Binance থেকে ইনকাম করবেন যেভাবে ২০২৫

Binance থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে Binance ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। তবে অধিকাংশ মানুষ Binance অ্যাপস ব্যবহার করেন। শুধুমাত্র ডলার কেনাবেচা করার জন্য।

এর বাহিরে Binance অ্যাপস সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। তবে আপনি চাইলে আপনার মোবাইল/ কম্পিউটারে থাকা Binance থেকে ইনকাম করতে পারবেন। আপনার যদি Binance সম্পর্কে কিছু ধারণা থাকে। তাহলেই আপনিও Binance থেকে ইনকাম করতে পারবেন। তাই Binance থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

Binance থেকে ইনকাম করার সেরা উপায়

বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটি/ কম্পিউটারের সাহায্যে Binance থেকে ইনকাম করতে পারবেন। Binance থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার “Binance বাইনান্স” একাউন্টে প্রবেশ করুন। তাহলে সেখানে বিভিন্ন দেশের USDT “ক্রিপ্টো” দেখতে পাবেন।

এখন আপনি চাইলে সেখানে থেকে কিছু স্পোর্ট ট্রেড করতে পারবেন। এখন Binance থেকে টাকা ইনকাম করার জন্য আপনার একাউন্টের হোম পেজ থেকে “মার্ক করা” অপশনে ক্লিক করুন।

Binance থেকে ইনকাম 

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সম্পূর্ণ নতুন একটি ইন্টারপ্রেস ওপেন হবে। এখন আপনি সেখানে “Get Rewarded”  নামে একটি অপশন পাবেন ও তাঁর নিচে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Red Packet
  2. Share Red
  3. Send Campaign And
  4. Hot Deals

Binance অ্যাপস থেকে Get Rewarded মাধ্যমে ইনকাম করতে পারবেন। Binance থেকে ছোট ছোট কাজ করে প্রতিমাসে ভালো এমাউন্ট ইনকাম করা সম্ভব। এখন আমার দেখবো। কিভাবে Binance অ্যাপস থেকে Get Rewarded মাধ্যমে ইনকাম করবেন।

Red Packet থেকে ইনকাম করুন

Red Packet থেকে ইনকাম করার জন্য “Red Packet” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে “Red Packet Giveaway” লেখা দেখতে পাবেন।‌

Binance থেকে ইনকাম 

এখানে আপনি আপনার বন্ধু-বান্ধবের রেফার করে Red Packet গুলো কালেক্ট করতে পারবেন। এখানে আপনি একবারে শুধুমাত্র একটি Red Packet কালেক্ট করতে পারবেন এবং তার বিনিময়ে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন

এছাড়াও সেখানে Red Packet টাইম দেখতে পাবেন। সেই টাইমের মধ্যে আপনাকে Red Packet কালেক্ট করতে হবে। এখন Red Packet টোকেনটি কালেক্ট করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বন্ধু-বান্ধবের কাছে লিংকটি শেয়ার করতে হবে।

তবে আপনি যে ব্যক্তির কাছে এই লিংকটি শেয়ার করবেন। সেই ব্যক্তির আগে থেকে Binance একাউন্ট থাকতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: Red Packet টোকেনের মেয়াদের মধ্যে Red Packet রেফারাল লিংক শেয়ার করতে হবে।

এখন Red Packet রেফারাল লিঙ্ক শেয়ার করে ইনকাম করার জন্য নিচে থেকে “Share to with”অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

Binance থেকে ইনকাম 

এখন আপনি চাইলেই এই পোস্টটি সেভ করে রাখতে পারবেন। তাহলে পোস্টটি সেভ করে রাখার জন্য নিচে থেকে “Save Poster” অপশনে ক্লিক করুন। তাহলে পোস্টটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন সেখানে লিংকটি কপি করুন।

এখন আপনি লিংকটি যেকোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। যখন কেউ আপনার লিংকে ক্লিক করবে। তখন সেই ব্যক্তি একটি ক্লাইম করতে পারবে এবং বোনাস পাবে। যেহেতু যেই ব্যক্তি আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে ক্লাইম ইনিংস করেছেন। সেজন্য আপনিও একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বোনাস পাবেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে Binance থেকে ইনকাম করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।

Leave a Reply

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading