গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম ২০২৫

গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম, গ্রীন লাইন পরিবহন কাউন্টার নাম্বার,  Shohoz ওয়েবসাইট থেকে গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম এবং অনলাইনে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম

গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে greenlinebd.com লিখে সার্চ করুন।‌ তাহলে আপনাকে সরাসরি greenline ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

গ্রীন লাইন বাস টিকেট

এখন আপনি প্রথমেই দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Bus এবং
  2. Cruise

গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য ‘Bus’ অপশনে ক্লিক করুন। তারপর নিচে তিনটি অপশন দেখতে পাবেন। এখন আপনি কোন জায়গায় ভ্রমণ করতে চাচ্ছেন। সেই অনুযায়ী অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:

  1. Leaving from
  2. Going to এবং
  3. Departing date

তাহলে আপনি আপনার ভ্রমণের তথ্য দিয়ে উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন এবং নিচে থেকে ‘Search Now’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ভ্রমণের তারিখে যে সকল বাস রয়েছে সকল বাসের তথ্যগুলো চলে আসবে।

গ্রীন লাইন বাস টিকেট

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী বাস সিলেক্ট করুন। গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য ‘View seats’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে কয়টি সিট বুকিং করা এবং কয়টি সিট খালি রয়েছে। সেটি দেখতে পাবেন। এখন সেখানে আপনি লক্ষ্য করলে দেখবেন। ‘লাল মার্ক করা’ সিটগুলো আগে থেকে বুকিং করা হয়েছে এবং ‘সবুজ মার্ক করা’ সিটগুলো ফাঁকা রয়েছে।

আরোও পড়ুন: অনলাইনে অগ্রিম বাসের টিকিট কাটার নিয়ম ২০২৫

এখন আপনাকে ‘সবুজ মার্ক করা’ সিটগুলো থেকে সিট পছন্দ করতে হবে। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিট সিলেক্ট করুন। তারপর পাশে থেকে ‘choose boarding point & Time’ অপশনে আপনি যে কাউন্টার থেকে বাসে উঠবেন সেটি সিলেক্ট করুন।

এখন সকল অপশন সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে থেকে Next লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

গ্রীন লাইন বাস টিকেট

এখন প্রথমেই আপনি ‘passenger details’ দেখতে পাবেন এবং তার নিচে আরোও কতগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Name
  • Gender
  • Mobile number
  • Email address এবং
  • Remarks (Optional)

তাহলে প্রথমেই আপনার নাম এবং জেন্ডার সিলেক্ট করুন। তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস সঠিকভাবে লিখুন। Remarks অপশনটি Optional আপনি চাইলে পুরন করতে পারবেন। অন্যথায়, অপশনটি ফাঁকা রাখুন এবং স্ক্রোল করে নিচে নামুন। তাহলে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন। এখন আপনাকে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করতে হবে।

অনলাইনে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট পদ্ধতি

অনলাইনে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট আপনি তিনভাবে করতে পারবেন। যেমন:

  1. Mobile banking
  2. Debit or credit card এবং
  3. Internet banking

গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি Mobile banking মাধ্যমে পেমেন্ট করবেন। তাহলে Mobile banking সিলেক্ট করে Bkash সিলেক্ট করুন এবং Proceed to pay অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বিকাশ একাউন্টের পেমেন্ট গেটওয়ে ওপেন হবে।

আরোও পড়ুন: অনলাইনে রেলওয়ে টিকেট কাটার নিয়ম ২০২৫

এখন আপনি আপনার বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বর একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই কোডটি বসিয়ে Confirm লেখাটিতে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে আবারোও Confirm লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার গ্রীন লাইন বাস টিকেট অনলাইন পেমেন্ট সম্পন্ন হবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

গ্রীন লাইন বাস টিকেট

এখন সেখানে আপনার টিকিটের বুকিং ডিটেলস দেখতে পাবেন। যেমন: আপনার নাম, ভ্রমণের তারিখ, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস ইত্যাদি। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: এখান থেকে টিকেটটি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে হবে।

তাছাড়াও আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল এড্রেসে আপনার টিকিটের কপিটি পাঠানো হবে। সেখান থেকে আপনি চাইলে আপনার টিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনি এই গ্রীন লাইন বাস টিকেট ব্যবহার করে বাসে ভ্রমন করতে পারবেন।

https://youtu.be/u42_ou9C3JM?si=ySSeUs0ep-Dg6JBB

গ্রীন লাইন পরিবহন কাউন্টার নাম্বার ও টিকেট বুকিং অফিস

বাংলাদেশে প্রথম গ্রীন লাইন পরিবহন Dhaka to Cox’s Bazar এবং Chittagong to benapole এসি স্লিপার কোর্স সার্ভিস চালু করেছে। তাছাড়া ও গ্রিন লাইন পরিবহন বাংলাদেশে প্রথম বারের মতো দূর পাল্লায় রুটে জার্মানি ম্যান ব্রান্ডের (Germany men brand) ডাবল ডেকার বাস সার্ভিস চালু করেছে।

গ্রীন লাইন পরিবহনের রুট সমূহ

  • ঢাকা-চট্টগ্রাম-ঢাকা
  • চট্টগ্রাম-বনাপোল-চট্টগ্রাম
  • চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম
  • ঢাকা-রাজশাহী-ঢাকা
  • ঢাকা-কক্সবাজার-ঢাকা
  • ঢাকা-খুলনা-ঢাকা
  • ঢাকা-টেকনাফ-ঢাকা
  • ঢাকা-সিলেট-ঢাকা
  • ঢাকা-বেনাপোল-ঢাকা

গ্রীন লাইন পরিবহন কাউন্টার ও হেল্পলাইন নাম্বার

গ্রীন লাইন পরিবহন সম্পর্কে যেকোনো সেবা গ্রহণ করতে। অথবা হেল্প লাইনে কথা বলতে নিম্নের নম্বর গুলোতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার যদি কোন অভিযোগ থাকে সেটিও জানাতে পারবেন উক্ত নম্বর গুলোতে।

  • 01730-060004
  • 01730-060071
  • 01730-060072
  • 01730-060073
  • 01970-060004

গ্রীন লাইন পরিবহন পানিপথ এর রুট

  • ঢাকা-বরিশাল-ঢাকা
  • টেকনাফ-সেন্ট মার্টিন-টেকনাফ
  • গ্রীন লাইন ঢাকা পরিবহন কাউন্টার নম্বর
  • গ্রীন লাইন রাজারবাগ কাউন্টার ৯/২২ আউটার সার্কুলার রোড, মোমেনবাগ, রাজারবাগ। যোগাযোগ করুন: +880-2-8331302, +880-2-9339623‌ +880-2-8315380
  • গ্রীন লাইন আরামবাগ কাউন্টার ১৬৭/১ ইডেন কমপ্লেক্স,মতিঝিল, আরামবাগ, যোগাযোগের নম্বরঃ+88-01730060009 +880-2-7192301
  • গ্রীন লাইন ফকিরাপুল কাউন্টার ১২, ফকিরপুল হোটেল ইস্টার্ন যোগাযোগের নং: +880-2-7191900
  • কলাবাগান কাউন্টার ৬৯ শেখ রাসেল স্কয়ার,পান্থপথ,কলাবাগান যোগাযোগের নং: +88-01730060006, +880-2-9133145, +880-2-9112287
  • সোহরাব পেট্রল পাম্প, কল্যাণপুর কাউন্টার দক্ষিণ কল্যাণপুর যোগাযোগ করুন: +880-2-9008694, +88-01730060080, +880-2-9006694
  • খালেক পেট্রোল পাম্প, কল্যাণপুর ২ কাউন্টার ৯ দক্ষিণ কুলায়ণপুর যোগাযোগের নম্বরঃ +880-2-8032957
  • গৌপালবাগ, সায়েদাবাদ কাউন্টার সায়েদাবাদ যোগাযোগের নং: +8804478660011
  • উত্তরা কাউন্টার হাউস ০৪, সেক্টর ০৬, রোড ১২, হাউজ বিল্ডিং, উত্তরা। যোগাযোগ নং: +88-01970060075
  • বাড্ডা কাউন্টার-খ১৯৫,লায়ন আই হাসপাতালের বিপরীতে, মধ্য বাড্ডা, গুলশান যোগাযোগ করুন: +88-01970060074
  • নন্দা, নন্দা কাউন্টার আবিদ আলী মার্কেট যমুনা ফিউচার পার্কের বিপরীতে,গুলশান যোগাযোগ করুন: +88-04478660021
  • গ্রীন লাইন যশোর কাউন্টার নম্বর
  • গাড়ি খাঁনা রোড, যশোর কাউন্টার গাড়ি খাঁনা কাউন্টার যোগাযোগের নং: +88-0421-68389
  • +88-01730060038
  • গ্রীন লাইন সিলেট কাউন্টার
  • নিউমার্কেট, নিউমার্কেট কাউন্টার, খাজরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন : +88-01730060039
  • হজরত শাহ জালাল (র) মাজার গেট, মাজার গেট কাউন্টার যোগাযোগের নং: +88-01970060034
  • সুবহানঘাট মেইন রোড, সুবহানঘাট কাউন্টার,ওসিস হাসপাতালের বিপরীতে যোগাযোগের নং: +88-01730060036,
  • +8821-720161
  • কদমতলি মোড়, হুমায়ুন রশীদ চত্বর কাউন্টার হুমায়ুন রশীদ চত্বর যোগাযোগ করুন:+88-01970060036

আরোও পড়ুন: ফরম নম্বর দিয়ে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড 2025

গ্রীন লাইন চট্টোগ্রাম কাউন্টার

  • কে খান মাইন রোড, এ.কে. খান কাউন্টার ১৪৯/৫/২০০৮ এ যোগাযোগ করুন: +880-31-751161 +88-01970060021
  • দামপাড়া, দামপাড়া (নতুন) কাউন্টার 34 জাকির হোসেন রোড যোগাযোগ করুন: +88-01970060085
  • দামপাড়া, দামপাড়া (পুরাতন) কাউন্টার 5/6 জাকির হোসেন রোড যোগাযোগ নম্বরঃ +880-31-630551, +88-01730060085
  • গ্রীন লাইন কক্সবাজার কাউন্টার
  • ঝাউতলা কাউন্টার,10 নং ওয়ার্ড ঝাউতলা মেইন রোড, কক্সবাজার কাউন্টার যোগাযোগ নম্বরঃ +88-034162533, +88-01730060070
  • ১২ নং ওয়ার্ড কলাতলী মেইন রোড, কলাতলী কাউন্টার,হোটেল হানিমুন যোগাযোগ করুন:+88-034163747, +88-01970060070
  • বাস টার্মিনাল এর বিপরীতে, টার্মিনাল কাউন্টার। যোগাযোগ করুন: +88-01730060074

গ্রীন লাইন বেনাপোল কাউন্টার

  • বিজিবির ক্যাম্পের, বাজার কাউন্টার বিপরীতে যোগাযোগ করুন: +88-04228-75776, +88-01730060035
  • বর্ডার কাউন্টার যোগাযোগ নং: +88-04228-75781, +88-01970060032

Shohoz ওয়েবসাইট থেকে গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম

Shohoz ওয়েবসাইট থেকে গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Shohoz লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট অর্থাৎ, Shohoz ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।

গ্রীন লাইন বাস টিকেট

এখন আপনি ডান পাশে উপরে লক্ষ্য করলে থ্রি লাইন দেখতে পাবেন। তাহলে আপনি থ্রি লাইন অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Bus
  • Air
  • Train
  • Launch
  • Event
  • Park
  • Deals and offer এবং
  • Insurance Claim ইত্যাদি

Shohoz ওয়েবসাইট থেকে গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য ‘Bus’ অপশনে ক্লিক করুন। তারপর From অপশনে আপনি কোন জায়গা থেকে ভ্রমন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন এবং To অপশনে আপনার ভ্রমনের শেষ স্থান সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি ঢাকা থেকে বগুড়ায় যেতে চাচ্ছেন। তাহলে From অপশনে ঢাকা লিখুন এবং To অপশনে বগুড়া লিখুন।

তারপর নিচে আপনি কত তারিখে ভ্রমন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন এবং নিচে থেকে Search লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার ভ্রমণের তারিখে যেসকল বাস চলাচল করবে সকল বাসের নাম চলে আসবে। যেমন:

  • Anas Enterprise
  • Greenline bus
  • Fahmita Express
  • Rozina Enterprise
  • Burimari Express ইত্যাদি

তাহলে আপনি এখান থেকে Greenline সিলেক্ট করুন। এখন গ্রীন লাইন বাস টিকেট কাটার জন্য Book Ticket লেখাটিতে ক্লিক করুন। তাহলে সেখানে বাসের সকল সিটগুলো দেখতে পাবেন।

গ্রীন লাইন বাস টিকেট

এখানে ব্লাক রং এর সিটগুলো আগে থেকে বুকিং করা রয়েছে এবং সাদা রঙের সিটগুলো ফাঁকা রয়েছে। এখন আপনাকে সাদা রঙ্গের সিটগুলো থেকে সিট বুকিং করতে হবে।‌ তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী সিট বুকিং করুন। তারপর নিচে থেকে continue লেখাটিতে ক্লিক করুন।

আরোও পড়ুন: বিকাশ App ফ্রি লটারী খেলে টাকা ইনকাম ২০২৫ | Bkash free lottery

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার বোর্ডারিং পয়েন্ট দেখতে পাবেন। অর্থাৎ আপনাকে কোথা থেকে বাসে উঠতে হবে সেটি দেখতে পাবেন। এখন আপনি নিচে থেকে continue লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Mobile number
  • Email address
  • Fast name
  • Last name এবং
  • Gender

গ্রীন লাইন বাস টিকেট কনফার্ম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস লিখুন। তারপর আপনার Fast name এবং Last name লিখুন। এখন নিচে gender অপশন দেখতে পাবেন। তাহলে আপনি আপনার gender নির্বাচন করুন এবং নিচে থেকে proceed to payment অপশনে ক্লিক করুন। এখন আপনাকে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করতে হবে।

গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করার নিয়ম

গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করার জন্য proceed to payment অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার সামনে অনলাইন পেমেন্ট গেটওয়ে ওপেন হবে।

গ্রীন লাইন বাস টিকেট

গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করার জন্য আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড দেখতে পাবেন। যেমন:

  • বিকাশ
  • রকেট
  • নগদ এবং
  • Debit/credit card

এখানে আপনি যে কোন পেমেন্ট মেথড সেটআপ করে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করতে পারবেন। তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট সম্পন্ন করুন। উদাহরণস্বরূপ, আপনি বিকাশের মাধ্যমে গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট করতে চাচ্ছেন।

তাহলে বিকাশ অপশন সিলেক্ট করুন। তারপর স্ক্রোল করে নিচে নামুন। তাহলে proceed to payment অপশন দেখতে পাবেন। এখন আপনি সেখান থেকে proceed to payment অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে দিন এবং নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন।

তাহলে আপনার মোবাইল নম্বরে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাবে সেই কোডটি বসিয়ে Continue অপশনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টে পিন নম্বর বসে আবারোও নিচে থেকে Continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনার গ্রীন লাইন বাস টিকেট পেমেন্ট সম্পন্ন হবে এবং আপনার গ্রীন লাইন বাস টিকেট চলে আসবে।

এখন আপনি সেই টিকেটটি ডাউনলোড করে আপনার ভ্রমণের তারিখে ভ্রমন করতে পারবেন। আপনার মোবাইল নম্বর অথবা ইমেইলের মাধ্যমে গ্রীন লাইন বাস টিকেট পাঠানো হবে।

আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম, গ্রীন লাইন পরিবহন কাউন্টার নাম্বার, Shohoz ওয়েবসাইট থেকে গ্রীন লাইন বাস টিকেট কাটার নিয়ম এবং অনলাইনে পেমেন্ট করার নিয়ম। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

Discover more from বঙ্গভাষা

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading