গুগলের সাথে কাজ করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোষ্টে। আমাদের মধ্যে অনেকেই অনলাইন ইনকামের জন্য একটি বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজে থাকেন। যেখান থেকে লাইফ টাইম উপার্জন করা যাবে। তাদের জন্য আজকের পোস্টটি বেস্ট হতে যাচ্ছে।
এ পোস্টে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ও জনপ্রিয় ইনকাম সোর্স সম্পর্কে জানব। যেখান থেকে আপনি প্রতিমাসে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর সেটি হল Google এই পোস্টে আমরা গুগলের সাথে ইনকাম করার যতগুলো উপায় আছে সবগুলো উপায় সম্পর্কে জানব। যেখান থেকে যেকোনো একটি উপায় অবলম্বন করে আপনি গুগলের সাথে কাজ করে ইনকাম করতে পারবেন।
গুগলের সাথে কাজ করে ইনকাম
আপনি যদি গুগলের সাথে কাজ করে ইনকাম করতে চান। তাহলে নিম্নোক্ত যেকোনো এক বা একাধিক উপায়ে গুগলের সাথে কাজ করে ইনকাম করতে পারবেন।
- Google Opinion Rewards
- YouTube Partner Program
- Blogging
- Google Play Store
- Google Affiliate Marketing
- Google Trends & SEO
- Google Workspace
- Yo.fan
- Heylink.me
Google Opinion Rewards থেকে ইনকাম
এটি হলো একটি গুগল অ্যাপ্লিকেশন “Google Opinion Rewards” যার মধ্যে আপনি বিভিন্ন ধরনের সার্ভে বা প্রশ্নোত্তর পূরণ করার বিনিময় গুগল ক্রেডিট উপার্জন করতে পারবেন। হঠাৎ, গুগলের সাথে কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন। যে ক্রেডিটগুলো দিয়ে আপনি গুগলের বিভিন্ন পণ্য বা সাবস্ক্রিপশন ক্রয় করতে পারবেন যেমন: গুগল প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম ক্রয় করা ইত্যাদি।
Google Opinion Rewards অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম
Google Opinion Rewards কিভাবে কাজ করে বা কিভাবে একাউন্ট তৈরি করবেন এ সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো:
১ম ধাপ: প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে “Google Opinion Rewards” অ্যাপটি ইন্সটল করুন। যারা iOS ব্যবহারকারী তারা অ্যাপ স্টোরে এটি বিনামূল্যে পেয়ে যাবেন।
আরোও পড়ুন:ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
২য় ধাপ: Google account ব্যবহার করে লগইন করুন। তারপর আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে এগিয়ে যান। যেমন: আপনার নাম, জন্ম সাল, ঠিকানা ও আপনার পছন্দ ইত্যাদি। এই তথ্যগুলো সার্ভে তৈরি করার সময় ব্যবহৃত হতে পারে।
৩য় ধাপ: সার্ভে পূরণ বা কাজ করা। সাধারণত Google Opinion Rewards সার্ভে গুলো খুবই সহজ হয়ে থাকে। যেমন: আপনার পছন্দের ব্র্যান্ড বা অভ্যন্তরীণ মতামত সম্পর্কিত প্রশ্ন।
৪র্থ ধাপ: সার্ভে সম্পন্ন করার পর আপনার একাউন্টে কিছু নির্দিষ্ট পরিমাণ ক্রেডি যুক্ত হয়ে যাবে। যেগুলো প্রশ্নের জটিলতা ও সহজ সাপেক্ষে কম বেশি হতে পারে। তবে সাধারণত প্রতিটি সার্ভের বিনিময় $0.10 থেকে $1 পর্যন্ত গুগল ক্রেডি দেওয়া হয়।
৫র্ম ধাপ: আপনার উপার্জনকৃত ক্রেডিট গুলো ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের এপ্লিকেশন, বই, গেম বা সিনেমা সাবস্ক্রিপশন ক্রয় করতে পারবেন। তবে আপনি চাইলে ফেসবুকে স্থানীয় বায়ারদের নিকট সার্ভে পয়েন্ট গুলো বিক্রি করে বিকাশ, রকেট বা নগদে পেমেন্ট নিতে পারবেন।
YouTube Partner Program
গুগলের সাথে কাজ করে ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হচ্ছে YouTube Partner Program। এখানে আপনি একটি ফ্রি ইউটিউব চ্যানেল খুলে। সেখানে আপনার পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করে। ইউটিউব মনিটাইজেশন এর মাধ্যমে গুগলের সাথে কাজ করে ইনকাম করতে পারবেন।
YouTube channel মনিটাইজেশন এর শর্ত
সাধারণত, YouTube দুই ধরনের কনটেন্ট ক্রিয়েটরসদের তাদের সাথে কাজ করে ইনকাম করার সুযোগ দেয়।
- Short content creator এবং
- Long content creator
Short content মনিটাইজেশন শর্ত:
- গত ১ বছর বা ৩৬৫ দিনে ১০ মিলিয়ন ট্রাফিক
- ইউনিক কনটেন্ট ও
- ইউটিউব কনটেন্ট পলিসি মেনে কাজ করা
Long content মনিটাইজেশন শর্ত:
- গত ১ বছর বা ৩৬৫ দিনে ১,৫০০ ইউটিউব সাবস্ক্রাইব
- ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম ও
- ইউটিউব কনটেন্ট পলিসি মেনে কাজ করা
Blogging করে Google থেকে ইনকাম
গুগলের সাথে কাজ করে ইনকাম করার আরেকটি উপায় হলো Blogging করা। আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন। তাহলে আপনি খুব সহজে আপনার লেখুনি দ্বারা গুগলের সাথে কাজ করে ইনকাম করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে ফ্রি বা পেইড ডোমেইন ও হোস্টিং দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। তারপর গুগল কন্টেন্ট পলিসি অনুযায়ী আপনাকে পছন্দ অনুযায়ী আর্টিকেল পাবলিশ করে যেতে হবে। যখন আপনার সাইটে কমপক্ষে ৩০-৪০টি কনটেন্ট হবে এবং দৈনিক গুগল থেকে ২০-৫০ জন ট্রাফিক আসা শুরু করবে তখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট ২০২৫
যদিও google নির্দিষ্ট করে বলেনি আপনার সাইটে কতটি আর্টিকেল হলে বা কতজন ট্রাফিক হলে আপনাকে মনিটাইজেশন দেবে। তবে গুগল সব সময় আপনার কনটেন্ট এর উপরে ফোকাস করবে। তাই অবশ্যই আপনার কনটেন্টকে এসইও ফ্রেন্ডলি ও গুরুত্বপূর্ণ করে গড়ে তুলুন এবং google কনটেন্ট পলিস মেনে কাজ করুন।
ব্লগিং থেকে কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে টাকা নেওয়া যায়
একটি ব্লগ ওয়েবসাইট থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়। তবে গুগল থেকে ইনকাম করার পদ্ধতিটি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনি চাইলে একটি ব্লগ থেকে প্রতিমাসে ১০০$ ডলার থেকে ১০০০$ ডলার এর বেশি আয় করতে পারবেন।
তবে আপনার একাউন্টে যদি প্রতিমাসে সর্বনিম্ন ১০০ ডলার হয়। তাহলে গুগল আপনার ব্যাংক একাউন্টে ১০০ ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়ে দিবে। যেটি বাংলাদেশি টাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। এছাড়াও আপনি চাইলে আরোও বিভিন্ন উপায়ে ব্লগিং করে ইনকাম করতে পারবেন।
আপনিও যদি একটি ব্লগ সাইট তৈরি করে ইনকাম করতে চান। তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন: ০১৮৮৪-২১২৯৬০। আমরা সামান্য কিছু অর্থের বিনিময় আপনাকে একটি সুন্দর ও ইনকামের উপযুক্ত ব্লগ সাইট তৈরি করে দিব। একই সাথে জানিয়ে দিব কি ধরনের কনটেন্ট লিখলে আপনি বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন ইত্যাদি বিষয়ে। তাই দ্রুততার আমাদের সাথে যোগাযোগ করুন।
Google play store থেকে ইনকাম
আপনার যদি একটি অ্যাপস থাকে তাহলে আপনি সেটিতে সাবস্ক্রিপশন সার্ভিস যুক্ত করে গুগল প্লে স্টোর থেকে ইনকাম করতে পারবেন। যা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে যুক্ত হয়ে যাবে।
বিশেষ সতর্কতা: মনে রাখবেন গুগলের সাথে কাজ করে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে গুগলের প্রতিটি প্ল্যাটফর্মের Terms and condition গুলো মেনে কাজ করতে হবে। অন্যথায় আপনি গুগলের সাথে কাজ করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না।