ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করুন লক্ষাধিক টাকা। বর্তমানে অনলাইন ইনকামের বিভিন্ন উপায় রয়েছে। যার মধ্যে জনপ্রিয় একটি মাধ্যম হলো Dropshipping। ইউরোপ আফ্রিকাতে এই কাজটির অনেক চাহিদা রয়েছে।
বিশেষ করে AliExpress, Shopify, SaleHoo, Spocket, Modalyst প্রচুর সংখ্যক মানুষ ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করছে। কিভাবে আপনিও ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম শুরু করতে পারবেন বিস্তারিত জানুন আজকের পোস্টে।
ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার সহজ উপায়
ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার সহজ উপায়। সাধারণত বাংলাদেশে ড্রপশিপিং এর একটি সার্ভিস চালু হয়েছে। যে সার্ভিসটি চালু করেছেন BD Shop। BD Shop ওয়েবসাইটের মাধ্যমে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে আপনি যদি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে চান। তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে ড্রপশিপিং একাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করবেন।
ড্রপশিপিং একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম
ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে ড্রপশপিংয়ে একটি একাউন্ট সাইন আপ করতে হবে। এখন আপনি মোবাইল কিংবা কম্পিউটার থেকে একাউন্ট সাইন আপ করতে পারবেন।
তাহলে আপনার পছন্দ অনুযায়ী ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বক্সে dropshop.com.bd লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি ড্রপশপিং ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন ওয়েবসাইটের হোম পেজ বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্যাটাগরি দেখতে পাবেন। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন। উদাহরণ স্বরূপ, আপনি কিবোর্ড সেল করে ইনকাম করতে চাচ্ছেন। তাহলে কিবোর্ড প্রোডাক্টের উপর ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে অসংখ্য কিবোর্ডের কালেকশন দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কিবোর্ড সেল করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে গেমিং হেডফোন সেল করে ইনকাম করতে পারবেন।
আপনি যদি গেমিং হেডফোন সেল করে ইনকাম করতে চান। তাহলে ওয়েবসাইটের হোম পেজ থেকে গেমিং হেডফোন সিলেক্ট করুন। এখন পরবর্তী অপশনে গেমিং হেডফোনের অসংখ্য কালেকশন দেখতে পাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী গেমিং হেডফোন সেল করে ইনকাম করতে পারবেন। এভাবে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
তবে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার জন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে একটি একাউন্ট সাইন আপ করতে হবে। তাহলে আপনি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন। অন্যথায়, আপনি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিন্তু ড্রপশপিংয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়।
ড্রপশিপিংয়ে একাউন্ট সাইন আপ করুন
ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার জন্য সর্বপ্রথম একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এখন ড্রপশিপিং একাউন্ট তৈরি করার জন্য ওয়েবসাইটের হোম পেজ থেকে “Join as a Dropshipper” অপশন ক্লিক করুন।
তাহলে একাউন্ট তৈরি করার জন্যএকটি রেজিস্ট্রেশন ফরম চলে আসবে। এখন আপনাকে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে। এখন প্রথমেই আপনার Full Name, Email Address এবং Password লিখুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা নিরাপদে আয় করুন
এরপর সঠিকভাবে আপনার মোবাইল নাম্বার, শপের নাম, বিজনেস এড্রেস এবং সিটি লিখুন। এখন Website or page Url অপশন ক্লিক করে আপনার ফেসবুকের পেজের নাম লিখুন। তারপর স্কোল করে নিচে নামুন। তাহলে আপনাকে ড্রপশপিংয়ে একাউন্ট তৈরি করার জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে। সেটি দেখতে পাবেন।
ড্রপ শপিংয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ৩,০০০ টাকা রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে। তাহলে আপনি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি আমাদের দেওয়া কুপন কোড ব্যবহার করে একাউন্ট রেজিস্ট্রেশন করেন।
তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ, 1,500 টাকায় একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন আপনাদের ভিতরে অনেকেই মনে করেন। ড্রপশিপিংয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কেন রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে? যেহেতু, ড্রপশিপিং থেকে আপনাকে সার্ভিসটি দেওয়া হবে। যেমন:
- প্রোডাক্ট অর্ডার আসলে ড্রপশিপিং থেকে ইনভয়েস প্রিন্ট করা
- প্যাকেজিং হ্যান্ডেল করা এবং
- প্রোডাক্ট রিটার্ন আসলে হ্যান্ডেল করা ইত্যাদি কাজ ড্রপশিপিং থেকে করা হবে। তাই আপনাকে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে
এখন একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য নিচে থেকে “Join as Dropshipper” অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি পেজ ওপেন হবে।
এখানে আপনার দেওয়া সকল ইনফরমেশন চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখানে থাকা প্রত্যেকটি অপশন আবারোও চেক করুন। এখন সকল অপশন সঠিক থাকলে স্কোল করে নিচে নামুন। তাহলে সেখানে “কুপন কোড ব্যবহার করতে চান” নামে একটি অপশন দেখতে পাবেন।
এখন আপনি কুপন কোড ব্যবহার করতে চান অপশনের পাশে থেকে “এডজাস্ট করতে এখানে ক্লিক করুন” লেখাটিতে ক্লিক করুন। তাহলে নিচে কুপন কোড দেওয়ার অপশন চলে আসবে। সেখানে ক্লিক করে আমাদের দেওয়া কুপন কোডটি বসিয়ে দিন। কুপন কোড: sohag360।
তারপর পাশে থেকে apply coupon অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ৩,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা বাদ দেওয়া হবে। অর্থাৎ, ড্রপশিপিংয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ১,৫০০ টাকা পেমেন্ট করতে হবে। তাহলে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
এখন পেমেন্ট করার জন্য নিচে থেকে “Pay with Bkash” অপশন ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। এখন আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ নাম্বারে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে।
সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে Continue অপশন ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে বিকাশ একাউন্টের পিন নাম্বার বসিয়ে আবারোও Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ একাউন্ট থেকে নির্ধারিত ব্যালেন্সটি কেটে নেওয়া হবে এবং Thank you your order has been received লেখা চলে আসবে।
এখন আপনার একাউন্টটি এক্টিভ হওয়ার জন্য কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার একাউন্টটি এক্টিভ হয়ে যাবে। যখনি আপনার একাউন্ট এক্টিভ হয়ে যাবে। তখন my panel অপশন ক্লিক করে আপনার চ্যানেলটি চেক করতে পারেন।
এখন my panel একাউন্ট কত টাকা রয়েছে। সেটি চেক করতে পারবেন। তাছাড়াও ড্যাশবোর্ড থেকে প্রফিটের পরিমাণ, অর্ডার এবং কাস্টমারের ডিটেইল ইত্যাদি তথ্য দেখতে পাবেন। এছাড়াও “আমার অর্ডারগুলি” অপশনে ক্লিক করে আপনার কাস্টমারের তালিকা দেখতে পাবেন।
তারপর প্রফিট অপশনে ক্লিক করে আপনার প্রফিট এবং পেমেন্ট ওঠান অপশন থেকে আপনার ইনকাম কৃত টাকাটি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন। যখনি আপনার একাউন্ট ৫০০ টাকা হয়ে যাবে। তখন আপনি সরাসরি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন।
আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম সাইট প্রতিদিন ১০ ডলার আয় করুন ২০২৫
ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করা টাকাটি উইথড্র দেওয়ার জন্য একাউন্টের হোমপেজ থেকে “পেমেন্ট উঠান” অপশন ক্লিক করুন। এখন পরবর্তী অপশন থেকে Configure অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিন এবং Save info অপশনে ক্লিক করুন। তাহলে উইথড্র অপশনে আপনার মোবাইল নাম্বারটি এড হয়ে যাবে। তারপর যখন আপনি পেমেন্ট নেওয়ার জন্য উইথড্র রিকুয়েস্ট দিবেন। তখন আপনার দেওয়া বিকাশ নাম্বারে আপনার ব্যালেন্সটি চলে যাবে।
আপনার একাউন্টের প্রোফাইল কাস্টমাইজ করার জন্য ড্যাশবোর্ড থেকে প্রোফাইল অপশন ক্লিক করে আপনার প্রোফাইলটি কাস্টমাইজ করতে পারবেন। এখন সেখানে একটি রিসেলার আইডি দেখতে পাবেন। সেই রিসেলার আইডিটি সংরক্ষণ করে রাখতে হবে। রিসেলার আইডিটি পরবর্তীতে প্রয়োজন হতে পারে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে হয়। আপনি যদি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে চান। তাহলে ড্রপশিপিং থেকে প্রোডাক্ট সেল করতে হবে। নিচে কিভাবে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে হয় এবং কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ড্রপশিপিং থেকে প্রোডাক্ট সেল করে ইনকাম করুন
ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করার জন্য সর্বপ্রথম একাউন্টের হোম পেইজে প্রবেশ করুন। তাহলে সেখানে অসংখ্য প্রোডাক্টের নাম এবং ছবি দেখতে পাবেন। এখন আপনি যে প্রোডাক্টটি সেল করে ইনকাম করতে চাচ্ছেন। সেই প্রোডাক্টটির উপর ক্লিক করুন।
উদাহরণ স্বরূপ, আপনি পাওয়ার ব্যান্ড সেল করে ইনকাম করতে চাচ্ছেন। তাহলে সেখান থেকে পাওয়ার ব্যান্ড প্রোডাক্টের উপর ক্লিক করুন। এখন পরবর্তী অপশন অসংখ্য পাওয়ার ব্যান্ড এবং প্রাইস দেখতে পাবেন। এখন আপনি যে পাওয়ার ব্যান্ডটি বিক্রয় করতে চাচ্ছেন। সেটি সিলেক্ট করুন।
তাহলে সেখানে পাওয়ার ব্যান্ডের সকল ইনফরমেশন দেখতে পাবেন। যেমন: পাওয়ার ব্যান্ডের নাম, প্রাইস, প্রফিট, প্রোডাক্টের আইডি এবং কতটি প্রোডাক্ট রয়েছে ইত্যাদি। অর্থাৎ, পাওয়ার ব্যান্ডের সকল ডিটেলস দেখতে পাবেন। তাছাড়াও একটি পাওয়ার ব্যান্ড বিক্রয় করলে কত টাকা প্রফিট পাবেন। সেটিও দেখতে পাবেন।
এখন আপনি চাইলে সেখান থেকে পাওয়ার ব্যান্ডের বিক্রয় মূল্য কমবেশি করতে পারেন। তাহলে আপনি পাওয়ার ব্যান্ডটি কত টাকা বিক্রয় করতে চাচ্ছেন। সেই এমাউন্টটি সিলেক্ট করুন। তারপর নিচে “এডভান্স পেমেন্ট করুন” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি কাস্টমারের থেকে অগ্রিম টাকা নিতে পারবেন।
অবশ্যই প্রোডাক্টটি সেল করার আগে কাস্টমার থেকে অগ্রিম 200 টাকা নিতে হবে। অথবা আপনি চাইলে কাস্টমার থেকে সম্পূর্ণ টাকাটি এডভান্স নিতে পারেন। এছাড়াও কাস্টমারের কাছে প্রোডাক্ট গুলো পাইকারি দামে সেল করতে পারেন। এখন প্রোডাক্টটি বিক্রি করার জন্য আপনাকে প্রোডাক্টের বিজ্ঞাপন অর্থাৎ, ফেসবুক কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হবে।
এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে “ডাউনলোড” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তাহলে পাওয়ার ব্যান্ডের সকল ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। এখন সেই ছবিগুলো দিয়ে ফেসবুক কিংবা যেকোনো প্ল্যাটফর্মে মার্কেটিং করতে পারবেন।
এখানে আপনি প্রোডাক্টের সকল ডিটেলস দেখতে পাবেন। সেই ডিটেলস গুলো ব্যবহার করে প্রোডাক্টটি মার্কেটিং করতে পারবেন। অথবা কোন কাস্টমার যদি আপনার প্রোডাক্টটি নিতে আগ্রহী হয়। তাহলে সেই কাস্টমারের কাছে প্রোডাক্টের ছবি এবং ডিটেলস বর্ণনা করতে পারবেন।
এভাবে করে আপনি যেকোনো প্লাটফর্মে প্রোডাক্টের ছবি এবং ডিটেলস দিয়ে মার্কেটিং করতে পারবেন। যখনি কোন কাস্টমার আপনার প্রোডাক্টটি নিতে আগ্রহী হবে। তখন কাস্টমার থেকে অগ্রিম ২০০ টাকা এডভান্স এবং প্রোডাক্ট অর্ডারের কিছু ডিটেলস নিতে হবে। যেমন:
- কাস্টমারের নাম
- কাস্টমারের এড্রেস
- মোবাইল নাম্বার এবং
- ইমেইল এড্রেস ইত্যাদি
এখন কাস্টমারের অর্ডারটি ড্রপশিপিংয়ে এড করার জন্য একাউন্টের হোমপেজ থেকে My panel অপশন ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে “আমার কাস্টমারগন” অপশনে ক্লিক করুন।
এখন ডান পাশে “এড” নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কাস্টমার এড করার জন্য একটি ফর্ম ওপেন হবে। এখন ফর্মে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Customer name
- Delivery address
- City
- Mobile number এবং
- Email address
এখন প্রথমে কাস্টমারের নাম সঠিকভাবে লিখুন। তারপর কাস্টমারের ডেলিভারি এড্রেস ও সিটি সিলেক্ট করুন। এরপর কাস্টমারের মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস লিখে “কাস্টমার এড করুন” অপশন ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে ওকে লেখাটিতে ক্লিক করুন।
তাহলে আপনার কাস্টমার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং কাস্টমারের ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে। যখনি কাস্টমার একাউন্ট তৈরি করা সম্পন্ন হবে। তখন সেখানে “Shop as customer” লেখাটি চলে আসবে।
এখন আপনি Shop as customer অপশনে ক্লিক করে প্রোডাক্টটি খুঁজে বের করতে পারবেন। তাহলে প্রোডাক্টটি খুঁজে বের করার জন্য “Shop as customer” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে সার্চ করার একটি অপশন দেখতে পাবেন।
এখন সার্চ অপশনে প্রোডাক্টের আইটি লিখে সার্চ করুন। তাহলে প্রোডাক্টটি চলে আসবে। এখন আপনি যদি কাস্টমারের থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। তাহলে “সাজেস্টেড প্রোফাইলের বাইরে এক্সট্রা প্রফিট” অপশন ক্লিক করুন এবং সেই এমাউন্টটি সিলেক্ট করুন। এরপর নিচে থেকে “অর্ডার লিস্টে এড করুন” অপশন ক্লিক করে অর্ডারটি এড করুন।
তাহলে প্রোডাক্টটি কার্ডে এড হয়ে যাবে। এখন আপনি চাইলে একসাথে মাল্টিপল প্রোডাক্ট চেক আউট করতে পারবেন। এখন কার্ড অপশন কাস্টমারের ডিটেলস দেখতে পাবেন। এখন নিচে থেকে কাস্টমারের লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ সিলেক্ট করুন এবং “check out” অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: ভিডিও দেখে ফ্রি টাকা ইনকাম app | দৈনিক ২০০ টাকা
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আবারোও সকল ডিটেলস চলে আসবে। এখন আপনাকে বিকাশের মাধ্যমে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করার জন্য নিচে থেকে Pay with Bkash অপশন ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের নাম্বারটি বসিয়ে কনফার্ম করুন।
এখন আপনার বিকাশ নাম্বারে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে আবারোও কনফার্ম করুন। তারপর পরবর্তী অপশন থেকে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি বসিয়ে কনফার্ম করুন। তাহলে প্রোডাক্টের অর্ডার কমপ্লিট হয়ে যাবে।
এখন আপনি Switch to Reseller অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে রিসেলার একাউন্টে নিয়ে আসবে। যখনি আপনার অর্ডারটি কাস্টমারের কাছে ডেলিভারি হবে। তখন সেই প্রোডাক্ট থেকে কত টাকা প্রফিট করেছেন। সেটি আপনার একাউন্টের ব্যালেন্স এড হয়ে যাবে।
আর যখন আপনার একাউন্ট ৫০০ টাকা ব্যালেন্স হয়ে যাবে। তখন আপনি বিকাশের মাধ্যমে আপনার ইনকাম কৃত টাকাটি উইথড্র করতে পারবেন। এভাবে করে আপনি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন। ড্রপশিপিং থেকে যত বেশি প্রোডাক্ট মার্কেটিং করে সেল করতে পারবেন।
তত বেশি প্রফিট পাবেন। এভাবে আপনি যদি প্রতিদিন ৫ থেকে ৭টি করে প্রোডাক্ট সেল করতে পারেন। তাহলে দৈনিক ১০০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে কোন প্রকারের ইনভেস্ট করতে হবে না। আপনি ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে ড্রপশিপিং করে ঘরে বসে ইনকাম করতে হয় এবং কিভাবে প্রোডাক্ট মার্কেটিং করে কাস্টমারের কাছে সেল করতে হয়। এরকম আরোও ইনকাম রিলেটেড আর্টিকেল পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।