১ মাসের জন্য ফ্রি YouTube premium নিন ২০২৫

ফ্রি YouTube premium করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে Tevau একটি জনপ্রিয় ডুয়েল কারেন্সি কার্ড। আপনি আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে Tevau ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। তাছাড়াও এই কার্ডটি ব্যবহার করে আপনি প্লে স্টোর থেকে যেকোন সাবস্ক্রিপশন বা youtube বুষ্টিং নিতে পারবেন।

তাছাড়াও আপনি চাইলে এই কার্ডটি ব্যবহার করে অনলাইন থেকে ডলারের মাধ্যমে যেকোনো পণ্য কেনাকাটা করতে পারবেন। বর্তমান সময়ে Tevau কারেন্সি কার্ডটি জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এটি ব্যবহার করে আপনি খুব সহজে ফ্রি YouTube premium নিতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

ফ্রি YouTube premium যেভাবে নিবেন

বর্তমান সময়ে আপনি Tevau ডুয়েল কারেন্সি কার্ডটি ব্যবহার করে খুব সহজেই ফ্রি YouTube premium নিতে পারবেন। এই আর্টিকেলকে আমরা দুটি অংশে ভাগ করব। প্রথম অংশে দেখাবো কিভাবে ফ্রিতে Tevau কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড নিবেন এবং দ্বিতীয় অংশ আলোচনা করব কিভাবে সেটি ব্যবহার করে ফ্রি YouTube premium নিবেন।

আপনার কাছে যদি ইতিমধ্যে একটি ডুয়েল কারেন্সি কার্ড থেকে থাকে। তাহলে আপনি আর্টিকেলটির প্রথম অংশ অর্থাৎ Tevau রেজিস্ট্রেশন করার নিয়মটি স্কিপ করে। আর্টিকেল এর দ্বিতীয় অংশটি পড়ে ফ্রি YouTube premium নিতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি কোন ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি অনুসরণ করুন।

Tevau ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে নিবেন

Tevau কার্ড ব্যবহার করে ফ্রি YouTube premium নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি Tevau কার্ড সংগ্রহ করতে হবে। Tevau কার্ড সংগ্রহ করার জন্য যেকোনো ব্রাউজার এর এড্রেস বারে Tevau register লিখে সার্চ করুন তারপর সার্চ রেজাল্টে আসা Register অপশনে ক্লিক করে Tevau.io ওয়েবসাইটে প্রবেশ করুন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।

ফ্রি YouTube premium

এখন আপনাকে প্রথমে Tevau ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। নিম্নের রেজিস্ট্রেশন প্রসেস দেখানো হলো:

Tevau রেজিস্ট্রেশন করার নিয়ম

Tevau ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেইজ আসার পর সেখানে আপনি একটি রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাবেন। এখন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। যেমন:

  • Email address
  • Password
  • Verification code
  • Invitation code

এখন শুরুতে ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে “Get code” বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে Confirm করুন। তারপর invitation কোড হিসাবে 512069 দিয়ে নিচে থেকে I agree বক্সে টিক মার্কে দিয়ে Register বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফ্রি YouTube premium

এখন আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন। তাহলে Google Play অপশনে ক্লিক করুন। আর আপনি যদি iphone ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে Apple Store অপশনে ক্লিক করুন। উদাহরণস্বরূপ, আপনি এন্ড্রয়েড ফোন ব্যবহার করে Tevau ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করবেন। তাহলে Google Play অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে। এখন সেখান থেকে Tevau অ্যাপসটি ইন্সটল করুন।

ফ্রি YouTube premium

এখন অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি agree and accept অপশন এ ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীধাবে নিয়ে যাবে সেখান থেকে ক্রস অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচে থেকে me লেখাটিতে ক্লিক করুন।

ফ্রি YouTube premium

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে আপনার অ্যাকাউন্ট লগইন করতে বলা হবে। এখন আপনি login অপশনে ক্লিক করুন। তারপর আপনার একাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ড বসিয়ে I agree privacy policy… অপশনে টিক চিহ্ন দিয়ে login অপশনে ক্লিক করুন।

আরোও পড়ুন: অনলাইনে খতিয়ান সংশোধন আবেদন-২০২৫

তাহলে Tevau ওয়েবসাইটে আপনার একাউন্ট তৈরি করা সম্পন্ন হবে এবং আপনাকে আপনার একাউন্টের হোম পেইজে নিয়ে যাবে। Tevau ডুয়েল কারেন্সি কার্ডটি নেওয়ার আগে আপনাকে KYC কমপ্লিট করতে হবে।

KYC কমপ্লিট করার নিয়ম

KYC কমপ্লিট করার জন্য KYC অপশনে ক্লিক করে Confirm লেখাটিতে করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে। ‌

ফ্রি YouTube premium

এখন প্রথমে Are you a U.S tax resident অপশন দেখতে পাবেন। সেখান থেকে No অপশনে ক্লিক করুন। তারপর নিচে থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করুন। এখন নিচে আরোও বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • First Name
  • Last Name
  • First Name (English)
  • Last Name (English) এবং
  • Date of birth

তাহলে উপরে উল্লেখিত অপশন গুলো আপনি আপনার জাতীয় পরিচয় পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন। এখন সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে Identification Document অপশনে নিয়ে যাবে।

এখন আপনি document type অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে তিনটি ডকুমেন্ট চলে আসবে। যেমন:

  1. ID Card
  2. Driving licence and
  3. Passport

উল্লেখিত তিনটি ডকুমেন্ট ব্যবহার করে আপনি আপনার একাউন্টের KYC ভেরিফাই করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডকুমেন্ট সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আইডি কার্ড ব্যবহার করে KYC ভেরিফাই করার জন্য ID Card অপশনটি সিলেক্ট করুন। তারপর নিচে আপনার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে।

ফ্রি YouTube premium

তাহলে ID Card ছবি আপলোড করার জন্য Front of document অপশনে ক্লিক করে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পাশের ছবি আপলোড করুন। তারপর back of document অপশনে ক্লিক করে আপনার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি আপলোড করুন। এখন নিচে Document No অপশন দেখতে পাবেন। ‌

তাহলে Document No অপশনে ক্লিক করে আপনার আইডি কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখুন। তারপর নিচে Document Expirey Date অপশন দেখতে পাবেন। এখন আপনার ডকুমেন্টের যদি Expirey Date থাকে। তাহলে সেটি বসিয়ে দিন। অন্যথায়, Long-term effective অপশনটি সিলেক্ট করে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং start verification লেখা চলে আসবে।

ফ্রি YouTube premium

এখানে আপনাকে আপনার ছবি তুলতে হবে। তাহলে I concent jumio collecting…. অপশনে টিক চিহ্ন দিয়ে Start লেখাটিতে ক্লিক করুন। তাহলে ফেস ভেরিফিকেশন করার অপশন চলে আসবে। এখন আপনি নিচে থেকে Continue লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন আপনি ক্যামেরা বরাবর আপনার ফেসটি নিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। ‌

তাহলে আপনার ফেস স্ক্যান কমপ্লিট হবে এবং Analyzing biometric data লেখা চলে আসবে। তারপর অটোমেটিক success লেখা চলে আসবে এবং আপনাকে আপনার একাউন্টে নিয়ে আসবে। এখন আপনি সেখানে Verifying লেখা দেখতে পাবেন।

ফ্রি YouTube premium

এখন কিছুটা সময় অপেক্ষা করলে verified লেখা চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: Card অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন Tevau ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আপনাকে টাকা ডিপোজিট করতে হবে। এখানে আপনি Tevau দুটি কার্ড নিতে পারবেন। যেমন:

  1. Physically Card And
  2. Virtual Card

এখন আপনি যদি Physically Card নিতে চান। তাহলে আপনাকে 100$ পেমেন্ট করতে হবে। আর আপনি যদি Virtual Card নিতে চান। তাহলে আপনাকে 20$ পেমেন্ট করতে হবে। তাছাড়াও আপনি যদি আমাদের দেওয়া প্রোমো কোড ব্যবহার করে পেমেন্ট করেন। তাহলে 60% ডিসকাউন্ট পাবেন।

Virtual Card নেওয়ার উপায়

Virtual Card ব্যবহার করে আপনি অনলাইন থেকে যে কোন পণ্য youtube সাবস্ক্রিপশন ইত্যাদি কাজ করতে পারবেন। তাহলে ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য আপনাকে টাকা ডিপোজিট করতে হবে। তাহলে টাকা ডিপোজিট করার জন্য Card অপশনে ক্লিক করুন।

ফ্রি YouTube premium

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে Assets অপশনে USDT অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং network অপশনে BMB smart Chain (BEP20) থাকবে। এখানে আপনি চাইলেই BEP20 মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। তবে এখানে আপনাকে ৫ ডলার ফ্রি পরিশোধ করতে হবে। আর আপনি যদি BMB smart Chain (BEP20) মাধ্যমে টাকা ডিপোজিট করেন। তাহলে আপনাকে কোন প্রকারের ফ্রি পরিশোধ করতে হবে না।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার সাইট বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা

উদাহরণস্বরূপ, BMB smart Chain (BEP20) মাধ্যমে টাকা ডিপোজিট করার জন্য BMB smart Chain (BEP20) অপশন এ ক্লিক করুন। এখন নিচে আপনি একটি কোড দেখতে পাবেন। তাহলে Copy Address অপশনে ক্লিক করে Addressটি কপি করুন।

ফ্রি YouTube premium

তারপর আপনার বাইনান্স একাউন্টে প্রবেশ করুন। এখানে অবশ্যই আপনারা বাইনান্স একাউন্টটি ভেরিফাই এবং পর্যাপ্ত balance থাকতে হবে। এখন বাইনান্স একাউন্টে প্রবেশ করে আপনারা যে ওয়ালেটে ব্যালেন্স রয়েছে। সেই ওয়ালেটে প্রবেশ করুন। তারপর আপনার ওয়ালেট থেকে Withdrawal অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে বিভিন্ন ধরনের USDT দেখতে পাবেন।

এখন আপনি প্রথমেই USDT অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Send via Crypto Network And
  2. Send Vai Email/Phone/I’d

ফ্রি YouTube premium

এখন আপনি Send via Crypto Network অপশনটি সিলেক্ট করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে Address নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি Address অপশনে ক্লিক করে আগে থেকে কপি করা Addressটি পেস্ট করুন। তারপর Choose Network অপশনে ক্লিক করে BNB Smart Chain (BEP20) অপশনটি সিলেক্ট করুন এবং এখানে আপনি মিনিমাম 10 USDT নিচে টাকা ডিপোজিট করতে পারবেন না।

এখন আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Withdrawal লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফ্রি YouTube premium

এখন আপনি নিচে থেকে Continue লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনাকে আপনার বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলা হবে। অর্থাৎ, আপনার বাইনান্স একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আপনি আপনার বাইনান্স একাউন্ট এর পাসওয়ার্ডটি বসিয়ে ভেরিফাই করুন। তাহলে withdrawal processing লেখা চলে আসবে।

এখন আপনাকে ৫ থেকে ১০ মিনিট সময় অপেক্ষা করতে হবে। তাহলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার Tevau একাউন্টে আপনার ডিপোজিট করা ডলার এড হয়ে যাবে। এখন আপনি Tevau ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন।

Tevau ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার উপায়

Tevau ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য virtual Card অপশন সিলেক্ট করে apply now অপশনে ক্লিক করুন। তাহলেই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার কার্ডের মূল্য 20 USD দেখতে পাবেন।

ফ্রি YouTube premium

এখন আপনি যদি আমাদের প্রোমো কোড ব্যবহার করেন। তাহলে আপনি 60% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ, আপনি 8 ডলারের মাধ্যমে আপনার কার্ডটি নিতে পারবেন। আমাদের প্রোমো কোডটি হলো: ALBD2025।‌ তাহলে আমাদের দেওয়া প্রোমো কোডটি সঠিকভাবে লিখুন। তাহলে নিচে 20 ডলারের অপশনে 8 ডলার লেখা চলে আসবে।

এখানে আপনি যদি আমাদের দেওয়া লিংকে রেফারেল লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন। তাহলে এই promo কোডটি থেকে আপনি 60% ডিসকাউন্ট পাবেন। অন্যথায়, আপনি কোন প্রকারের ডিসকাউন্ট পাবেন না। রেফারেল লিংক

এখন প্রোমো কোডটি সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে apply now অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানেই আপনার Billing address বসাতে হবে। অর্থাৎ, আপনার কার্ডের ভিতরে যে Billing addressটি থাকবে। এখানে সেই এড্রেসটি সঠিকভাবে বসাতে হবে। যেমন:

  • Country or Region
  • City
  • Address
  • Postal Code
  • phone Area Code And
  • Phone Number

তাহলে উপরে উল্লেখিত অপশন গুলো আপনি আপনার Billing address অনুযায়ী সঠিকভাবে পূরণ করুন এবং নিচে থেকে Confirm লেখাটিতে করে আবারোও Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফ্রি YouTube premium

এখন Payment Code এবং Confirm Payment Code অপশনে ক্লিক করে 6 ডিজিট পেমেন্ট কোড সিলেক্ট করুন। তারপর Get Code লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই ভেরিফিকেশন করতে বসিয়ে Confirm অপশনে ক্লিক করুন।‌

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি Confirm অপশনে ক্লিক করে পরবর্তী অপশন থেকে আবারও Confirm অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে পেমেন্ট কোড টাইপ করতে হবে। তাহলে আপনার পেমেন্ট কোডটি বসিয়ে Confirm অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনার কার্ডটি অর্ডার হয়ে যাবে।

ফ্রি YouTube premium

এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: এখানে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তাহলে আপনার কার্ডটি একটিভ হয়ে যাবে। এখন আপনি Tevau একাউন্টের হোম পেইজ থেকে virtual card অপশনে আপনার কার্ডের লাস্ট ডিজিট শো করবে। এখন আপনি কার্ডটিতে টপাআপ করলেই আপনার virtual card ডিটেলস দেখতে পাবেন।

এখন আপনি আপনার পেমেন্ট করতে বসিয়ে Confirm অপশনে ক্লিক করুন। তাহলে Top Up your card fast লেখা চলে আসবে। অর্থাৎ, আপনার ভার্চুয়াল কার্ডটি টপাআপ করতে হবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে কার্ড Modify Card করার অপশন আসতে পারে।

ফ্রি YouTube premium

এখন Platinum Card $ অপশনে ক্লিক করে আপনার নিজের নাম দিতে পারবেন। এখন আপনাকে আপনার ভার্চুয়াল কার্ডের টপআপ করতে হবে।

ভার্চুয়াল কার্ড Top Up করার উপায়

ভার্চুয়াল কার্ড Top Up করার জন্য হোম পেইজে প্রবেশ করুন। তাহলে সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Top Up
  2. CVV
  3. Fees And
  4. Settings

ভার্চুয়াল কার্ড Top Up করার জন্য Top Up অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফ্রি YouTube premium

এখানে আপনি মিনিমাম 10 ডলার Top Up করতে পারবেন। তাহলে আপনার একাউন্টে মিনিমাম 10 ডলার থাকতে হবে। অন্যথায়, আপনি Top Up করতে পারবেন না। তাহলে আপনি আপনার একাউন্টে আবারোও 10 ডলার ডিপোজিট করুন। এখন আপনি Top Up অপশন থেকে এমাউন্ট সিলেক্ট করুন।

তাহলে এমাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে Confirm লেখাটিতে ক্লিক করে পরবর্তী অপশন থেকে আপনার পেমেন্ট কোডটি Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার কার্ডের ভিতরে Top Up হয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।‌

ফ্রি YouTube premium

এখানে Top Up করার ক্ষেত্রে একটি ফিস নেওয়া হয়। আপনার একাউন্ট থেকে কম এমাউন্টের একটি ফিস কেটে নেওয়া হবে। এখন আপনি Back to transaction অপশনে ক্লিক করুন। ‌তারপর Card অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন। আপনার কার্ডের ভিতরে ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে।

এখন আপনি CVV অপশনে ক্লিক করে আপনার কার্ডের ডিটেলস দেখতে পাবেন। তাহলে কার্ডের ডিটেলস দেখার জন্য CVV অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে আপনার পেমেন্ট কোডটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন।‌ তাহলে আপনার কার্ডের সকল ডিটেলস চলে আসবে।যেমন:

  • Card Number
  • Expiry Date এবং
  • CVV

এখন আপনি এই কার্ডটি ব্যবহার করে youtube সাবস্ক্রাইবশন, ফেসবুক বুস্টিং এবং প্লে স্টোর ইত্যাদির সাবস্ক্রিপশন নিতে পারবেন।

ফ্রি YouTube premium নেওয়ার উপায়

ফ্রি YouTube premium নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার Tevau একাউন্টে প্রবেশ করুন। তারপর CVV অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে আপনার একাউন্টে পেমেন্ট কোডটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন।‌ তাহলে আপনার কার্ডের সকল ডিটেলস চলে আসবে। যেমন:

  • Card Number
  • Expiry Date এবং
  • CVV

এখন আপনি আপনার কার্ডের তথ্য ব্যবহার করে ফ্রি YouTube premium নিতে পারবেন। তবে ফ্রি YouTube premium নেওয়ার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনি যে ফোনে ফ্রি YouTube premium নিতে চাচ্ছেন। সেই ফোনের Google play store ভিতরে কার্ডটি এড করতে হবে। তারপর আপনি সেখান থেকে ফ্রি YouTube premium নিতে পারবেন।

Google play store কার্ড এড করার উপায়

ফ্রি YouTube premium নেওয়ার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: আপনার কার্ডের Expiry Date এবং CVVটি সংরক্ষণ করতে হবে। এখন Expiry Date এবং CVVটি সংরক্ষণ করা হয়ে গেলে আপনি যে মোবাইলে ফ্রি YouTube premium নিতে চাচ্ছেন। সেই মোবাইলের Google Play Store ওপেন করুন।

https://bongovasha.com/free-taka-income-site-earn-per-day-300-to-500-taka/

এখানে আপনাকে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটি হলো: আপনি Google Play Store থেকে কার্ড এড করার সময় যে জিমেইলে কার্ড এড করবেন। পরবর্তীতে আপনাকে সেই জিমেইল থেকে রিমুভ করতে হবে। তাহলে ফ্রি YouTube premium নেওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে জিমেইল অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

ফ্রি YouTube premium

ফ্রি YouTube premium নেওয়ার জন্য সেখান থেকে Payment & Subconscious লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কয়েকটি অপশন চলে আসবে। যেমন:

  • Payment method
  • Subtractions
  • Budget & history
  • Redeem Code

ফ্রি YouTube premium নেওয়া জন্য Payment method অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন।

ফ্রি YouTube premium

এখন আপনি Add Credit Card or Debit Card অপশনটিতে ক্লিক করুন।‌ তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার Tevau কার্ডের নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিন। তারপর আপনার কার্ডের Expiry Date এবং CVV সঠিকভাবে বসিয়ে দিন। তারপর নিচে আপনি Tevau ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার সময় যে নাম এবং এড্রেস দিয়েছেন। এখানে সেই নাম এবং এড্রেসটি সঠিকভাবে লিখুন।

এখন সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে নিচে থেকে Save Card লেখাটিতে ক্লিক করুন। তাহলে গুগল প্লে স্টোরে আপনার Tevau ডুয়েল কারেন্সি কার্ডটি সেভ হয়ে যাবে। এখন আপনি খুব সহজেই ফ্রি YouTube premium নিতে পারবেন।

ফ্রি YouTube premium নেওয়ার উপায়

ফ্রি YouTube premium নেওয়ার জন্য আপনার ইউটিউবে প্রবেশ করুন। তারপর ইউটিউব থেকে জিমেইল অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি Get You Tube Premium লেখাটিতে ক্লিক করুন।

ফ্রি YouTube premium

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘1 months for BDT O’ লেখা দেখতে পাবেন। এখন আপনি যদি আপনার জিমেইল ব্যবহার করে এখনো পর্যন্ত এক মাসের জন্য ট্রায়াল অপশনটি না নিয়ে থাকেন।‌ তাহলে আপনি এই কার্ডটি ব্যবহার করে ১ মাস ফ্রি YouTube premium চালাতে পারবেন।

তাহলে এক মাসের জন্য ফ্রি YouTube premium নেওয়ার জন্য ‘1 months for BDT O’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং তিনটি অপশন দেখতে পাবেন।

ফ্রি YouTube premium

ফ্রি YouTube premium নেওয়ার জন্য Individual অপশনে ক্লিক করে নিচে থেকে Start Trial লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে পেমেন্ট মেথড চলে আসবে এবং সেখানে আপনি google প্লে স্টোরে যে কার্ডটি অ্যাড করেছেন সেটি চলে আসবে। এখন কাডটি সিলেক্ট করে নিচে থেকে Subscribe লেখাটিতে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার মোবাইলে স্ক্রিন লক দিতে বলবে। তাহলে আপনি আপনার মোবাইলের স্ক্রিন লকটি দিয়ে দিন। এখন মোবাইল স্ক্রিন লক দেওয়া হয়ে গেলে processing লেখা চলে আসবে।

ফ্রি YouTube premium

এখন কিছুটা সময় অপেক্ষা করলে Payment successful লেখা চলে আসবে। তারপর নিচে থেকে Yes always অপশনে ক্লিক করে Ok লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে No thanks লেখাটিতে ক্লিক করুন। তাহলে ফ্রি YouTube premium নেওয়া সম্পন্ন হয়েছে। এখন আপনি সম্পূর্ণ ফ্রিতে এক মাসের জন্য ফ্রি YouTube premium ব্যবহার করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে Tevau অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করতে হয়, কিভাবে Tevau ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয় এবং কিভাবে ফ্রি YouTube premium নিতে হয় ইত্যাদি সম্পর্কে। ‌এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading