Remotasks ওয়েবসাইট থেকে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনার মোবাইল কিংবা কম্পিউটারে কাজ করে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন। আজকের পোস্টে আমরা আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।
যে ওয়েবসাইটে প্রতিদিন ছোট ছোট কাজ করে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে এই সাইটে একাউন্ট তৈরি করতে হয়, কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে উইথড্র করতে হয়। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
Remotasks ওয়েবসাইট দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার উপায়
Remotasks ওয়েবসাইট থেকে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে এই সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আপনি সেখান থেকে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। এই সাইটে বাংলাদেশ ছাড়াও আরোও ৮৯টি দেশ থেকে কাজ করতে পারবেন।
সাধারণত Remotasks ওয়েবসাইটে ছোট ছোট অসংখ্য কাজ পেয়ে যাবেন। আর সেই ছোট ছোট কাজগুলো করে আপনি প্রতিমাসে ভালো এমাউন্ট ইনকাম করতে পারবেন। এই সাইটে আপনি সম্পূর্ণ ফ্রিতে একাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন। তবে ইনকাম করার জন্য আগে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিম্নে Remotasks ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার নিয়ম দেখানো হলো।
কিভাবে Remotasks ওয়েবসাইটে একাউন্ট তৈরি করবো
Remotasks ওয়েবসাইটে একাউন্ট তৈরি করার জন্য যেকোনো ব্রাউজার থেকে Remotasks.com লিখে সার্চ করুন। তারপর search result আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা নিম্নের লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
Remotasks ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপর থেকে সাইন আপ লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে সাইন আপ এর অপশন চলে আসবে। সেখান থেকে I agree to the…… অপশনে টিক চিহ্ন দিয়ে দিন। এখানে আপনি ফেসবুক অথবা জিমেইলের মাধ্যমে একাউন্ট তৈরি করতে পারবেন।
জিমেইলের মাধ্যমে একাউন্টে তৈরি করার জন্য জিমেইল অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার মোবাইলে থাকা সকল gmail গুলো চলে আসবে। এখন আপনি যে জিমেইলটি দিয়ে Remotasks ওয়েবসাইটে একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেখান থেকে সেই জিমেইলের উপর ক্লিক করুন।
তাহলে কিছুটা সময় লোড নেবে এবং পরবর্তী অপশনে কিছু ট্রাম্প এন্ড কন্ডিশন চলে আসবে। এখন আপনি সেখান থেকে ট্রাম্প এন্ড কন্ডিশন গুলো ভালোভাবে পড়ুন এবং টিক চিহ্ন দিয়ে দিন। এরপর নিচে থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করুন। তাহলে আবারও কয়েক সেকেন্ড লোড নিবে এবং আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
এখন আপনি নিচে থেকে নেক্সট লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে আপনার লোকেশন সিলেক্ট করে নেক্সট অপশন এ ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার মোবাইল অথবা কম্পিউটারের ক্যাপাসিটি দেখতে পাবেন। অর্থাৎ, RAM দেখতে পাবেন। এখন আপনার মোবাইল অথবা কম্পিউটারের RAM সিলেক্ট করুন এবং আবারোও নেক্সট অপশনে ক্লিক করুন। তাহলে Your all set.. লেখা চলে আসবে।
এখন পরবর্তী অপশন থেকে আবারোও নেক্সট অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে অনেক গুলো নির্দেশনা দেখতে পাবেন। এখন আপনি সেখান থেকে নির্দেশনা গুলো ভালোভাবে পড়ুন এবং নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এভাবে করে পরপর কন্ডিশন গুলো পড়ুন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করুন ২০২৫
এভাবে করে আপনাকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন সাতটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আবারোও continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে কয়েকটি টমস এন্ড কন্ডিশন দেখতে পাবেন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন এবং Start Tasking অপশনে ক্লিক করুন।
এখন আপনি এই সাইটে কাজ করতে পারবেন। তবে কাজ করার জন্য আপনার মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে desktop mode On করুন। এখন আপনি Back to dashboard অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে একাউন্টের হোম পেইজে নিয়ে আসবে। সেখানে আপনি অসংখ্য ছোট ছোট কাজ পাবেন। সেই কাজগুলো করে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করবো
Remotasks ওয়েবসাইট থেকে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করার জন্য আপনার রেমো টাক্স একাউন্টে প্রবেশ করুন। এখন আপনি এই সাইটে কিভাবে কাজ করবেন। সকল প্রসেস Training অপশনে ক্লিক করে দেখতে পাবেন। এখন কিভাবে কাজটি করতে হয়। সেটি দেখার জন্য হোম পেইজ থেকে Training অপশনে ক্লিক করুন।
এখন আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কাজের ইনস্ট্রাকশন গুলো দেখতে পাবেন। এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার ট্রেডিং গুলো কমপ্লিট করতে হবে। তাহলে আপনি এখানে কাজ করে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
এখানে আপনি ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সেখান থেকে প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে করে আপনি এই সাইটে প্রতিদিন অসংখ্য কাজ পেয়ে যাবেন। সেই কাজগুলো করে আপনি দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
Remotasks ওয়েবসাইট থেকে উইথড্র দেওয়ার নিয়ম
Remotasks ওয়েবসাইট থেকে উইথড্র দেওয়ার জন্য আপনার একাউন্টের নামের উপর ক্লিক করুন। তাহলে নিচে আপনার আইডি, ইমেইল, নাম, অ্যাকাউন্ট এবং লকআউট অপশন চলে আসবে। এখন উইথড্র দেওয়ার জন্য অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করুন।
তাহলে কিছুটা সময় লোড নিবে এবং বাম পাশে চারটি অপশন চলে আসবে। যেমন:
- Accounts Settings
- Profile
- Passport and security এবং
- Payment
এখন আপনি Payment লেখাটিতে ক্লিক করুন। তাহলে পাশে উইথড্র দেওয়ার অপশন চলে আসবে। এখানে আপনি পেপালের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। তবে বাংলাদেশ থেকে পেপালের মাধ্যমে উইথড্র দিতে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। এখন ঝামেলা ছাড়াই বিকাশ ও রকেটের মাধ্যমে উইথড্র দেওয়ার জন্য Airtm অপশনে ক্লিক করুন।
Remotasks ওয়েবসাইট থেকে উইথড্র করা টাকা আপনি Airtm মাধ্যমে উইথড্র করে বিকাশ রকেটের মাধ্যমে নিতে পারবেন। Airtm প্রতি ডলারের মূল্য ১১৮ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন নিচে আপনাকে Airtm জিমেইল এড্রেস বসাতে হবে। যখন আপনি Remotasks ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করেছেন।
তখন সেখানে একটি Airtm জিমেইল এড্রেস দেওয়া হয়েছে। এখানে সেই Airtm জিমেইল এড্রেসটি সঠিকভাবে বসিয়ে দিন এবং নিচে থেকে “সাবমিট” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টে আপনার ইনকাম করা টাকাটি উইথড্র হয়ে যাবে। সেখান থেকে বিকাশ কিংবা রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে Remotasks ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরির নিয়ম, কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে উইথড্র দিতে হয় জানতে পেরেছেন। এরকম আরোও ইনকাম রিলেটেড, মোবাইল রিভিউ, লোন এবং ইন্সুরেন্স সম্পর্কে জানতে প্রতিনিয়ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!
Disclaimer: এই আর্টিকেলটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে তৈরি। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র আপনাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে। তাই কাজ করার পূর্বে যাচাই-বাছাই করে নিন। আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। আপনার আর্থিক ক্ষতির জন্য আমরা দায়ী নয়।