণী ব্যাংক ডিপিএসের অসুবিধা:

  • আপনি যদি অগ্রণী ব্যাংকে এক বছরের ডিপিএসের টাকা না দেন। তাহলে আপনার ডিপিএসটি বাতিল হয়ে যাবেন এবং আপনার ডিপিএস এর যথাযথ ইন্টারেস্ট পাবেন না।
  • তাছাড়াও অন্য ব্যাংকের ডিপিএস ইন্টারেস্ট অনুযায়ী ইন্টারেস্ট কিছুটা কম। সাধারণত অগ্রণী ব্যাংক ডিপিএসের ইন্টারেস্ট রেট 7% থেকে 9% পর্যন্ত হয়ে থাকে।
  • আপনার জরুরী প্রয়োজনে আপনি এই ডিপিএসটি ভাঙতে পারবেন না।
  • এই ব্যাংকের মেয়াদ চলাকালীন সুদের হার স্থির করা থাকে। ‌অর্থাৎ, মার্কেটে ইন্টারেস্ট বাড়লেও ডিপিএস এর ইন্টারেস্ট রেট বাড়ে না এবং
  • আবার অনেক ক্ষেত্রে উচ্চতার মাসিক কিস্তি গ্রাহকের পক্ষে দেওয়া সম্ভব হয় না।

অগ্রণী ব্যাংক ডিপিএস ইন্টারেস্ট রেট:

Agrani Bank DPS ইন্টারেস্ট সম্পর্কে অগ্রণী ব্যাংক মেইন ওয়েবসাইটে কোনো তথ্য আপলোড করেননি। তবে আধুনিক Bank ডিপোজিট হিসেবে সুদের হার কিছুটা আলাদা হতে পারে ধারণা করা যায়। ৬ মাসের ডিপিএস এর ইন্টারেস্ট রেট 8.50% হয়ে থাকে। আর আপনি যদি তার বেশী মেয়াদের ডিপিএস খুলেন। সেক্ষেত্রে সুদের হার 8.62% হয়ে থাকে।

অগ্রণী ব্যাংক ডিপিএস হেল্পলাইন নাম্বার:

Agrani Bank DPS হেল্পলাইন নাম্বার ৯৫৬৬০৭৪–৭৫, ০২‑৯৫৬৬১৫৩–৫৪ এবং ৯৫৬৬১৬০–৬৯। অগ্ৰণী ব্যাংক মোবাইল নাম্বার: ০৯৬০৬‑৬০৬৬০৬। (ফেসবুক সুত্র অনুযায়ী)।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। অগ্রণী ব্যাংক ডিপিএস সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading