কিভাবে একটি YouTube চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন ২০২৫

YouTube চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা সঠিকভাবে জানেন না। কিভাবে YouTube চ্যানেল খুলতে হয়। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে সঠিক নিয়মে YouTube চ্যানেল খুলবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।

YouTube চ্যানেল খুলে টাকা ইনকাম করুন

YouTube চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে YouTube.com লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি youtube এর ওয়েব সাইটে নিয়ে আসবে।

YouTube চ্যানেল খুলে টাকা ইনকাম

YouTube চ্যানেল খোলার জন্য নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Home
  2. Short এবং
  3. Me

এখন আপনি Me অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে “Sing in” নামে একটি অপশন দেখতে পাবেন। তাহলে আপনি Sing in অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশন থেকে Create Account অপশনে ক্লিক করুন। তাহলে নিচে তিনটি অপশন শো করবে। যেমন:

  1. For my personal Use
  2. For My child এবং
  3. For work or my business

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী YouTube চ্যানেল অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি ব্যক্তিগত YouTube চ্যানেল খুলবেন। তাহলে “For my personal Use” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

YouTube চ্যানেল খুলে টাকা ইনকাম

তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী YouTube চ্যানেল Fast Name এবং Last Name লিখে নিচে থেকে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে লিখুন। তারপর আপনার লিঙ্গ সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।

আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম সাইট | প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা উপার্জন করুন ২০২৫

তাহলে আপনাকে পরবর্তীতে আপনি নিয়ে যাবে সেখানে আপনার একটি ইমেইল বা জিমেইল এড্রেস দিতে হবে। আপনার মেইলটি বসিয়ে Next ক্লিক করলে আপনার মেইলে একটি কোড চলে যাবে এখন কোডটি সঠিকভাবে বসিয়ে আমারও Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলা হবে। এখন আপনি একটি পাসওয়ার্ড লিখুন তারপর Confirm পাসওয়ার্ড হিসেবে একই পাসওয়ার্ড বসিয়ে Next বাটনে ক্লিক করুন।

তারপর আপনাকে গুগলে প্রাইভেসি পলিসি দেখানো হবে সেগুলো নিচ থেকে I agree করে দিন। তাহলে আপনার YouTube চ্যানেল খোলার বেসিক ধাপ সম্পন্ন হবে এবং আপনাকে ইউটিউবের হোম পেজে নিয়ে আসবে। এখন আপনার একাউন্টকে কমপ্লিট করার জন্য নিচে থেকে You অপশনে ক্লিক করুন।

YouTube চ্যানেল খুলে টাকা ইনকাম

চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একটি চূড়ান্ত YouTube চ্যানেল খুলবেন এবং সে একাউন্ট দিয়ে অনলাইন থেকে ফ্রি টাকা ইনকাম করবেন।

YouTube চ্যানেল খোলার শেষ ধাপ

“You” অপশন এ ক্লিক করার পর আপনাকে চ্যানেল খোলার অপশনে নিয়ে আসবে। সেখানে আপনার জিমেইলের নাম দেখতে পাবেন এবং তার নিচে “Create a channel” অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন তাহলে আপনার YouTube চ্যানেল খোলার অপশন চলে আসবে। সেখানে আপনাকে First name এবং Last Name অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে।

এখন আপনি চাইলে আগের নাম পরিবর্তন করে নতুন নাম দিতে পারেন অথবা আগের নাম বহাল রেখে “Create Channel” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একটি YouTube চ্যানেল খোলা সম্পন্ন হবে।

প্রফেশনাল YouTube চ্যানেল কাস্টমাইজেশন

এ পর্যায়ে আপনার চ্যানেলটিকে প্রফেশনাল একজন ইউটিউব চ্যানেলের মত তৈরি করার জন্য কিছু সেটিং ও কাস্টমাইজ করতে হবে। সেটি করার জন্য প্রথমে আপনাকে উপরের থ্রি ডট থেকে Desktop mode অন করে নিতে হবে। এখন আপনি “Channel status and futures” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।‌

YouTube চ্যানেল খুলে টাকা ইনকাম

এখন আপনি Standard features অপশনে Enable লেখা দেখতে পাবেন। এখন আপনি intermediate features এবং Advanced Features অপশনে ক্লিক করলে দেখতে পাবেন। সেখানে আপনাকে কোন কোন ফিচারচ গুলো এড করতে হবে। এখন আপনি verify Fon Number অপশনে ক্লিক করে আপনার ফোন নম্বর ভেরিফাই করুন।

আরোও পড়ুন: ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করুন ২০২৫ ✓ Facebook income

তাহলে মোবাইল নম্বর ভেরিফিকেশন করার জন্য verify Fon Number অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে দিন। তাহলে আপনার Fon Number ভেরিফিকেশন সম্পন্ন হবে। আপনি যদি আপনার মোবাইল নম্বর ভেরিফাই করেন। তাহলে নিম্নের সুবিধা গুলো উপভোগ করতে পারবেন। যেমন:

  • Custom thumbnaills
  • Live streaming এবং
  • Video’s longer than 15 minutes

এখন আপনি যদি Advanced Features অপশনে ক্লিক করেন। তাহলে আপনি কি কি সুবিধা পাবেন সেটি দেখতে পাবেন। যেমন:

  • Appealing Content I’d Claim
  • Create more shorts daily
  • Eli bible to apply for Monetization
  • External link’s in video description
  • Test and compare different
  • thambnails এবং
  • Embed like streams ইত্যাদি

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে সঠিক নিয়মে YouTube চ্যানেল খুলতে হয়, কিভাবে একাউন্ট ভেরিফিকেশন করতে হয় এবং কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইত্যাদি সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

রাইটার:

সুমাইয়া খাতুন সাথী (CEO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading